৯ ডিসেম্বর, ২০২৪ | ২৪ অগ্রহায়ণ, ১৪৩১ | ৬ জমাদিউস সানি, ১৪৪৬


শিরোনাম
  ●  অপহরণের ৯ ঘন্টা পর অজ্ঞান অবস্থায় উদ্ধার স্কুলছাত্র   ●  শাহপরীর দ্বীপে ‘পর্যটন স্পট’ গড়তে চায় সরকার, পরিদর্শনে পর্যটন উপদেষ্টা   ●  ইসিএ এলাকায় নির্মিত স্থাপনা সরাতে উখিয়া উপজেলা প্রশাসনের মাইকিং   ●  চকরিয়ায় বনের জমিতে বিএনপি নেতাদের পশুর হাট   ●  গলায় ওড়না পেঁচিয়ে উখিয়া ডিগ্রি কলেজের ছাত্রী’র আত্নহত্যা   ●  যারা ক্লাসে ৭০% উপস্থিত থাকবে না তাদের পরিক্ষায় অংশগ্রহন করতে দেওয়া হবে না- শাহাজাহান চৌধুরী   ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।

পঞ্চাশ টিক্কা বিয়ারী!

50 takaপঞ্চাশ টাকার ফেরিওয়ালা তারা। ক্রেতা-গ্রাহকদের কাছে প্রচলিত কথায় পঞ্চাশ টিক্কা বিয়ারী অর্থাৎ পঞ্চাশ টাকার ব্যাপারী। বিশাল ঝুড়িতে প্লাষ্টিকের রকমারি পণ্য সাজিয়ে কক্সবাজারের অলি-গলিতে ঘুরে বেড়ান তারা। তবে সব পণ্যের দাম পঞ্চাশ টাকার মধ্যে। প্লাষ্টিক ও এ্যালুমিনিয়ামের ঝুড়ি, হাড়ি-পাতিল,  মগ, বোল, প্লেট, বাচ্চাদের খেলনা, মেয়েদের মাথার ফুল, ঝাঁকা, আয়না, ব্রাশ ও টুথ পেষ্টসহ বিভিন্ন গৃহস্থালি ও নিত্যপণ্য বিক্রি করেন তারা। আবাসিক ও ঘনবসতি অধ্যুষিত এলাকায় এসব ফেরিওয়ালারা হাঁক দিয়ে পণ্য বিক্রি করেন সারা দিন। ফেরি ওয়ালা আব্দুল কাইয়ুম ও জুয়েল জানান, প্লাষ্টিক নির্মিত রকমারি পণ্য থেকে পঞ্চাশ টাকার মধ্যে দ্রব্য সামগ্রী বাচাই করে ঝুড়িতে সাজান আগের রাতে। সকালে এসব পণ্য বিক্রির জন্য অলি-গলিতে ঘুরে বেড়ান। সারাদিন বেচা-বিক্রির শেষে ৩০০/৪০০ টাকা লাভ থাকে বলে জনান তারা। বাহারছড়ার গৃহবধু সারজিনা জানান, গৃহস্থালী ও নিত্যপ্রয়োজনীয় অনেক পণ্য এসব ফেরিওয়ালার কাছে সস্তায় পাওয়া যায়। পঞ্চাশ টাকার প্যাকেজের মধ্যে পণ্য ফেরি করার কারণে  এরা পঞ্চাশ টিক্কা বিয়ারী নামে পরিচিত।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।