১১ ডিসেম্বর, ২০২৫ | ২৬ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৯ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন   ●  ১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

নৌকার সমর্থনে বিরামহীন গণসংযোগে পৌর আওয়ামী লীগ

প্রেস বিজ্ঞপ্তি:

পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকার মেয়র প্রার্থী মো. মাহাবুবুর রহমান চৌধুরীর সমর্থনে বিরামহীন গণসংযোগ করছেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা। পৌরসভার ১২টি ওয়ার্ডের গ্রামে, পাড়া-মহল্লায় প্রতিটি ঘরে ঘরে ব্যাপক গণসংযোগ করে প্রচারণা চালাচ্ছেন।

প্রতিদিন বিরামহীনভাবে প্রতিটি ওয়ার্ডে পুরুষ ও নারীদের কয়েকটি টিমে বিভক্ত হয়ে বিভিন্ন এলাকায় জনগণের মাঝে সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরার পাশাপাশি নৌকা মার্কায় ভোট প্রার্থনা করছেন।

মঙ্গলবার (২৩ মে) দিনব্যাপি কক্সবাজার পৌরসভার ১২টি ওয়ার্ডে একযোগে এ কার্যক্রম চলে। দিনব্যাপি আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মো. মাহাবুবুর রহমান চৌধুরীর পক্ষে ১নং ওয়ার্ড পূর্ব ও দক্ষিণ কুতুবদিয়া পাড়া, সমিতি পাড়া। ৩নং ওয়ার্ড মাস্টার পাড়া সড়ক, চাউল বাজার সড়ক, এবিসি সড়ক, বড়বাজার মসজিদ সড়ক, পৌরসভা মার্কেট এলাকা পর্যন্ত। ৪নং ওয়ার্ড ফুলবাগ সড়ক একাংশ, ইসলামিয়া বরফকল, হাঙর পাড়া, পূর্ব টেকপাড়া একাংশ, মধ্যম টেকপাড়া, পশ্চিম টেকপাড়া, ম্যালেরিয়া অফিস রোড একাংশ। ৫নং ওয়ার্ড চৌধুরী পাড়া একাংশ, বনরূপা পাড়া। ৭নং ওয়ার্ড সবুজবাগ এলাকা, টেকনাফ পাড়া। ৮নং ওয়ার বৈদ্যঘোনা, বি কে পাল সড়ক। ৯নং ওয়ার্ড বাদশাঘোনা, মধ্যম ঘোনার পাড়া, বালক উচ্চ বিদ্যালয়ের পিছনে, টাংকি পাহাড়, মোহাজের পাড়া সংলগ্ন বড়ুয়া পাড়া। ১০নং ওয়ার্ড আই বিপি রোড পূর্ব পাশে, বঙ্গপাহাড়ের চারপাশে, হাসপাতাল রোড হতে পৌরসভা গেইট পর্যন্ত। ১১নং ওয়ার্ড গাড়ির মাঠ ১, ২ ও মসজিদ গলি এবং ১২নং ওয়ার্ড কলাতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে ঝড়ঝড়ী পাড়া, মধ্যম কলাতলি, লাইটহাউস, ফাতেরঘোনা, সৈকত পাড়ায় গণসংযোগ ও উঠান বৈঠক করেন পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা।

গণসংযোগকালে পৌর আওয়ামী লীগের ১নং ওয়ার্ড সভাপতি আতিক উল্লাহ কোম্পানি, সাধারণ সম্পাদক ইয়াহিয়া খান, ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ওয়াহিদ মুরাদ সুমন, ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আবু আহমদ, ৫নং ওয়ার্ড সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, ৭নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সেলিম ওয়াজেদ, ৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আমির উদ্দিন, ৯নং ওয়ার্ড সভাপতি জহিরুল কাদের ভুট্টো, সাধারণ সম্পাদক মেজবা উদ্দিন কবির, ১০নং ওয়ার্ড সভাপতি নুর মোহাম্মদ, ১১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আবদুল মজিদ সুমন, ১২নং ওয়ার্ড সভাপতি সাহেদ আলী, সাধারণ সম্পাদক মোর্শেদুল হক চৌধুরী, পৌর আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়সল হুদা, সহ- দপ্তর সম্পাদক মোঃ সোহেল রানা সহ আরও অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।