৮ ডিসেম্বর, ২০২৫ | ২৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৬ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন   ●  ১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

নিখোঁজ সালাহউদ্দিনের অপেক্ষায় পেকুয়াবাসী

pic pekua mosjed 22-3-2015
নিখোঁজ বি.এন.পি নেতা ও পেকুয়ার সন্তান সালাহউদ্দিন আহমদের অপেক্ষায় প্রার্থনার মধ্যদিয়ে প্রহর গুণছে পেকুয়াবাসী। দীর্ঘ ১২দিন ধরে পেকুয়া উপজেলার প্রতিষ্ঠাতা এতদাঞ্চলের উন্নয়নেরকান্ডারী সালাহউদ্দিনের মুক্তি ও সন্ধানদাবীতে পেকুয়ার লোকজন সহিংস আন্দোলনের চেয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে তাদের প্রিয় ব্যক্তিটিকে অক্ষত অবস্থায় তাদের মাঝে ফিরে পেতে আরজি করছে। বিভিন্ন মান্নত, রোযা পালন এতিম মিসকিনদের খাওয়া ছদকা দিয়েও প্রিয় নেতার অক্ষত ফেরত খোঁজছে আল্লাহর কাছে। বিভিন্ন শ্রেণী পেশার লোকের মাঝে একমাত্র আলোচ্য বিষয় তাদের সালাহউদ্দিনকে তারা ফিরে পাবে কি পাবেনা এ বিষয়টি। সারা পেকুয়ার বিভিন্ন মাদ্রাসা ও মসজিদে নিখোঁজ বি.এনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদের সন্ধান ও অক্ষত অবস্থায় মুক্তি কামনায় পবিত্র খতমে কোরান ও জালালী পাঠ করে বিশেষ প্রার্থনা করা হয়েছে। সকাল ৮টায় সালাহউদ্দিন আহমদের গ্রামের বাড়ি সিকদার পাড়া জামে মসজিদে ১শ ৫০জন আলেম হাফেজ সহ এলাকার মুরব্বীরা খতমে জালালী ও দোয়ায়ে ইউনুচ পাঠ করে প্রিয় নেতা সালাহউদ্দিন আহমদের সুস্থতা ও মুক্তি কামনা করা হয়। এদিকে দুপুর ১২টা থেকে পেকুয়া আনোয়ারুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রেজাউল করিম ও স্থানীয় ইউপি সদস্য বি.এন.পি নেতা মাহাবুল করিমের আয়োজনে ৩শ আলেম হাফেজ ও মাদ্রাসার ছাত্র নিয়ে খতমে কোরান শেষে বিশেষ প্রার্থনা করা হয়। এসময় সমাগত লোকদের উদ্যেশ্যে সালাহউদ্দিন আহমদের মুক্তির উদ্যেশ্যে বক্তব্য রাখেন, প্রবীন ব্যক্তিত্ব গোলাম মোস্তফা চৌধুরী, মাও.আকতারউদ্দোলা চৌধুরী। এসময় বিশেষ মুনাজাত পরিচালনা করেন, আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা ফরিদউদ্দিন রুমী। এছাড়া শহীদ জিয়াউররহমান উপকুলীয় কলেজে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এপ্রার্থনায় শিক্ষক ছাত্র ছাত্রী সহ সুধি সমাজের লোকজনকে বিশেষ মুনাজাত পরিচালনা করেন, হাফেজ মাও.আবদুল কায়ুম। এদিকে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে মসজিদে ও বাসাবাড়িতে খতমে কোরান তাহলিল রোযা পালন অব্যাহত রয়েছে বলে স্থানীয় লোকজন জানিয়েছে। পেকুয়ার প্রত্যন্ত অঞ্চলের লোকজন প্রতিমুহুর্তে উদ্যোগ উৎকন্ঠা প্রকাশ করে ১২দিন ধরে নিখোজ তাদের প্রিয় সন্তান বি.এন.পির কেন্দ্রীয় নেতার খোঁজ ও সুরক্ষা কামনা করছে চোখের পানি ছেড়ে দিয়ে । অনেকে এপ্রতিবেদককে জানিয়েছে অসংখ্য লোকজ খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে দিশেহারা হয়ে প্রিয় নেতার  ফিরে আসার প্রহর গুণছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।