২৯ মার্চ, ২০২৩ | ১৫ চৈত্র, ১৪২৯ | ৬ রমজান, ১৪৪৪


শিরোনাম
  ●  সাগরে ১০টি বস্তায় মিলল ৭ লাখ ইয়াবা   ●  উখিয়ায় কলেজ ছাত্রকে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ৪   ●  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি কক্সবাজার জেলা কারাগারের বিনম্র শ্রদ্ধা   ●  উখিয়ায় মাটি ভর্তি ডাম্পার আটক   ●  কক্সবাজারে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত   ●  স্বাধীনতা দিবসে মরিচ্যা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উন্মোচন   ●  পানেরছড়ায় পাহাড় ও গাছ কাটার হিড়িক, নিরব বন বিভাগ   ●  চকরিয়ায় গণহত্যা দিবসের আলোচনা সভায় এমপি জাফর আলম   ●  চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আ.লীগের ইফতার মাহফিল-আলোচনা সভায় এমপি জাফর   ●  খুটাখালী ইউনিয়ন আ.লীগের ইফতার মাহফিল, আলোচনা সভায় এমপি জাফর

নাফ ফুটবল একাদশ ও মৌলভী বাজার স্পোটিং ক্লাবের খেলা গোল শূন্য ড্র

Teknaf Pic-

হ্নীলায় আন্তঃউপজেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ৩য়দিনের খেলায় টেকনাফ নাফ ফুটবল একাদশ ও মৌলভী বাজার স্পোটিং ক্লাবের মধ্যকার খেলা গোল শূন্য ড্র হয়েছে।
১৯ এপ্রিল বিকাল সাড়ে ৪টায় হ্নীলা হাইস্কুল খেলার মাঠে জাতীয় সংগীত পরিবেশক ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ৩য়দিনের খেলা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম ইউনুছ বাঙ্গালী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টূর্ণামেন্ট পরিচালনৈা কমিটির আহবায়ক কায়সার উদ্দিন আহমদ, যুগ্ন আহবায়ক মাহবুব মোরশেদ, মৌলানা শাকের আহমদ, সদস্য আবছার কামাল নোবেল, হাজী এমদাদ উল্লাহ, রাশেদ মাহমুদ আলী, ইব্রাহীম খলিল,বাহাদুর শাহ তপু, সোলতান আহমদ কালু, মাষ্টার জামিল আহমদ, আবুল কালাম আলম,আব্দুল খালেক প্রমুখ। পরে রেফারী লম্বা বাশিঁ বাজিয়ে খেলা শুরু করে। শুরু থেকেই উভয় দলের খেলোয়াড়দের দারুণ নৈপূন্যে আক্রমণ-পাল্টা আক্রমণে এগিয়ে গেলেও রক্ষণভাগের দৃড়তায় কোন দলই গোলের দেখা পায়নি। মধ্য বিরতির পর আবারো দূ‘দলই সমানতালে আক্রমণ-পাল্টা আক্রমন চালিয়ে দর্শকদের টান টান উত্তেজনায় মাতিয়ে তুলে। কিন্তু রেফারী খেলার শেষ বাঁশি বাজালে কোন দলই গোলের দেখা না পেয়ে নিরাশ হয়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ত্যাগ করে। খেলায় প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন সুবীর বড়–য়া ভুলু,সহকারী রেফারী সিরাজুল হক ও আলী হোসেন। ৪র্থদিনের খেলায় শাহপরীর দ্বীপ ফুটবল একাদশ বনাম লেদা আবু বক্কর স্মৃতি ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।