কক্সবাজার শহরের নাজিরারটেক সমুদ্রউপকূলের সুবিধাবঞ্চিত ১০০ জন শিশুকে ঈদের নতুন জামা তুলে দেয় প্রথম আলো বন্ধুসভা কক্সবাজারের সদস্যরা। স্থানীয় পশ্চিম কুতুবদিয়া পাড়াতে ‘ স্বপ্নজাল’ স্কুলে শিশুদের হাতে নতুন জামাগুলো তুলে দেন-কক্সবাজার পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিল এস এম আকতার কামাল ও প্রথম আলো কক্সবাজার আঞ্চলিক কাযালয়ের প্রধান আব্দুল কুদ্দুস রানা।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রথম আলো বন্ধুসভা প্রতিবছর দেশজুড়ে ‘ সহমর্মিতার ঈদ’ কর্মসূচি পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজারে ১০০ জন শিশুকে নতুন জামা বিতরণ করা হয়। নতুন জামা পেয়ে মহাখুশী শিশুরা।
এসময় উপস্থিত ছিলেন-স্বপ্নজাল স্কুলের পরিচালক ও প্রতিষ্ঠাতা শাকির আলম, ম্যাজিক বোর্ড-স্কুলের পরিচালক ও প্রতিষ্ঠাতা জিমরান মোহাম্মদ সায়েক, বন্ধুসভা কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক নুরুল আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম নাঈম, রেশমি সুলতানা, কক্সবাজার সিটি কলেজ বন্ধুসভার সভাপতি মোহাম্মদ আসিফ শাওয়াল, কক্সবাজার সরকারি কলেজ শাখার সভাপতি শফিকুল মোস্তফা আহিল প্রমুখ।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।