৯ জুন, ২০২৩ | ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১৯ জিলকদ, ১৪৪৪


শিরোনাম
  ●  প্রকাশিত সংবাদের বিষয়ে চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী প্রতিবাদ   ●  পৌরবাসির সেবা নিশ্চিত করে একটি স্মার্ট কক্সবাজার শহর উপহার দিতে চাই : মেয়র প্রার্থী মাহাবুব   ●  মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কক্সবাজার জেলা কমিটি বিলুপ্ত ঘোষনা   ●  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ আন্তঃ ইউনিয়ন ফুটবল চ্যাম্পিয়ন ভারুয়াখালী   ●  কক্সবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বহিষ্কার, জেলা কমিটি বাতিল   ●  রামু সংস্কৃতিকর্মী-ক্রীড়াবিদ পুলক বড়ুয়ার মায়ের পরলোক গমন   ●  আইএমআইএ পরিবর্তন করে রোহিঙ্গাদের মোবাইল বিক্রয়ের সিন্ডিকেটের প্রধান মোর্শেদসহ ৫ জন গ্রেপ্তার   ●  বরইতলীর বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের জানাজায় এমপি জাফর আলম, শোক প্রকাশ   ●  সাধারণ ভোটারদের আস্থা ও বিশ্বাসের প্রতীক নৌকা; এ বিশ্বাস রক্ষায় আমি প্রতিক্ষাবদ্ধ : মেয়র প্রার্থী মাহাবুব   ●  কক্সবাজারে পৃথক দূর্ঘটনায় সড়কে প্রাণ গেল চারজনের

‘দৈনিক সাগর দেশ’ পত্রিকা সত্যের সন্ধানে অবিচল’

pic cox

‘দৈনিক সাগর দেশ’ পত্রিকা সত্যের সন্ধানে অবিচল এ শ্লোগানে নির্যাতিত, নিপিড়িত ও বঞ্চিত মানুষের পাশে ছিল এবং থাকবে। সকলের সহযোগিতায় দৈনিক সাগর দেশ আজ জেলার সর্বস্তরের জনগনের হৃদয় জয় করতে সক্ষম হয়েছে এবং একটি সত্যের পক্ষে সকলের নিকট গ্রহনযোগ্য আঞ্চলিক পত্রিকা হিসাবে প্রতিষ্টিত হয়েছে। সকলের নিকট আরো বেশী প্রিয় ও গ্রহনযোগ্য করার জন্য পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তি সহ জেলার সর্বত্রের জনগোষ্টির সহযোগিতা কামনা করেন। সত্যের প্রতি অবিচল থেকে নির্ভয়ে সকল প্রতিনিধিদের কাজ করে যাওয়ার অঙ্গিকার ব্যক্ত করা হয়।
গতকাল সোমবার জেলার অন্যতম জনপ্রিয় পত্রিকা ‘দৈনিক সাগর দেশ’ পত্রিকার প্রতিনিধি সভা ও পরিচালনা সম্পাদক হিসাবে সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহ এর দৈনিক সাগর দেশ পত্রিকায় যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্টান কক্সবাজারের এক অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্টিত হয়।
নির্বাহী সম্পাদক সাইফুল ইসলাম সাইফী‘র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন – ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা সরওয়ার। প্রতিনিধিদের সর্বাত্মক সহযোগিতা চেয়ে ও দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন পরিচালনা সম্পাদক এ এইচ সেলিম উল্লাহ।
পত্রিকার মান আরও বৃদ্ধি করা এবং জেলার প্রতিটি জায়গায় দ্রুত পত্রিকা পৌঁছার উপর মতামত ব্যাক্ত করে বক্তব্য রাখেন মোহাম্মদ উর রহমান মাসুদ, নিজস্ব প্রতিবেদক স.ম.ইকবাল বাহার চৌধুর, টেকনাফ প্রতিবেদক শামশুল আলম শারেক, চকরিয়া প্রতিনিধি এম মনছুর আলম, টেকনাফ প্রতিনিধি আমান উল্লাহ আমান, মহেশখালী প্রতিনিধি মকছুদুর রহমান, হোয়াইক্যং প্রতিনিধি জিয়াউল হক জিয়া, ডুলাহাজারা প্রতিনিধি এস.এম. জহির উদ্দিন জীবন, এমরান ফারুক অনিক।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।