৩০ সেপ্টেম্বর, ২০২৩ | ১৫ আশ্বিন, ১৪৩০ | ১৪ রবিউল আউয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  কক্সবাজারে নানা কর্মসূচির মধ্য দিয়ে চ্যানেল আই এর বর্ষপূর্তি উদযাপন   ●  ফেভারিট চকরিয়া কে হারিয়ে মহেশখালী চ্যাম্পিয়ন   ●  মহেশখালী কয়লা বিদ্যুৎ প্রকল্পে ভিটেমাটি দিয়েও চাকুরির প্রতিশ্রুতি এখনো বাস্তবায়ন হয়নি   ●  উখিয়ার হলদিয়ায় ছাত্রলীগ নেতা রাশেদুল ইসলাম সিকদারের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত   ●  সেন্টমার্টিনের উপর পর্যটন নির্ভরতা কমানোর পরামর্শ দিলেন এমপি আশেক   ●  কক্সবাজারে ডিএনসির অভিযান ইয়াবাসহ একজন গ্রেফতার, প্রাইভেটকার জব্দ   ●  বিট কর্মকর্তা জহিরুলের সফল অস্ত্রোপচার, এখনো জ্ঞান ফিরেনি   ●  রামুতে দখলবাজদের হামলার ঘটনায় মামলা, শঙ্কামুক্ত নয় জহিরুল   ●  সাবেক এমপি এড. খালেকুজ্জামানের ২৩ তম শাহাদত বার্ষিকী আজ   ●  ছাত্রলীগে অনুপ্রবেশকারী আবু সুফিয়ানের হামলায় উখিয়ায় সংবাদকর্মী আহত

দেশের মাটিতে স্মরণীয় বিদায় হবে মাশরাফির : পাপন

বিশ্বকাপেবাংলাদেশের অভিযান শেষে মাশরাফি যখন অবসর ঘোষণা দিলেন না, তখন গুঞ্জন শোনা গিয়েছিল দেশের মাটিতেই হয়তো বিদায় নেবেন তিনি। তার জন্য বিসিবি একটি সিরিজের আয়োজন করবে।

এবার বিসিবি সভাপতির মুখেই শোনা গেল এমন কথা। গতকাল লন্ডনে সংসদীয় বিশ্বকাপে খেলতে গিয়ে সাংবাদিকদের নাজমুল হাসান পাপন বলেন, দেশের মাটিতে শেষ ম্যাচ খেলেই আন্তর্জাতিক অঙ্গন থেকে জাতীয় দলের অধিনায়ক।
মাশরাফির ব্যাপারে বোর্ড সভাপতি বলেন, ‘মাশরাফিকে দেশের মাটিতে স্মরণীয় বিদায় দেওয়ার চিন্তা-ভাবনা করছি। আমরা একটি সিরিজ এমনভাবে আয়োজন করব, যাতে সে দেশের মাটিতেই বীরের মতো বিদায় নিতে পারে। ‘

মাশরাফির ভবিষ্যত নিয়ে কথা বলার পাশাপাশি বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানের প্রশংসাও করেন পাপন, ‘বাংলাদেশের ক্রিকেটে দুটি বড় চরিত্র। এক, মাশরাফি সর্বশ্রেষ্ঠ অধিনায়ক। দ্বিতীয়, সাকিব আল হাসান সর্বকালের সেরা পারফরমার। সেই সেরা অধিনায়ককেই আমরা চেষ্টা করব দেশের মাটিতে সেরা বিদায়ের ব্যবস্থা করতে এবং সেটা যেন স্মরণীয় হয়ে থাকে। ‘

এদিকে, কোচ স্টিভ রোডসের থাকা না-থাকা নিয়ে প্রশ্ন করা হয় পাপনকে।

তিনি বলেন, ‘রোডসকে বাদ দেয়া হয়নি। তার সাথে অনেক কিছু নিয়ে কথা বলছি। আমরা আমাদের চিন্তা-ভাবনা তাকে জানিয়েছি। সে আমাদের ভাবনার সঙ্গে একমত হয়নি। তাই আমরা ধরে নিয়েছি রোডস আর থাকবেন না। এখন লাস্ট কল রোডসের। আমি অপেক্ষায় আছি, হয়তো আজকালের মধ্যেই তার লাস্ট কলটা জানা যাবে। হয়তো-বা আজ বা কাল সে তার লাস্ট কল জানিয়ে দিতে পারেন। ‘

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।