২৪ সেপ্টেম্বর, ২০২৩ | ৯ আশ্বিন, ১৪৩০ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  চকরিয়ায় হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন আটক, মাইক্রোবাস জব্দ   ●  ‘প্রান্তিক জনগোষ্ঠির স্বাস্থ্য সেবার অবলম্বন পল্লী চিকিৎসক’-জেলা পরিষদ চেয়ারম্যান   ●  ‘প্রয়োজনে কালো গাউন ছেড়ে রোড লেভেলে যেতে হবে’   ●  তলাবিহীন ঝুড়ি থেকে স্মার্ট বাংলাদেশ করেছেন শেখ হাসিনা: কউক চেয়ারম্যান   ●  এরশাদ সরকার আমল ছিল দেশের স্বর্ণযুগ-সাবেক সাংসদ ইলিয়াছ   ●  পরিবেশ রক্ষায় শেখ হাসিনার উদ্যোগ বিশ্বে প্রশংসনীয় : মোঃ নজিবুল ইসলাম   ●  রোহিঙ্গা প্রত্যাবাসনে পাইলট-প্রকল্প মিয়ানমার-চীনের শুভঙ্করীর ফাঁকি!   ●  কক্সবাজারে ‘জয় কারাতে একাডেমী’ ‘অদ্রিতা পালদের বেড়েছে আত্মবিশ্বাস ও শক্তি’   ●  রামুতে বনবিভাগের অভিযানে পানির পাম্প জব্দ   ●  সীমান্তে গরু চোরাকারবারীদের তালিকা করে আইনের আওতায় আনা হবে-ডিসি মুহম্মদ শাহীন ইমরান

দুর্গাপূজায় বিশৃঙ্খলাকারীদের কাউকে ছাড় দেওয়া হবেনাঃওসি সাইফুল

রায়হান সিকদার,লোহাগাড়াঃ আগামী ৪অক্টোবর হতে ৮ অক্টোবর পর্যন্ত লোহাগাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১০৮টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্টিত হবে। তারই ধারাবাহিতায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামন্ডপগুলো সর্বাত্মক নিরাপত্তা দিতে প্রস্ততি গ্রহণ করেছে লোহাগাড়া থানা পুলিশ।

প্রতিটি পূজা মণ্ডপে আইন শৃঙ্খলা বজায় রাখতে পূজা চলাকালীন সময়ে পুলিশ বাহিনীর একটি টিম সার্বক্ষণিক মাঠে থাকবে।
প্পূজা মণ্ডপে পুলিশের পাশাপাশি আনসার সদস্যবৃন্দরাও কাজ করবে এবং স্বেচ্ছাসেবকও কাজ করবে ।এছাড়াও প্রত্যেক ইউনিয়নে থানা পুলিশের পক্ষ থেকে সার্বক্ষণিক একটি পুলিশি টিম টহলে থাকবে। যে কোনো ধরণের অপরাধ ঠেকাতে কাজ করবে পুলিশ।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ সাইফুল ইসলামের সাথে আলাপকালে তিনি উক্ত প্রতিবেদককে বলেছেন, আমাদের থানা প্রশাসন সবসময় লোহাগাড়াবাসীর পাশে রয়েছে। উপজেলার ১০৮টি পূজা মণ্ডপে আইন শৃঙ্খলা বজায় রাখতে পূজা চলাকালীন সময়ে পুলিশ বাহিনীর একটি টিম সার্বক্ষণিক মাঠে থাকবে।
তিনি আরো বলেন,
উপজেলায় বিভিন্ন এলাকায় দুর্গাপূজায় আজান ও নামাজের সময় মাইক বন্ধ রাখার জন্য প্রতিটি মণ্ডপের দায়িত্বপ্রাপ্তদের নির্দেশনা দেওয়া হয়। ধর্মীয় রীতি-নীতি মেনে শারদীয় দুর্গাপূজা পালন করতে হবে।
বিসর্জন এবং পূজা চলাকালীন সময়ে উশৃঙ্খল নৃত্য করা যাবেনা।
যে কোন ধরণের অপরাধ দমনে পুলিশ আপনাদের তাৎক্ষণিক সেবা দিতে প্রস্তুত রয়েছে । পূজা মন্ডপে বিশৃঙ্খলা কারীদের কাউকে কোনো ধরণের ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

উল্লেখ্য, লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকায় এবার ১০৮টি সার্বজনীন পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।