২৬ সেপ্টেম্বর, ২০২৩ | ১১ আশ্বিন, ১৪৩০ | ১০ রবিউল আউয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  চকরিয়ায় হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন আটক, মাইক্রোবাস জব্দ   ●  ‘প্রান্তিক জনগোষ্ঠির স্বাস্থ্য সেবার অবলম্বন পল্লী চিকিৎসক’-জেলা পরিষদ চেয়ারম্যান   ●  ‘প্রয়োজনে কালো গাউন ছেড়ে রোড লেভেলে যেতে হবে’   ●  তলাবিহীন ঝুড়ি থেকে স্মার্ট বাংলাদেশ করেছেন শেখ হাসিনা: কউক চেয়ারম্যান   ●  এরশাদ সরকার আমল ছিল দেশের স্বর্ণযুগ-সাবেক সাংসদ ইলিয়াছ   ●  পরিবেশ রক্ষায় শেখ হাসিনার উদ্যোগ বিশ্বে প্রশংসনীয় : মোঃ নজিবুল ইসলাম   ●  রোহিঙ্গা প্রত্যাবাসনে পাইলট-প্রকল্প মিয়ানমার-চীনের শুভঙ্করীর ফাঁকি!   ●  কক্সবাজারে ‘জয় কারাতে একাডেমী’ ‘অদ্রিতা পালদের বেড়েছে আত্মবিশ্বাস ও শক্তি’   ●  রামুতে বনবিভাগের অভিযানে পানির পাম্প জব্দ   ●  সীমান্তে গরু চোরাকারবারীদের তালিকা করে আইনের আওতায় আনা হবে-ডিসি মুহম্মদ শাহীন ইমরান

দুবাই সুপার শপ: মূল্য তালিকায় একদাম বিক্রিতে আরেক দাম

ইমাম খাইর: কক্সবাজার শহরের প্রধান সড়ক সংলগ্ন তারাবনিয়ারছড়ায় অবস্থিত দুবাই সুপার শপে ইচ্ছে মতো দাম নিচ্ছে প্রায় সবপণ্যে। প্রশাসনের নির্দেশনা মতো মূল্য তালিকা টাঙানোর কথা থাকলেও তারা মানে না। মাঝেমধ্যে লোক দেখানো মূল্য তালিকা ঝুলানো হলেও আড়ালে রাখা হয় ওই তালিকা। তবু তালিকায় স্থান পাওয়া পণ্য মূল্যের সাথে বিক্রি মূল্যের পার্থক্য অনেক। এই ফারাকের বিষয়ে জানতে গিয়ে উল্টো নাজেহাল হন ক্রেতারা।
তালিকা নয়, মৌখিক দামে মালামাল কিনতে হয় দুবাই সুপার শপে। তাতে প্রতারণা মূলক ব্যবসার পাশাপাশি গ্রাহক হয়রানির অভিযোগ উঠেছে প্রতিনিয়ত।
এএইচ সেলিম উল্লাহ নামের এক ক্রেতা অভিযোগ করেছেন, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে তিনি পেঁয়াজ কিনেছেন ১১০ টাকায়। অথচ দোকানে টাঙানো ‘মূল্য তালিকা’য় দাম লেখা আছে ৭০ টাকা। তালিকা অনুযায়ী দাম দিতে চেয়ে তিনি উল্টো নাজেহাল হন দোকানদারের কাছে।
জুবাইরুল ইসলাম নামের আরেক ক্রেতার অভিযোগ, ১ কেজি পেঁয়াজে তার কাছ থেকে ১২০ টাকা নেয়া হয়েছে। অথচ, অন্য দোকানে ৯০-১০০ টাকায় পেঁয়াজ পাওয়া যাচ্ছে।
দোকানে টাঙানো মূল্য তালিকা অনুযায়ী- প্রতি কেজি ৭০ টাকার পেঁয়াজ ১২০ টাকা, ১৩০ টাকার রসুন ১৫০ টাকা, ১৪০ টাকার আদা ১৫০ টাকা, ১২০ টাকার মসুর ডাল ১৪০ টাকা, ৪৫ টাকার ডাল ৫৫ টাকা, ৮০ টাকার ছোলা ১০০ টাকা, ৪০ টাকার মটর ৫০ টাকা ইত্যাদি দামে বিক্রি করছে। অন্যান্য প্রায় সব পণ্য ইচ্ছে মতো মূল্যে বিক্রি করছে বলে অভিযোগ ক্রেতাদের।
বিক্রির রশিদে থাকা ০১৭১১…২২৮ নাম্বারে ফোন করে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি মালিক, নাম হারুন পরিচয় দিয়ে বলেন, দোকানে টাঙানো মূল্য তালিকাটি পুরনো। নুতুন মূল্য তালিকা করা হয়েছে। তা দেখতে যাওয়ার আমন্ত্রণ জানান তিনি।
আপডেট না করে ‘পুরনো মূল্য তালিকা’ কেন দোকানে? প্রশ্ন করলে সদুত্তর দিতে পারেন নি দুবাই সুপার শপের মালিক হারুন।
তবে, প্রতিবেদকের কাছে সংরক্ষিত ছবিটি আজকেই (বৃহস্পতিবার) দোকান থেকে ধারণকৃত। ওখানে দ্বিতীয় কোন তালিকা টাঙানো ছিলনা। হয়তো সাংবাদিক টের পেয়ে আগেরটা মূছে নতুন মূল্য তালিকা যোগ করে দিয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।