১২ জুলাই, ২০২৫ | ২৮ আষাঢ়, ১৪৩২ | ১৬ মহর্‌রম, ১৪৪৭


শিরোনাম
  ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন   ●  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নির্বাচন সম্পন্ন   ●  যুক্তরাষ্ট্রের জুরি বোর্ডের সদস্য হলেন চৌধুরী কন্যা স্বর্ণা   ●  ভিজিএফ চালের অনিয়ম’ নিয়ে সংবাদ – চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা   ●  শিক্ষার ফেরিওয়ালা মরহুম জালাল আহমদ চৌধুরীর ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ   ●  বিয়ের তিন মাসেই সড়কে প্রাণ গেল হলদিয়ার জুনাইদের   ●  চুনোপুঁটি ধরলেও অধরা রাঘববোয়ালরা   ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা

দুপুর গড়াতেই জনসমুদ্রে পরিণত হলো শেখ কামাল স্টেডিয়াম

নিজস্ব প্রতিনিধি:

দীর্ঘ ৫ বছর পর কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিকত ক্রিকেট স্টেডিয়াম মাঠে আওয়ামী লীগের জনসভায় যোগ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগমন উপলক্ষে কক্সবাজারে দলের নেতাকর্মীদের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনা কাজ করছে। সমাবেশ স্থল থেকে শুরু করে কলাতলী, সুগন্ধা, লাবনী পয়েন্ট, হলিডে মোড়, বিমানবন্দর সড়ক ছেয়ে গেছে ব্যানারে-পোস্টারে। পথে পথে বানানো হয়েছে তোরণ। সকাল থেকে বিভিন্ন উপজেলা থেকে জনসভায় আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। দুপুর গড়াতেই জনসভাস্থল কোলে লোকারন্য হয়ে পড়ে।
বিকেল ৩টার দিকে সমাবেশে বক্তব্য দেবেন আওয়ামী লীগের সভাপতি।
এছাড়া জনসভার আশপাশের এলাকা ও সড়কে সমাবেশে আসা লোকজনের ভীড় দেখা যায়। ব্যান্ডপার্টি, সাজানো নৌকা, রংবেরঙের পোশাক পরে দলে দলে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশেস্থলে আসছেন।
মূল সভাস্থলের আগে বসানো হয়েছে তল্লাশি চৌকি। ব্যাগ, ইলেকট্রনিকস জিনিসপত্র বিশেষভাবে তল্লাশি করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তল্লাশি শেষে মাঠে ঢুকতে দেওয়া হচ্ছে।
নেতাকর্মীরা জানান, তীব্র রোদে মাঠে দাঁড়িয়ে থাকতে কিছুটা অসুবিধা হচ্ছে। তবে যত কষ্টই হোক, সমাবেশ শেষ করে তারা বাড়ি ফিরবেন। নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে মঞ্চে বিভিন্ন রকম গান পরিবেশন করা হচ্ছে।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যডভোকেট রণজিত দাশ বলেন, প্রধানমন্ত্রী দীর্ঘদিন পরে কক্সবাজারে আসবেন। তাই সরকারের উপকারভোগীরা এক নজর দেখতে মিছিলে মিছিলে সমাবেশে যোগ দিচ্ছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।