৬ জুন, ২০২৩ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১৬ জিলকদ, ১৪৪৪


শিরোনাম
  ●  মরিচ্যায় রাসেলের নেতৃত্বে বিদেশী সিগারেটের বিশাল সিন্ডকেট   ●  আমি ৫ বছর মেয়র হিসেবে জনগনের সেবক হতে চাই : মেয়র প্রার্থী মাহাবুব   ●  মধ্যরাতে কাউন্সিলর প্রার্থীর টাকা বিতরণ; ভিডিও ধারন করায় সংবাদকর্মীর উপর হামলা   ●  মাতামুহুরী নদীকে শাসনসহ টেকসইভাবে সংরক্ষণ করতে চায় জাইকা   ●  পেকুয়ায় বানৌজা শেখ হাসিনা নৌঘাঁটিতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন   ●  এবার স্কুল ছাত্র অপহরণ করে ৩০ লাখ টাকার মুক্তিপণ দাবি   ●  নানা কর্মসূচীর মধ্য দিয়ে কক্সবাজারে পরিবেশ দিবস পালিত   ●  রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা   ●  কক্সবাজারে কাউন্সিলর প্রার্থীর টাকা বিতরণের ভিডিও ধারণ করায় সাংবাদিককে মারধর   ●  সাংবাদিক রাসেলকে হুমকি, থানায় জিডি

দুপুর গড়াতেই জনসমুদ্রে পরিণত হলো শেখ কামাল স্টেডিয়াম

নিজস্ব প্রতিনিধি:

দীর্ঘ ৫ বছর পর কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিকত ক্রিকেট স্টেডিয়াম মাঠে আওয়ামী লীগের জনসভায় যোগ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগমন উপলক্ষে কক্সবাজারে দলের নেতাকর্মীদের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনা কাজ করছে। সমাবেশ স্থল থেকে শুরু করে কলাতলী, সুগন্ধা, লাবনী পয়েন্ট, হলিডে মোড়, বিমানবন্দর সড়ক ছেয়ে গেছে ব্যানারে-পোস্টারে। পথে পথে বানানো হয়েছে তোরণ। সকাল থেকে বিভিন্ন উপজেলা থেকে জনসভায় আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। দুপুর গড়াতেই জনসভাস্থল কোলে লোকারন্য হয়ে পড়ে।
বিকেল ৩টার দিকে সমাবেশে বক্তব্য দেবেন আওয়ামী লীগের সভাপতি।
এছাড়া জনসভার আশপাশের এলাকা ও সড়কে সমাবেশে আসা লোকজনের ভীড় দেখা যায়। ব্যান্ডপার্টি, সাজানো নৌকা, রংবেরঙের পোশাক পরে দলে দলে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশেস্থলে আসছেন।
মূল সভাস্থলের আগে বসানো হয়েছে তল্লাশি চৌকি। ব্যাগ, ইলেকট্রনিকস জিনিসপত্র বিশেষভাবে তল্লাশি করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তল্লাশি শেষে মাঠে ঢুকতে দেওয়া হচ্ছে।
নেতাকর্মীরা জানান, তীব্র রোদে মাঠে দাঁড়িয়ে থাকতে কিছুটা অসুবিধা হচ্ছে। তবে যত কষ্টই হোক, সমাবেশ শেষ করে তারা বাড়ি ফিরবেন। নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে মঞ্চে বিভিন্ন রকম গান পরিবেশন করা হচ্ছে।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যডভোকেট রণজিত দাশ বলেন, প্রধানমন্ত্রী দীর্ঘদিন পরে কক্সবাজারে আসবেন। তাই সরকারের উপকারভোগীরা এক নজর দেখতে মিছিলে মিছিলে সমাবেশে যোগ দিচ্ছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।