৫ অক্টোবর, ২০২৪ | ২০ আশ্বিন, ১৪৩১ | ১ রবিউস সানি, ১৪৪৬


শিরোনাম
  ●  কক্সবাজারে কিশলয়ে শিক্ষক গ্রুপিংয়ে শ্রেণী কার্যক্রমে স্থবির    ●  সাবেক সাংসদ জাফর ও সালাহ উদ্দিনসহ ৩৫জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪   ●  ইয়াবা সম্রাট বদির আরেক সহযোগী সি-লাইন বাদশা গ্রেপ্তার   ●  রামুতে বিএনপির নির্বাচনী অফিস ভাঙচুর মামলায় সৈনিকলীগ নেতা গ্রেফতার   ●  আগামি দিনের রাজনীতি হবে খালেকুজ্জামানের দেখানো পথে   ●  কক্সবাজারে বৃক্ষমেলায় ৩৫ লক্ষ টাকার চারা বিক্রি     ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র এডমিশন ফেয়ার উদ্বোধন   ●  কক্সবাজারে বিডিআর কল্যাণ পরিষদের স্মারক লিপি   ●  উখিয়ায় টমটম মালিক সমিতির নতুন কমিটি: সভাপতি আনোয়ার সিকদার, সাধারণ সম্পাদক টিপু   ●  আন্তর্জাতিকভাবে পুরস্কার পেল সায়মন বিচ রিসোর্ট ও সায়মন হেরিটেজ

দুনিয়া ব্যাপী মুসলিম উম্মাহর বিরুদ্ধে সুগভীর যড়ষন্ত্র চলছে

ramu pic 14.03.15
রামুতে ঐতিহাসিক ইসলামী সম্মেলনের সমাপনি দিবসে প্রধান অতিথি মাওলানা ড.আ.ফ.ম খালিদ হোসেন বলেছেন, বিশ্বব্যাপী মুসলিম উম্মার অগ্রযাত্রা, উন্নতি ও সমৃদ্ধ ঠেকানোর জন্য সাম্রাজ্যবাদীরা ঐক্যবদ্ধ হয়ে উঠেছে। চর্তুমূখী সাড়াশি কালসাড়ার করভারসন চালানো জন্য উঠে পড়ে লেগেছে। তারা মুসলিম উম্মাহকে ধবংস করার লক্ষ্যে আমাদের ভ্রাতৃত্ববোধ সু-সংহতী বিনষ্ট করে দ্বিধা বিভক্ত করতে চায়। দ্বিধাবিভক্তির পরিকল্পনায় নতুন করে ক্রুসেড়ের পরসা বশছে মধ্য প্রাচ্যের বাজারে। এই ক্রুসেড়ের আওতায় এবার পুরো মধ্য প্রাচ্যের ভূগোলকে ব্যবহার করবে। এখনো সময় আছে তওবা করে কুরআন সুন্নাহর পথে এগিয়ে আসতে হবে সবাইকে। গতকাল ১৪ মার্চ শনিবার রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ষ্টেডিয়ামে ইসলামী সম্মেলন পরিষদ রামুর উদ্যোগে মাওলানা মোক্তার আহমদ, মাওলানা আবুল হোসেন ও মাওলানা আমান উল্লাহ সিকদারের সভাপতিত্বে এস.মোহাম্মদ হোসেন, মাওলানা কামাল হোসেন, মাওলানা জসিম উদ্দিন এর সঞ্চালনায়  আয়োজিত সমাপনি দিনে তাকরির পেশ করেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা গাজী ইয়াকুব ওসমানী,ঢাকা, ইসলামী গীতিকার ও সুরকার অনলবর্ষী বক্তা মাওলানা আমিনুল ইসলাম, কুমিল্লা, মাওলানা ইমাম জাফর আলম সাহেব, অফিসের চর এমদাদিয়া কাছেমুল উলুম মাদ্রাসার মুহতামিম আল্লামা মুফ্তি মোর্শদুল আলম চৌধুরী, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা রফিক বিন আব্দুল মাজেদ। উপস্থিত ছিলেন, আবুল কাশেম এ.কে খাঁন, মাওলানা আমিন উল্লাহ ছিদ্দিকী, মাওলানা আবদুস ছালাম কুদসি, হাফেজ আবু বকর ছিদ্দিক, মাওলানা কাজী এরশাদুল্লাহ, সংবাদকর্মী আবুল কাশেম সাগর প্রমূখ। বক্তারা আরো বলেন, ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে শান্তি প্রতিষ্ঠায় ইসলামের কালজয়ী আদর্শ বাস্তবায়নের কোন বিকল্প নেই। বিশ্বের বিভিন্ন দেশে সন্ত্রাসবাদ ও কতিথ জঙ্গীদের উৎতান ঘটে অথবা রটে মূলত পশ্চিমা দুনিয়ার প্রত্যক্ষ পরোক্ষ কল্যাণে এবং  সাম্রাজ্যবাদীদের মদদে। এ দেশে সন্ত্রাস ও জঙ্গী তৎপরতা বন্ধ করতে হলে বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক বহুমুখী ইসলামী শিক্ষার প্রসার ঘটাতে হবে। ইসলামের বিরুদ্ধে কোন স্বার্থবাদীদের কারসাজি তৌওহীদি জনতা সফল হতে দিবে না। সকাল ১০টায় ইসলামী সম্মেলন পরিষদের উদ্যোগে ইসলামী তাহযির ও তীমাদ্দুনিক প্রতিযোগিতা আহবায়ক এস মোহাম্মদ হোসন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন। এতে বিচারকের দায়িত্ব পালন করেন  মাওলানা কামাল হোসাইন, শিক্ষক চাকমারকুল মাদ্রাসা ও মাওলানা শামসুল হক, খতিব কেন্দ্রীয় জামে মসজিদ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।