১৬ সেপ্টেম্বর, ২০২৪ | ১ আশ্বিন, ১৪৩১ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৬


তৃষ্ণার “তবুও বিদায়”

বান্দরবানে চলছে ‘তবুও বিদায়’ শিরোনামের একটি চলচ্চিত্রের শুটিং। শেখ কামালের কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় এতে জুটি হয়ে অভিনয় করছেন সুমাইয়া খন্দকার তৃষ্ণা ও সুপ্ত। বর্তমানে চলছে ছবিটির গানের দৃশ্যায়ন।
এ বিষয়ে তৃষ্ণা জানান, বান্দরবানে ‘তবুও বিদায়’ ছবিটির তৃতীয় লটের শুটিং চলছে। এতে আমি নায়িকা চরিত্রে অভিনয় করছি। বর্তমানে গানের দৃশ্যায়ন হচ্ছে। সিনেমাটির গল্পটি দারুণ। আশা করি, দর্শকদের ভালো লাগবে।
এদিকে এর আগে ছবিটির দুই লটের কাজ হয়। এবার গানের দৃশ্যধারণের মধ্য দিয়ে ছবিটির শুটিং প্রায় শেষ পর্যায়ে। শিগগিরই ছবিটি মুক্তির কথা রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।