৮ ডিসেম্বর, ২০২৪ | ২৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ৫ জমাদিউস সানি, ১৪৪৬


শিরোনাম
  ●  অপহরণের ৯ ঘন্টা পর অজ্ঞান অবস্থায় উদ্ধার স্কুলছাত্র   ●  শাহপরীর দ্বীপে ‘পর্যটন স্পট’ গড়তে চায় সরকার, পরিদর্শনে পর্যটন উপদেষ্টা   ●  ইসিএ এলাকায় নির্মিত স্থাপনা সরাতে উখিয়া উপজেলা প্রশাসনের মাইকিং   ●  চকরিয়ায় বনের জমিতে বিএনপি নেতাদের পশুর হাট   ●  গলায় ওড়না পেঁচিয়ে উখিয়া ডিগ্রি কলেজের ছাত্রী’র আত্নহত্যা   ●  যারা ক্লাসে ৭০% উপস্থিত থাকবে না তাদের পরিক্ষায় অংশগ্রহন করতে দেওয়া হবে না- শাহাজাহান চৌধুরী   ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।

টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।

মোহাম্মদ সোহেল সিকদার রানাঃ

কক্সবাজারের টেকনাফ মহেশখালীয়া পাড়া ঘাট সংলগ্ন সমুদ্র সৈকতে গোসলে নেমে এক ছাত্রের মৃত্যু হয়েছে ও দুই ছাত্র নিখোঁজ হয়েছে ।

রবিবার দুপুরে এমন ঘটনাটি ঘটেছে বলে জনান, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ গিয়াস উদ্দিন।

স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার হওয়া নূর কামালকে অচেতন অবস্থায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাকি নিখোঁজ দু’জন কে এখনো পর্যন্ত খোঁজে পাওয়া যায়নি । তবে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের আভিযানিক দল । নিখোঁজ হওয়া দুই জন টেকনাফ খোন্দকার পাড়া মাওলানা ইলিয়াস হুজুরের মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, তারা একসাথে ১০-১৫ জনের একটি দল ফুটবল খেলতে আসে। সেখান থেকে তিন বন্ধু সমুদ্র সৈকতে গোসল করতে নামে। গোসল করার একপর্যায়ে তারা তীব্র স্রোতে সমুদ্র সৈকতে ভেসে যায়।

ওই তিন শিক্ষার্থী হলেন, আবুল কালামের ছেলে নুর কামাল। মোহাম্মদ নজির এর ছেলে নজরুল ইসলাম এবং কোরবান আলীর ছেলে ইমরান (১২)।

স্থানীয় ব্যবসায়ী সাইফ উদ্দিন জানান,তারা দুপুরে টেকনাফ মহেশখালীয়া পাড়া ঘাট থেকে সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।