১ জুন, ২০২৩ | ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১১ জিলকদ, ১৪৪৪


শিরোনাম
  ●  দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কক্সবাজার পৌর ও ওয়ার্ড আওয়ামী লীগের ১৩ নেতা বহিস্কার   ●  উখিয়ায় জমি দখলে নিতে খুনের হুমকির অভিযোগ   ●  বিদগ্ধজনদের নিয়ে বিরূপ মন্তব্য থেকে প্রতিপক্ষকে বিরত থাকার আহবান মেয়র প্রার্থী মাহাবুবের   ●  কক্সবাজার পৌরসভার উদ্যোগে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন   ●  কক্সবাজারে ওয়ার্ল্ডফিশ এর সিনার্জিস্টিক পার্টনারশীপ কর্মশালা   ●  সাগরে ইঞ্জিল বিকল হয়ে ১৩ দিন ভাসতে থাকা ২১ জেলে জীবিত উদ্ধার   ●  চকরিয়া ও টেকনাফে শীঘ্রই চালু হচ্ছে কউকের জোনাল অফিস   ●  মরিচ্যায় ভয়ংকর অপহরণকারী সিন্ডিকেট শীর্ষক সংবাদের নিন্দা ও প্রতিবাদ   ●  পেশীশক্তির প্রদর্শন ও হুমকি দিয়ে নৌকা বিজয় ঠেকানোর চেষ্টা বোকামী : মেয়র প্রার্থী মাহাবুব   ●  র‍্যাবের জালে ধরা পড়ল ৯ লাখ ইয়াবাসহ ৫ মাদক কারবারি: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

টেকনাফে ৪ কেন্দ্রে জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু মঙ্গলবার

jsc20151031135926
সারা দেশের ন্যায় টেকনাফে ও দ্বিতীয় বৃহত্তম পাবলিক পরীক্ষা ১ নভেম্বর মঙ্গলবার শুরু হচ্ছে। টেকনাফের ১৬টি স্কুল-বালিকা স্কুলের ৩টি জেএসসি এবং ১০টি মাদ্রাসা ও মহিলা মাদ্রাসার ১টি জেডিসি কেন্দ্রে এইবারের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ২১৩৪জন পরীক্ষার্থী অংশ-গ্রহণের কথা রয়েছে।
জানা যায়-১লা নভেম্বর মঙ্গলবার সকাল ১০টা হতে বিকাল ১টা পর্যন্ত টেকনাফ উপজেলার ১নং জেএসসি পরীক্ষা কেন্দ্র টেকনাফ পাইলট হাইস্কুল কেন্দ্রে আলহাজ আলী-আছিয়া হাইস্কুল,টেকনাফ এজাহার বালিকা বিদ্যালয়, শাহপরীরদ্বীপ হাজী বশির আহমদ উচ্চ বিদ্যালয়, নয়াপাড়া হাজী নবী হোসেন উচ্চ বিদ্যালয় ও বিজিবি পাবলিক স্কুলের পরীক্ষার্থীরা অংশ নেবেন। ২নং জেএসসি পরীক্ষা কেন্দ্র টেকনাফ এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়,মারিশবনিয়া উচ্চ বিদ্যালয়,সাবরাং উচ্চ বিদ্যালয়,সেন্টমার্টিন বিএন উচ্চ বিদ্যালয় ও লম্বরী মলকাবানু উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীরা অংশ নেবেন। ৩নং জেএসসি পরীক্ষা কেন্দ্র হোয়াইক্যং আলহাজ্ব আলী-আছিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হ্নীলা উচ্চ বিদ্যালয়,হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়,লেদা নিম্মা মাধ্যমিক বিদ্যালয়,নয়াবাজার উচ্চ বিদ্যালয়,কাঞ্জরপাড়া নিম্মমাধ্যমিক বিদ্যালয়,শামলাপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীরা অংশ নেবেন। জেডিসি পরীক্ষার একমাত্র কেন্দ্র ৪নং হ্নীলা রঙ্গিখালী দারুল উলুম ফাজিম মাদ্রাসা কেন্দ্রে উপজেলার প্রত্যন্ত এলাকার ১০টি মাদ্রাসা ও বালিকা মাদ্রাসার পরীক্ষার্থীরা অংশ নেওয়ার কথা রয়েছে। টেকনাফে ১৬টি প্রতিষ্ঠানে এইবারের জেএসসি পরীক্ষার্থী ১হাজার ৫শ ১৯জন এবং ১০টি মাদ্রাসার জেডিসি পরীক্ষার্থী ৬শ ১৫জন বলে জানা গেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সুত্র জানায় শুরু হতে যাওয়া জেএসসি ও জেডিসি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার জন্য যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।