৪ জুন, ২০২৩ | ২১ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১৪ জিলকদ, ১৪৪৪


শিরোনাম
  ●  জাতীয় শ্রমিক লীগ চকরিয়ার ফাসিয়াখালী ইউনিয়ন শাখার কর্মী সভায় এমপি জাফর আলম   ●  বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় এমপি জাফর আলম   ●  স্কাউটসসের নিয়ন্ত্রণ জামায়াত-শিবিরের হাতে যাচ্ছে কিনা কঠোর নজরদারি করতে হবে- এমপি জাফর   ●  সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আলেম-ওলেমাদের এগিয়ে আসতে হবে-এমপি জাফর   ●  ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গঠনে বর্তমান উদ্যোগ ভূমিকা রাখবে   ●  আওয়ামীলীগের বিদ্রোহী মেয়র প্রার্থীর সমর্থককে জরিমানা ও মুচলেকা আদায়   ●  পুকুরে ডুবে প্রাণ গেল শিশু তৌকির   ●  রোহিঙ্গা ক্যাম্পে যুবককে কুপিয়ে হত্যা   ●  শাহপুরী হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন গ্রেফতার   ●  কক্সবাজারে রেডিও সৈকত এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

টেকনাফে ৩০ হাজার ইয়াবা উদ্ধার, আটক-১

Teknaf Pic 02-04-2015
টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ৩০ হাজার ৫০ পিচ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এসময় আটক এক পাচারকারী মোবাইল কোর্টের মাধ্যমে ৬ মাসের সাজা দেয়া হয়। জানা যায়, ২ এপ্রিল বৃস্পতিবার বিকাল সাড়ে ৩টায় টেকনাফ সদর বিওপির সুবেদার মো: ফজলু রহমানের নেতৃত্বে বিজিবি জওয়ানরা গোপন সংবাদের ভিত্তিতে নাফ নদীর মৌলভী পাড়ারস্থল ১ নং স্লুইচ গেইট সীমান্তে অভিযান চালিয়ে ৯০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। অপরদিকে একইদিন সকাল ৭টায় বিজিবি হোয়াইক্যং বিওপি’র নায়েক সুবেদার মোঃ ফারুক হোসেনের নেতৃত্বে বিজিবি জওয়ানরা হোয়াইক্যং কর্তব্যরত অবস্থায় ১ জন লোক পায়ে হেটে চেকপোষ্ট অতিক্রম করার সময় সন্দেহ বশতঃ তার পরিচয় জিজ্ঞাসা করলে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে ধাঁওয়া করে তার দেহ তল্লাশী করে ১৫ হাজার টাকা মূল্যমানের ৫০ পিস ইয়াবাসহ হোয়াইক্যং ইউনিয়নের মহেশখালিয়া পাড়ার মোঃ শরিফ মিয়ার পুত্র মোহাম্মদ আলমকে (২৪) আটক করে। পরে উদ্ধারকৃত ইয়াবা ব্যাটালিয়ানে জমা ও আটক পাচারকারীকে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ মোজাহিদ উদ্দিনের কাছে হস্থান্তর করলে মোবাইল কোর্টের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। আটককৃত ইয়াবাগুলো প্রকাশ্যে জনসম্মুখে ধ্বংস ও সাজাপ্রাপ্ত আসামীকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়। টেকনাফ ৪২ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আবুজার আল জাহিদ অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।