৮ সেপ্টেম্বর, ২০২৪ | ২৪ ভাদ্র, ১৪৩১ | ৪ রবিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  নাফনদে দুই সহোদর শিশুর মৃত্যু    ●  ধান চাষ করে নৌকায় চড়া উখিয়ার সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা   ●  পরিবহন সমিতির নামে বদি শ্যালকের কোটি টাকা লুটপাট   ●  ‘আমি কোন গাড়িতে উঠেছিলাম সেটা আমি নিজেও জানতাম না’ -সালাহউদ্দিন আহমদ   ●  চকরিয়ায় পাহাড়ি ঢলে ভেসে শিশুর মৃত্যু   ●  ‘গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে পালিয়ে গিয়েছেন শেখ হাসিনা’   ●  “পালংখালী ইউনিয়ন  জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত    ●  পেকুয়ায় সড়কে  শৃঙ্খলা ফেরাতে যৌথ অভিযান   ●  সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর মানববন্ধন ও স্মারক লিপি    ●  উখিয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীর ওপর হামলার ঘটনায় মামলা

টেকনাফে ১৮ রোহিঙ্গা উদ্ধার, মানবপাচারকারী চক্রের ৫ সদস্য আটক

নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফের একটি বাড়ি থেকে সাগরপথে অবৈধভাবে পাচারের জন্য জড়ো করা ১৮ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় মানবপাচারকারী চক্রের ৫ সদস্যকেও আটক করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাইট্যংপাড়া এলাকার আমিন শরীফের বাড়িতে এ অভিযান চালানো হয়।
আটক পাচারকারী চক্রের সদস্যরা হলেন, টেকনাফ সদরের বড়ইতলী এলাকার মোহাম্মদ শাহের ছেলে দ্বীন ইসলাম (২৫), একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে মোঃ ইউনুছ (২৬), পৌরসভার নাইট্যংপাড়ার মৃত মো. সেলিমের ছেলে মোঃ জাহিদ (৩০), মো. হাশেমের ছেলে  মোঃ জামাল (৩৮), আমিন শরীফের স্ত্রী হাজেরা খাতুন (৫০)।
উদ্ধার হওয়া ১৮ রোহিঙ্গার মধ্যে ৫ জন নারী, ৬ জন পুরুষ, ৭ জন শিশু রয়েছে। এরা সকলেই মিয়ানমারের মংডু শহরের আশেপাশের এলাকার বাসিন্দা। যাদের নাফনদী দিয়ে অনুপ্রবেশ করে এনে জড়ো করা হয়।
টেকনাফ থানার ওসি মো. আবদুল হালিম জানিয়েছেন, মিয়ানমার থেকে এই ১৮ রোহিঙ্গাকে বাংলাদেশের ৮ হাজার টাকার বিনিময়ে অনুপ্রবেশ করে আনা হয়। এরপর হয়তো তাদের সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচার করা হত। কিন্তু পুলিশ সংবাদ পেয়ে এ অভিযান চালানো হয়। এতে আটকের ৫ জনের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা করে আদালতে পাঠানো হবে। একই সঙ্গে উদ্ধার হওয়া ভিকটিমের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা করে আদালতে পাঠানো হবে। আদালতের সিদ্ধান্ত মতে পরবর্তি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।