৯ জুন, ২০২৩ | ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১৯ জিলকদ, ১৪৪৪


শিরোনাম
  ●  প্রকাশিত সংবাদের বিষয়ে চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী প্রতিবাদ   ●  পৌরবাসির সেবা নিশ্চিত করে একটি স্মার্ট কক্সবাজার শহর উপহার দিতে চাই : মেয়র প্রার্থী মাহাবুব   ●  মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কক্সবাজার জেলা কমিটি বিলুপ্ত ঘোষনা   ●  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ আন্তঃ ইউনিয়ন ফুটবল চ্যাম্পিয়ন ভারুয়াখালী   ●  কক্সবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বহিষ্কার, জেলা কমিটি বাতিল   ●  রামু সংস্কৃতিকর্মী-ক্রীড়াবিদ পুলক বড়ুয়ার মায়ের পরলোক গমন   ●  আইএমআইএ পরিবর্তন করে রোহিঙ্গাদের মোবাইল বিক্রয়ের সিন্ডিকেটের প্রধান মোর্শেদসহ ৫ জন গ্রেপ্তার   ●  বরইতলীর বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের জানাজায় এমপি জাফর আলম, শোক প্রকাশ   ●  সাধারণ ভোটারদের আস্থা ও বিশ্বাসের প্রতীক নৌকা; এ বিশ্বাস রক্ষায় আমি প্রতিক্ষাবদ্ধ : মেয়র প্রার্থী মাহাবুব   ●  কক্সবাজারে পৃথক দূর্ঘটনায় সড়কে প্রাণ গেল চারজনের

টেকনাফে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মশালা শুরু

28-10-16
ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে ও কক্সবাজার জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০১৬-১৭ এর মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কমশালা শুরু হয়েছে। গত ২৮ অক্টোবর সকাল ১০টার দিকে কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের হ্নীলা শাহ মজিদিয়া আলিম মাদ্রাসা সংলগ্ন পুকুরে মাসব্যাপী উক্ত সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিতি হিসেবে উপস্থিত থেকে সাঁতার প্রশিক্ষণের শুভ উদ্ভোধন করেন টেকনাফ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এইচ এম ইউনুছ বাঙ্গালী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা ক্রীড়া অফিসার নাজিম উদ্দিন ভূঁইয়া, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মমতাজুল ইসলাম, হ্নীলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সালাম, টেকনাফ উপজেলা খেলোয়াড় সমিতির যুগ্ন সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম খলিল। টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সাঁতার প্রশিক্ষণ কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে মাসব্যাপী শিক্ষার্থীদের প্রশিক্ষক হিসেবে থাকবেন উখিয়া উপজেলার ভালুকিয়াপালং উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক আনোয়ার ইবনে কামাল। সহকারী প্রশিক্ষক ছিলেন বখতিয়ার ও ফরহাদ উজ্জামান। মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় টেকনাফ উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করছেন। প্রশিক্ষণ শেষে তাদের চুড়ান্ত পর্যায়ের সাঁতার প্রতিযোগীতায় অংশগ্রহণের দেওয়া হবে বলে প্রশিক্ষক আনোয়ার ইবনে কামাল এ প্রতিবেদককে জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।