৫ অক্টোবর, ২০২৪ | ২০ আশ্বিন, ১৪৩১ | ১ রবিউস সানি, ১৪৪৬


শিরোনাম
  ●  কক্সবাজারে কিশলয়ে শিক্ষক গ্রুপিংয়ে শ্রেণী কার্যক্রমে স্থবির    ●  সাবেক সাংসদ জাফর ও সালাহ উদ্দিনসহ ৩৫জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪   ●  ইয়াবা সম্রাট বদির আরেক সহযোগী সি-লাইন বাদশা গ্রেপ্তার   ●  রামুতে বিএনপির নির্বাচনী অফিস ভাঙচুর মামলায় সৈনিকলীগ নেতা গ্রেফতার   ●  আগামি দিনের রাজনীতি হবে খালেকুজ্জামানের দেখানো পথে   ●  কক্সবাজারে বৃক্ষমেলায় ৩৫ লক্ষ টাকার চারা বিক্রি     ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র এডমিশন ফেয়ার উদ্বোধন   ●  কক্সবাজারে বিডিআর কল্যাণ পরিষদের স্মারক লিপি   ●  উখিয়ায় টমটম মালিক সমিতির নতুন কমিটি: সভাপতি আনোয়ার সিকদার, সাধারণ সম্পাদক টিপু   ●  আন্তর্জাতিকভাবে পুরস্কার পেল সায়মন বিচ রিসোর্ট ও সায়মন হেরিটেজ

টেকনাফে ‘বন্দুকযুদ্ধ’, রোহিঙ্গা স্বামী-স্ত্রী নিহত

কক্সবাজারসময় ডেস্কঃ কক্সবাজারের টেকনাফে এক বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে। পুলিশের সাথে এই ‘বন্দুকযুদ্ধে’ স্বামী- স্ত্রী ২জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো তিন পুলিশ। গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়া দুইজন সম্পর্কে স্বামী-স্ত্রী। তারা হচ্ছে, হ্নীলা ইউনিয়ন লেদা রোহিঙ্গা ক্যাম্প সি-বল্ক এলাকার মৃত-কাদের হোসাইনের পুত্র দিল মোহাম্মদ (৩২),তার স্ত্রী জাহেদা(২৭)। এবং আহত পুলিশেরা হলেন এএসআই নিজাম এবং কনস্টেবল শাহাদত ও সুদর্শন আহত হয়েছেন।

ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে দেশীয় তৈরী ৩টি অস্ত্র ও ৮ রাউন্ড তাজা কার্তুজ,১২ রাউন্ড গুলির খালীখোসা।

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাস বলেন, ২১ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের তথ্য অনুযায়ী টেকনাফ থানা পুলিশ সদস্যদের একটি দল লেদা রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে দেশীয় তৈরী থ্রি কোয়াটার একটি অস্ত্রসহ ডাকাত দলের সাথে জড়িত জাহেদা ও দিল মোহাম্মদ নামে দুইজনকে আটক করে। এরপর তাদের স্বীকারোক্তি অনুযায়ী ২২ সেপ্টেম্বর দিবাগত গভীর রাতে লেদা ২৪নং ক্যাম্প সি-বল্ক এলাকায় গোপন স্থানে লুকিয়ে রাখা অবৈধ অস্ত্র উদ্ধার করার জন্য অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা আটককৃত আসামীদের ছিনিয়ে নেওয়ার জন্য পুলিশ সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ী গুলি বর্ষন করে। এতে পুলিশের তিন সদস্য আহত হয়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে।
এক পর্যায়ে উভয় পক্ষের গোলাগুলিতে আটক দুই আসামী গুলিবিদ্ধ হয়। এরপর তাদের দুই জনকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করে।
সেখানে পৌছানোর পর দায়িত্বরত ডাক্তার অবশেষে তাদেরকে মৃত ঘোষনা করে।

তিনি আরো জানান, “সন্ত্রাসীদের ছোড়া গুলিতে তারা দু’জন নিহত হয়েছে। এসময় পুলিশের তিন সদস্যও আহত হন। ময়নাতদন্তের জন্য লাশ দুটি সদর হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।