২২ অক্টোবর, ২০২৪ | ৬ কার্তিক, ১৪৩১ | ১৮ রবিউস সানি, ১৪৪৬


শিরোনাম
  ●  উখিয়ায় পাহাড় ধ্বসে যুবকের মৃত্যু   ●  আকাশে উড়লো ফানুস, বাঁকখালী নদীতে ভাসলো ‘কল্প জাহাজ’   ●  সম্পত্তির লোভে চাচার ষড়যন্ত্রে ভাতিজা অপহরণ, তিনদিন পর উদ্ধার   ●  টেকনাফে ছাত্রদল নেতা ইয়াবাসহ আটক!   ●  ৫দিনের রিমান্ডে উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর   ●  সেন্টমার্টিন থেকে ফিরার পথে স্পিডবোট ডুবি, নিখোঁজ ১   ●  ‘অনলাইন বাস টার্মিনাল’ সেবার সঙ্গে কমেছে যানজট; তিনদিনে অনলাইন সেবা পেল পর্যটকবাহী ৯০ বাস    ●  কক্সবাজারে প্রতিমা বিসর্জন দিতে যাওয়া শিক্ষার্থীর মরদেহ উদ্ধার   ●  কক্সবাজারে ৩ দিনে পুলিশের অনলাইন সেবা নিলো ৯০ ট্যুরিস্ট বাস   ●  কক্সবাজার সমুদ্রসৈকতে আবারও ভেসে এল মরা পরপইস

টেকনাফে প্রতি সপ্তাহে রপ্তাণী হচ্ছে কোটি টাকার পান

index
টেকনাফ উপজেলায় পানের বাম্পার ফলন হলেও বাজারে পানের উপযুক্ত মূল্য না পাওয়ায় মাথায় হাত দেয়ার উপক্রম হয়েছে পান চাষীরা। তবুও টেকনাফ থেকে প্রতি সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে প্রায় ২ কোটি টাকার পান যাচ্ছে। পান চাষীদের সাথে কথা বলে জানা যায়- টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ার ঘোনা, মিঠাপানিরছড়া, হাবির ছড়া, দরগাহছড়া, মহেশখালীয়াপাড়া, গোদারবিল, শিলবুনিয়াপাড়া, হাবিরপাড়া, মৌলভীপাড়া, নাজিরপাড়া, নতুন পল্লানপাড়া, জাহালিয়াপাড়া, হাজমপাড়া, লন্বরী, লেঙ্গুরবিল, সাবরাং, আছারবনিয়া, কাটাবনিয়া, কচুবনিয়া, আলীর ডেইল, বাহাছড়া, শামলাপুর, নোয়াখালীয়াপাড়া, বড়ডেইল, জাহাজপুরা, রাজারছড়া এলাকায় এবছর পানের ভাল ফলন হয়েছে। তবে গত বছরের চেয়ে এবছর পানের মূল্য কম হওয়ায় লোকসান গুনতে হচ্ছে। এসব পান প্রতি রবিবার ও বুধবার টেকনাফ বাসষ্টেশন ও সাবরাং নোয়াপাড়ায়, এবং শনি ও মঙ্গলবারে হাতিয়ার ঘোনা, মিঠাপানিরছড়া, হাবিরছড়া, রাজরছড়া, নোয়াখালীয়াপাড়া বড়ডেইল  ও জাহাজপুরায় হাট বসে। টেকনাফ উপজেলার বিভিন্ন পান বাজার ঘুরে জানা যায়- বাজারে পানের মূল্য কম। গত বছর যে পানের বিড়া তিন শত টাকা ছিল, তা এখন পান বাজারে ৭০/৮০ টাকায় বিক্রি হচ্ছে। ফলে লোকসান দিয়ে পান বিক্রি করছে চাষীরা। তাছাড়া যেসব এলাকায় টেকনাফের পান যেত, সেসব এলাকায় পানের চাহিদা কমে যাওয়ায় টেকনাফে পানের মূল্য একেবারে কমে গেছে। টেকনাফ উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, এবছর টেকনাফ উপজেলায় ৪৫০ হেক্টর জমিতে পানের চাষাবাদ বা পানের বরজ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।