৯ ডিসেম্বর, ২০২৩ | ২৪ অগ্রহায়ণ, ১৪৩০ | ২৪ জমাদিউল আউয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  আরসা প্রধান আতাউল্লাহসহ ৪৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা   ●  কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত আটক   ●  হলফনামা বিশ্লেষণ: ৫ বছরে এমপি আশেকের সম্পদ বেড়েছে ২ কোটি টাকার কাছা-কাছি   ●  ২১ দিন বন্ধের পর মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে এল পন্যবাহি চারটি ট্রলার   ●  মহেশখালীতে সাবেক ইউপি সদস্যেকে পিটিয়ে হত্যা   ●  ভ্রাতৃঘাতি দেশপ্রেমহীন রোহিঙ্গা আরসা-আরএসও প্রসঙ্গে; এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর   ●  কক্সবাজারে রেল : শুরুতেই ইজিবাইক চালকদের দৌরাত্ম্য ২০ টাকা ভাড়া রাতা-রাতি ৫০ টাকা!   ●  মাদক কারবারিদের হুমকির আতঙ্কে ইউপি সদস্য কামালের সংবাদ সম্মেলন   ●  সালাহউদ্দিন সিআইপি ও এমপি জাফরকে আদালতে তলব   ●  কক্সবাজার-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন এমপি জাফর আলম

টেকনাফে প্রতি সপ্তাহে রপ্তাণী হচ্ছে কোটি টাকার পান

index
টেকনাফ উপজেলায় পানের বাম্পার ফলন হলেও বাজারে পানের উপযুক্ত মূল্য না পাওয়ায় মাথায় হাত দেয়ার উপক্রম হয়েছে পান চাষীরা। তবুও টেকনাফ থেকে প্রতি সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে প্রায় ২ কোটি টাকার পান যাচ্ছে। পান চাষীদের সাথে কথা বলে জানা যায়- টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ার ঘোনা, মিঠাপানিরছড়া, হাবির ছড়া, দরগাহছড়া, মহেশখালীয়াপাড়া, গোদারবিল, শিলবুনিয়াপাড়া, হাবিরপাড়া, মৌলভীপাড়া, নাজিরপাড়া, নতুন পল্লানপাড়া, জাহালিয়াপাড়া, হাজমপাড়া, লন্বরী, লেঙ্গুরবিল, সাবরাং, আছারবনিয়া, কাটাবনিয়া, কচুবনিয়া, আলীর ডেইল, বাহাছড়া, শামলাপুর, নোয়াখালীয়াপাড়া, বড়ডেইল, জাহাজপুরা, রাজারছড়া এলাকায় এবছর পানের ভাল ফলন হয়েছে। তবে গত বছরের চেয়ে এবছর পানের মূল্য কম হওয়ায় লোকসান গুনতে হচ্ছে। এসব পান প্রতি রবিবার ও বুধবার টেকনাফ বাসষ্টেশন ও সাবরাং নোয়াপাড়ায়, এবং শনি ও মঙ্গলবারে হাতিয়ার ঘোনা, মিঠাপানিরছড়া, হাবিরছড়া, রাজরছড়া, নোয়াখালীয়াপাড়া বড়ডেইল  ও জাহাজপুরায় হাট বসে। টেকনাফ উপজেলার বিভিন্ন পান বাজার ঘুরে জানা যায়- বাজারে পানের মূল্য কম। গত বছর যে পানের বিড়া তিন শত টাকা ছিল, তা এখন পান বাজারে ৭০/৮০ টাকায় বিক্রি হচ্ছে। ফলে লোকসান দিয়ে পান বিক্রি করছে চাষীরা। তাছাড়া যেসব এলাকায় টেকনাফের পান যেত, সেসব এলাকায় পানের চাহিদা কমে যাওয়ায় টেকনাফে পানের মূল্য একেবারে কমে গেছে। টেকনাফ উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, এবছর টেকনাফ উপজেলায় ৪৫০ হেক্টর জমিতে পানের চাষাবাদ বা পানের বরজ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।