৭ সেপ্টেম্বর, ২০২৪ | ২৩ ভাদ্র, ১৪৩১ | ৩ রবিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  নাফনদে দুই সহোদর শিশুর মৃত্যু    ●  ধান চাষ করে নৌকায় চড়া উখিয়ার সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা   ●  পরিবহন সমিতির নামে বদি শ্যালকের কোটি টাকা লুটপাট   ●  ‘আমি কোন গাড়িতে উঠেছিলাম সেটা আমি নিজেও জানতাম না’ -সালাহউদ্দিন আহমদ   ●  চকরিয়ায় পাহাড়ি ঢলে ভেসে শিশুর মৃত্যু   ●  ‘গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে পালিয়ে গিয়েছেন শেখ হাসিনা’   ●  “পালংখালী ইউনিয়ন  জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত    ●  পেকুয়ায় সড়কে  শৃঙ্খলা ফেরাতে যৌথ অভিযান   ●  সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর মানববন্ধন ও স্মারক লিপি    ●  উখিয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীর ওপর হামলার ঘটনায় মামলা

টেকনাফে ইকোনমিক ট্যুরিজম এরিয়া পার্ক প্রতিষ্ঠিত

Teknaf Pic-(D)-03-04-15
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী কার্যালয়ের বিশেষ টিম টেকনাফের সাবরাং সী-বীচ এলাকায় আনুষ্ঠানিকভাবে বিশেষ অর্থনৈতিক অঞ্চল হিসাবে টুরিস্ট পার্ক প্রতিষ্ঠা করা হয়েছে।
৩ মার্চ সকাল ১১টায় সাবরাং এলাকায় ১১৬৪ একর জমির উপর এ টুরিস্ট পার্ক স্থাপন করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত সচিব পবন চৌধুরী। এসময় অন্য একটি কর্মসূচীতে আসা বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস উসমান উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় সাংসদ আব্দুর রহমান বদি, কক্সবাজার জেলা প্রশাসক আলি হোসেন, বিজিবি ৪২ ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্ণেল আবুজার আল জাহিদ, উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ, ইউএনও শাহ মোজাহিদ উদ্দিন, পৌর মেয়র হাজী ইসলাম, সাবরাং ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান,টেকনাফ সদর ইউপি চেয়ারম্যান নুরুল আলম, আওয়ামী লীগ নেতা জহির হোসেন এমএ,আবুল কালাম, জাহেদ হোসেনসহ সাবরাং ও সদর ইউপি সদস্যগন উপস্থিত ছিলেন। এসময় পবন চৌধুরী সাংবাদিকদের জানান,সারাদেশে ২২টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্টা করা হচ্ছে তার মধ্যে সাবরাংয়ের এই ট্যুরিজম পার্ক অন্যতম। অন্যান্য সরকারী বিভিন্ন দপ্তরের সাথে সমন্বয় করে দ্রুত এ প্রকল্প বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে বলে তিনি জানান। এখানে ট্যুরিজম পার্ক স্থাপিত হলে প্রায় ৩ লক্ষ লোকের কর্মসংস্থান হবে বলে তিনি জানান। পরে বিকাল ৩টায় হোটেল নেটং এর সম্মেলন কক্ষে স্থানীয় জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট সরকারী দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। ইউএনও শাহ মোজাহিদ উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল হিসাবে সাবরাং টুরিস্ট পার্ক ও জালিয়ার দ্বীপ পর্যটন অঞ্চল প্রতিষ্ঠা বিষয়ক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ভারপ্রাপ্ত সচিব পবন চৌধুরী, জেলা প্রশাসক আলি হোসেন, ৪২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্ণেল আবুজার আল জাহিদ, পাউবো’র নির্বাহী প্রকৌশলী মো: সবিবুর রহমান, উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ, সাবরাং ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান,প্রেস ক্লাব সহ-সভাপতি নজির আহমদ সীমান্ত প্রমুখ। এতে পরিবেশ অধিদপ্তর কক্সবাজার অফিসের সহকারী পরিচালক সর্দার শরীফুল ইসলাম, টেকনাফ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কবির হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, টেকনাফ উপজেলা প্রকৌশলী আবসার উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আলমগীর কবির, প্রেস ক্লাব সাধারন সম্পাদক নুরুল করিম রাসেল, হ্নীলা ইউপির প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন, সাবরাং ইউপি সদস্য শামসুল আলম, আব্দুস সালাম, ইউনুচ সিকদার, সংরক্ষিত ইউপি সদস্যা সনজিদা আক্তার, আয়েশা বেগমসহ সংশ্লিষ্ট সরকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় সাবরাং ইউপি চেয়ারম্যান হামিদুর রহমানসহ বক্তাগন অর্থনৈতিক জোনকে অর্থবহ করতে তার আগে শাহপরীরদ্বীপ বেড়ীবাঁধ ও সড়ক সংস্কারের উপর গুরুত্বারোপ করেন। পরে প্রতিনিধি দল নাফনদীর জালিয়ার দ্বীপ পর্যটন স্পট ও শাহপরীরদ্বীপের বিধ্বস্থ সড়ক পরিদর্শন করেন। এরপর বিকালে কক্সবাজারের উদ্দেশ্যে প্রতিনিধি দল রওয়ানা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।