৯ জুন, ২০২৩ | ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১৯ জিলকদ, ১৪৪৪


শিরোনাম
  ●  প্রকাশিত সংবাদের বিষয়ে চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী প্রতিবাদ   ●  পৌরবাসির সেবা নিশ্চিত করে একটি স্মার্ট কক্সবাজার শহর উপহার দিতে চাই : মেয়র প্রার্থী মাহাবুব   ●  মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কক্সবাজার জেলা কমিটি বিলুপ্ত ঘোষনা   ●  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ আন্তঃ ইউনিয়ন ফুটবল চ্যাম্পিয়ন ভারুয়াখালী   ●  কক্সবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বহিষ্কার, জেলা কমিটি বাতিল   ●  রামু সংস্কৃতিকর্মী-ক্রীড়াবিদ পুলক বড়ুয়ার মায়ের পরলোক গমন   ●  আইএমআইএ পরিবর্তন করে রোহিঙ্গাদের মোবাইল বিক্রয়ের সিন্ডিকেটের প্রধান মোর্শেদসহ ৫ জন গ্রেপ্তার   ●  বরইতলীর বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের জানাজায় এমপি জাফর আলম, শোক প্রকাশ   ●  সাধারণ ভোটারদের আস্থা ও বিশ্বাসের প্রতীক নৌকা; এ বিশ্বাস রক্ষায় আমি প্রতিক্ষাবদ্ধ : মেয়র প্রার্থী মাহাবুব   ●  কক্সবাজারে পৃথক দূর্ঘটনায় সড়কে প্রাণ গেল চারজনের

টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক আটক

yaba

টেকনাফে ২বিজিবির জওয়ানেরা পৃথক অভিযান চালিয়ে ২কোটি ৪০লক্ষ টাকা মূল্যের ৮০হাজার পিচ ইয়াবা উদ্ধার করেছে। এসব ইয়াবার বাজার মূল্য অন্তত ২কোটি ৪০লক্ষ টাকা বলে জানাগেছে।
বিজিবি সুত্র জানায়, ৬ফেব্রুয়ারী শনিবার ভোর ৫টার দিকে দমদমিয়া বিজিবির জওয়ানেরা মুচনী নয়াপাড়াস্থ জনৈক আনোয়ারের প্রজেক্ট এলাকায় অভিযান চালিয়ে ৯০লক্ষ টাকা মুল্যের ৩০হাজার পিচ ইয়াবা সহ আব্দু সালাম(৩৫) নামের মিয়ানমারের ১নাগরিককে হাতে নাতে আটক করেছে। ধৃত মিয়ানমারের নাগরিক মংডু রাইম্যারবিল এলাকার নুর আহমদের ছেলে বলে জানাগেছে।
এদিকে হ্নীলা এলাকার একাধিক লোকজনের সাথে কথা বলে জানাযায়, মুচনী নয়াপাড়াধীন জনৈক আনোয়ারের প্রজেক্ট ও জাদীমুরা ওমর খাল দিয়ে দিবারাত্রি বড় বড় ইয়াবার চালান অনুপ্রবেশ করছে। জাদীমুরা তথা ইউনিয়নের মাদক বেপারী রাগববোয়ালরা ঐসীমান্ত দিয়ে ইয়াবার চালান এনে ওপেন বেছাবিক্রি করছে। ইয়াবা অনুপ্রবেশ ঠেকাতে জাদীমুরা সীমান্তে নজরদারী সহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা জরুরী। অপরদিকে একইদিন সকাল সাড়ে ৮টার দিকে বিজিবির বিশেষ টহলদল দমদমিয়াস্থ জ্বলিয়ারদ্বীপ এলাকায় অভিযান চালিয়ে দেড় কোটি টাকা মুল্যের ৫০হাজার পিচ ইয়াবা উদ্ধার করেছে। পাচারকারীরা পালিয়ে যাওয়ায় জ্বলিয়ারদীপ থেকে উদ্ধারকৃত ইয়াবার সাথে বিজিবি কাউকে আটক করতে পারেনি। ২বিজিবির অধিনায়ক লে: কর্ণেল মো: আবু জার আল জাহিদ সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, ইয়াবা সহ আটক মিয়ানমারের নাগরিককে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে থানা পুলিশের কাছে হস্তান্তর ও মালিকবিহীন ইয়াবা ব্যাটলিয়ান সদরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতি ধ্বংস করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।