২৪ সেপ্টেম্বর, ২০২৩ | ৯ আশ্বিন, ১৪৩০ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  ‘প্রান্তিক জনগোষ্ঠির স্বাস্থ্য সেবার অবলম্বন পল্লী চিকিৎসক’-জেলা পরিষদ চেয়ারম্যান   ●  ‘প্রয়োজনে কালো গাউন ছেড়ে রোড লেভেলে যেতে হবে’   ●  তলাবিহীন ঝুড়ি থেকে স্মার্ট বাংলাদেশ করেছেন শেখ হাসিনা: কউক চেয়ারম্যান   ●  এরশাদ সরকার আমল ছিল দেশের স্বর্ণযুগ-সাবেক সাংসদ ইলিয়াছ   ●  পরিবেশ রক্ষায় শেখ হাসিনার উদ্যোগ বিশ্বে প্রশংসনীয় : মোঃ নজিবুল ইসলাম   ●  রোহিঙ্গা প্রত্যাবাসনে পাইলট-প্রকল্প মিয়ানমার-চীনের শুভঙ্করীর ফাঁকি!   ●  কক্সবাজারে ‘জয় কারাতে একাডেমী’ ‘অদ্রিতা পালদের বেড়েছে আত্মবিশ্বাস ও শক্তি’   ●  রামুতে বনবিভাগের অভিযানে পানির পাম্প জব্দ   ●  সীমান্তে গরু চোরাকারবারীদের তালিকা করে আইনের আওতায় আনা হবে-ডিসি মুহম্মদ শাহীন ইমরান   ●  ১১ জেলার এসপিদের নিয়ে কক্সবাজারে গুরুত্ববহ সভা করলেন ডিআইজি নুরেআলম মিনা

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পেরিয়ে যাওয়ায় ২ ওভার কমে এখন হবে ১৮ ওভারের ম্যাচ।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে এ ম্যাচ দিয়ে। ম্যাচ শুরুর নির্ধারিত সময় সন্ধ্যা সাড়ে ৬টায়। সে অনুযায়ী টস করার সময় ছিল সন্ধ্যা ৬টায়। কিন্তু বৃষ্টির কারণে আউট ফিল্ড ভেজা থাকায় নির্ধারিত সময়ে টস করা সম্ভব হয়নি।

আম্পায়াররা সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে মাঠ পরিদর্শন করেন একবার। মাঠ দেখার পর তারা সিদ্ধান্ত নিতে পারেননি, খেলা কখন শুরু করা যাবে। আম্পায়াররা আবারও মাঠ দেখতে আসেন ৭টায়।

সন্ধ্যা ৭ টায় আম্পায়ারের মাঠ পরিদর্শন শেষ হতেই আবার শুরু হয় টিপ টিপ বৃষ্টি। তবে স্বস্তির খবর হলো, বৃষ্টি তেমন জোরে হচ্ছে না। বৃষ্টির ফোঁটা খুব ছোট এবং খুব বেশি গা ভেজার মতো নয়। তাই প্লাস্টিক কভার নিয়ে আসা হলেও তা দিয়ে পিচ এবং ৩০ গজের জায়গাটুকু ঢাকা হয়নি। শুধু চট দিয়ে পিচ ঢেকে রাখা হয়েছে।

চটের তিন স্তরে ঢাকা এখন শেরে বাংলার পিচ। তবে টিপ টিপ বৃষ্টির মধ্যে এখনো দু’দল মাঠে, অনুশীলন করে যাচ্ছে। কারণ ম্যাচ শুরু হওয়ার সময়ও নির্ধারণ করে ফেলেছেন আম্পায়াররা।

এর আগে ৯ বার জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এরমধ্যে পাঁচবার জিতেছে বাংলাদেশ। চারবার জয় পায় জিম্বাবুয়ে।

২০০৬ সালে প্রথম টি-টোয়েন্টি ফরম্যাটে মুখোমুখি হয় বাংলাদেশ-জিম্বাবুয়ে। দেশের মাটিতে এক ম্যাচের ঐ সিরিজটি জিতে টাইগাররা। এরপর ২০১৩ সালে জিম্বাবুয়ের মাটিতে দুই ম্যাচের সিরিজ খেলতে গিয়ে ১-১ সমতায় শেষ করে বাংলাদেশ।

২০১৫ সালে দ্বিতীয়বারের মত বাংলাদেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলে জিম্বাবুয়ে। দুই ম্যাচের ঐ সিরিজটিও ১-১ সমতায় শেষ হয়। পরের বছর আবারও বাংলাদেশে এসে চার ম্যাচের সিরিজ ২-২ সমতায় শেষ করে জিম্বাবুয়ে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।