১৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ৩০ মাঘ, ১৪৩১ | ১৩ শাবান, ১৪৪৬


শিরোনাম
  ●  বন কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকির ভিডিও ভাইরাল, নিরাপত্তা চেয়ে জিডি   ●  টেকনাফে ১০০০ জেলে পরিবারকে সহায়তা করছে কোস্ট ফাউন্ডেশন   ●  আল-নুর ইন্টান্যাশনাল মাদ্রাসা’র বই বিতরনী অনুষ্ঠান সম্পন্ন   ●  টেকনাফে গহীন পাহাড়ে বন্যহাতির রহস্যজনক মৃত্যু!   ●  কক্সবাজার জেলা প্রশাসনে ‘হাসিনার ভূত’ .নৈশভোটের মাস্টারমাইন্ড ইয়ামিন বহাল তবিয়তে   ●  কক্সবাজার সদর হাসপাতালে যোগদান করলেন ডা. আরিফা মেহের রুমী   ●     ●  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত হোমিওপ্যাথিক চিকিৎসক দল   ●  চকরিয়ায় দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ জনকে আটক   ●  অনুপ্রবেশকালে বিজিবি হেফাজতে ৩৬ মিয়ানমার

ঝিলংজায় এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, বাঁধা দেওয়ায় যুবককে গুলি

শাহীন মাহমুদ রাসেলঃ কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ২নং ওয়ার্ডের দক্ষিণ হাজী পাড়া ডেইরি ফার্ম এলাকার দুটি বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। বুধবার শেষ রাতে সংঘটিত ডাকাতির ঘটনায় ডাকাতদলের গুলিতে মোঃ জীসান (২৫) নামে এক যুবক আহত হয়েছেন। আহত জীসান ওই এলাকার মৃত ইউনুচের পুত্র।

আহত জীসানের ভাই আব্দুল্লাহ জানান, রাত ৩টার দিকে ৭ থেকে ৮ জনের মুখোশধারী ডাকাত দল ডেইরি ফার্মের পূর্ব পাশে অবস্থিত আব্দুস সালামের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ডাকাতেরা অস্ত্রের মুখে বাড়ির লোকদের জিম্মি করে নগদ ৫৫ হাজার টাকা, ৬ ভরি স্বর্ণালঙ্কার, ৬টি মোবাইলফোন ও কাপড়সহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে।

পরে সংঘবদ্ধ ডাকাতদলের সশস্ত্র ছয় সদস্য পাশ্ববর্তী জীসানের বাড়িতে হানা দেয়। তারা তার বাড়ির লোকদের অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট করার চেষ্টা করে। এ সময় ডাকাতদের বাধা দেয় মো. জীসান। এতে ক্ষুব্ধ ডাকাতরা তাকে গুলি করে বাড়ি থেকে স্বর্ণালঙ্কার ও একটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

পরে ডাকাতদলটি পাশের আরেকটি বাড়িতে হানা দেওয়ার চেষ্টা করে। এ সময় এলাকার লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় ডাকাত দল।

আহত জীসান বর্তমানে কক্সবাজারের একটি প্রাইভেট হাসপালে ভর্তি আছে বলে জনান তার ভাই আব্দুল্লাহ। তার শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে। তবে এখনো পর্যন্ত তার অবস্থা আশঙ্কা মুক্ত নয় জানান তিনি।

সদর থানার ওসি (তদন্ত) খাইরুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবারকে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।