৬ ডিসেম্বর, ২০২৪ | ২১ অগ্রহায়ণ, ১৪৩১ | ৩ জমাদিউস সানি, ১৪৪৬


শিরোনাম
  ●  চকরিয়ায় বনের জমিতে বিএনপি নেতাদের পশুর হাট   ●  গলায় ওড়না পেঁচিয়ে উখিয়া ডিগ্রি কলেজের ছাত্রী’র আত্নহত্যা   ●  যারা ক্লাসে ৭০% উপস্থিত থাকবে না তাদের পরিক্ষায় অংশগ্রহন করতে দেওয়া হবে না- শাহাজাহান চৌধুরী   ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী

জেলা শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ রবিবার

Cox Dist BNP Pic 21.03.15
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবীতে আরো ১০ দিনের আন্দোলন কর্মসূচী ঘোষণা করেছে কক্সবাজার জেলা বিএনপি। শনিবার সকালে জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত জেলা, পৌর ও উপজেলা কমিটির নেতাদের সাথে এক মতবিনিময় সভায় এই কর্মসূচীর সিদ্ধান্ত নেয়া হয়। এরআগে ঘোষিত ৬ দিনের আন্দোলন কর্মসূচীর শেষদিন আজ রবিবার কক্সবাজার শহরে অনুষ্ঠিত হবে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
গতকাল শনিবার সকালে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আবু ছিদ্দিক ওসমানীর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় উপস্থিত নেতাদের মতামতের ভিত্তিতে নতুন করে ৯দিনের আন্দোলন কর্মসূচী চূড়ান্ত করা হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে- ২৩ মার্চ সোমবার উপজেলা ও পৌরসভায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ, ২৪ ও ২৫ মার্চ গণসংযোগ, ২৬ মার্চ বিকালে জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা, ২৭ মার্চ জেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, ২৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত গণস্বাক্ষর অভিযান এবং আগামী ৬ এপ্রিল সোমবার জেলাব্যাপী মানববন্ধন।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বúœা, পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক রাশেদ মোহাম্মদ আলী, সহ-সভাপতি এস্তাফিজুর রহমান, কুতুবদিয়া উপজেলা বিএনপির সভাপতি জালাল আহমদ, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, মহেশখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি কাজী রফিকউদ্দিন, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, কক্সবাজার সদর উপজেলা বিএনপির আহবায়ক আবদুল মাবুদ, টেকনাফ উপজেলা বিএনপির আহবায়ক জাফর আহমদ, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা বিএনপির আহবায়ক শহীদুর রহমান শহীদ, যুগ্ম আহবায়ক মোহাম্মদ শফি ও সদস্য সচিব শওকত আলম, রামু উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ছৈয়দ মোহাম্মদ আবদুস শুক্কুর, জেলা মৎস্যজীবী দলের সভাপতি হামিদউদ্দিন ইউসুফ গুন্নু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অধ্যাপক আজিজুর রহমান, সাধারণ সম্পাদক ও পৌর প্যানেল মেয়র মোহাম্মদ জিসানউদ্দিন জিসান, জেলা ছাত্রদলের সভাপতি রাশেদুল হক রাসেল, সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরউদ্দিন মনির, সদর যুবদলের আহবায়ক ফরিদুল আলম, পৌর যুবদলের সভাপতি মসউদুর রহমান মাসুদ, মহেশখালী উপজেলা যুবদলের সভাপতি মকছুদুর রহমান নীরুসহ ১৪টি সাংগঠনিক উপজেলা ও পৌরসভা শাখা সমূহের বিএনপি ও অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, আহবায়ক, যুগ্ম আহবায়করা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে একই দাবীতে হরতালসহ ৩ দিনের কর্মসূচী পালন করেছে জেলা বিএনপি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।