৮ ডিসেম্বর, ২০২৫ | ২৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৬ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন   ●  ১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

জেলা নেজামে ইসলাম পার্টি সাধারণ সম্পাদক মাওলানা জিহাদীর মায়ের ইন্তেকালে শোক

প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান জিহাদীর মমতাময়ী মা ২৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দিবাগত রাত ৯ টায় সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের দক্ষিণ পাড়ার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন- ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি তিন ছেলে, এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে যান। শতোর্ধ এ মুত্তাকী মহিলার ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
৩০ সেপ্টেম্বর  (জুমাবার) সকাল সাড়ে ১০ টায়  চৌফলদন্ডী ইউনিয়নের দক্ষিণ পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমার নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। ছেলে মাওলানা আব্দুর রহমান জিহাদীর ইমামতিতে অনুষ্ঠিত নামাযে জানাযা শেষে মরহুমাকে দাফন করা হয়।
এ জানাযার নামাযে নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নায়েবে আমীর ও  কক্সবাজার জেলা আমীর মাওলানা আব্দুল খালেক নিজামী , নায়েবে আমীর মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী, মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব, চৌফলদণ্ডী নোমানিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা রফিক উদ্দিন, চকরিয়া বানিয়ারচর মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা কাতেব অলিউল্লাহ, মাইজ পাড়া হিফজখানার পরিচালক মাওলানা জাফর আলম, কালিরছড়া মিফতাহুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মুফতি ছৈয়দ নুর, বাংলাবাজার মাদ্রাসা যায়েদ বিন সাবিত র. এর পরিচালক মাওলানা হাফেজ মুবিনুল হক বিশিষ্ট আলেম-ওলামা শরীক হন। এছাড়াও রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গসহ উল্লেখযোগ্য সংখ্যক তৌহিদী জনতা নামাযে জানাযায় অংশগ্রহন করেন।
এদিকে নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান জিহাদীর মমতাময়ী মায়ের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নায়েবে আমীর ও কক্সবাজার জেলার প্রধান উপদেষ্টা মাওলানা হাফেজ ছালামতুল্লাহ,  জেলা আমীর মাওলানা আব্দুল খালেক নিজামী, নায়েবে আমীর মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী, মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব, যুগ্ম-সম্পাদক হাফেজ আমানুল হক আমান,  সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুব উল্লাহ নোমানী, অর্থ সম্পাদক মাওলানা নুরুল হক চকোরী, চকরিয়া উপজেলা আমীর মাওলানা ফরিদুল হক,  সাধারণ  সম্পাদক মাওলানা ডা. মঈন উদ্দীন গাজী, কক্সবাজার শহর আমীর মাওলানা  মাওলানা খালেদ সাইফী, নায়েবে আমীর হাফেজ মোহাম্মদ সালেম, সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সাইফী,  বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি  হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, কক্সবাজার জেলা সভাপতি হাফেজ শওকত আলী, সহ-সভাপতি মুহাম্মদ আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, সদর উপজেলা আহবায়ক মাওলানা আমিনুল্লাহ,  রামু উপজেলা সভাপতি মুহাম্মদ আব্দুল করিম, সাধারণ সম্পাদক মুহাম্মদ অলি উল্লাহ আরজু প্রমুখ।
নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।