১৫ সেপ্টেম্বর, ২০২৪ | ৩১ ভাদ্র, ১৪৩১ | ১১ রবিউল আউয়াল, ১৪৪৬


জেলা ছাত্রলীগের সাঃ সম্পাদক প্রার্থী আনোয়ারের পক্ষে আবেদন

কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক পদপ্রার্থী আনোয়ার হোসাইন

কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রার্থী আনোয়ার হোসাইনের পক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগ বরাবর ওয়ার্ড ছাত্রলীগ নেতার আবেদন-

“তারিখ: ০২/0 ৯/২০১৯ ইং

বরাবর,
সম্মানিত ও সংগ্রামী
সভাপতি/সম্পাদক
বাংলদেশ ছাত্রলীগ,
কেন্দ্রীয় নির্বাহী সংসদ।

বিষয় : কক্সবাজার জেলা ছাত্রলীগের আগামী কমিটিতে সাধারণ সম্পাদক চেয়ে আবেদন পত্র।

জনাব
যথাবিহীত সম্মানপূর্বক নিবেদন এই যে, আমি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি হই।

কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি আলী আহম্মেদ ভাইয়ের স্নেহময় ছোট ভাই আনোয়ার হোসাইন ভাই কক্সবাজার জেলা ছাত্রলীগের কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে পদ প্রার্থী হয়েছেন। তার শৈশবকাল থেকে বঙ্গবন্ধুর নীতি আদর্শ নিয়ে ছাত্র রাজনীতি করে আসছেন।তার ছাত্র জীবনে ধাপে ধাপে ফারির বিল আলিম মাদ্রাসা থেকে শুরু করে পালংখালী ইউনিয়ন এবংচট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুঃসময়ের একজন ত্যাগী সাহসী ও আদর্শবান রাজপথের কর্মী ছিলেন তিনি।

আপনারা হয়ত রাজপথে দেখেছেন, কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি আলী আহম্মেদ ভাইয়ের ছাত্র রাজনীতি। যিনি সংগঠনের জন্য দিন রাত পরিশ্রম করে রাজপথে সবসময় ত্যাগ শিকার করতেন।জেলার বিভিন্ন স্কুল কলেজের ছাত্র -ছাত্রীদের নানার সমস্যা সমাধানে পাশে থাকতেন। বাংলাদেশের সর্ব দক্ষিণে অবস্থিত এই কক্সবাজারে আলী আহম্মেদ ভাইয়ের রাজনীতি এখন হাজার হাজার ছাত্র জনতার হৃদয়ে ইতিহাসের পাতায় রয়ে গেল। যা ছাত্র রাজনীতির ইতিহাস হিসেবে চিরকাল থাকবে।যে সাবেক সফল সভাপতি আলী আহম্মেদ ভাই রাজনীতিতে এমন সাড়াজাগানো নেতা ছিলেন তার ছোট ভাই মহান আল্লাহর রহমতে তার চেয়ে কখনো কম হবে না। কারণ আনোয়ার হোসাইন ভাইয়ের মাঝে রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি – আদর্শের অনুপ্রেরণা। অামরা চাই রাজপথে যে দেশের উন্নয়ন, সাধারণ শিক্ষার্থীদের পাশে এসে দাড়াবে তাঁকে আমাদের অভিভাবক আনোয়ার হোসাইন ভাইকে চাই?

আগস্ট মাসে সারা দেশে যখন শোকে পরিণত এই শোকে আনোয়ার হোসাইন একরাতে বাসায় গিয়ে বিছানায় গুমায় নাই। পুরো আগস্ট মাস জুড়ে তিনি রাতে দিনে কক্সবাজার জেলার প্রতিটা স্কুল কলেজ, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে গিয়ে গিয়ে বঙ্গবন্ধু সহ ১৯৭৫ সালে ১৫ আগস্টে নিহত সকল শহীদের জন্য খতমে কুরআন, মিলাদ এবং আলোচনা সভা গণভুজ থেকে শুরু করে নানার আয়োজনে ব্যস্ত থাকেন তিনি প্রতি বছর আগস্ট মাসে।বাংলাদেশ সরকারের যে কোনো জাতীয় প্রোগ্রাম ও জননেত্রী শেখ হাসিনার যে কোনো ডাকে রাজপথে এসে উপস্থিত হন এই আনোয়ার হোসাইন। যার জীবনের সবকসবকিছুর আত্নত্যাগ বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের জন্য ও জননেত্রী শেখ হাসিনার আদর্শের একজন ভ্যাণগার্ড হয়ে থাকেন । সবসময় নিজের জীবনটাও উৎর্সগ করে দিতে রাজপথে যান আনোয়ার হোসাইন ভাই জননেত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর আদর্শের সংগঠনের জন্য।

আনোয়ার হোসাইনকে আমরা তৃণমূলের নেতাকর্মীরা দেখেছি, তিনি সবসময় রাজনীতি করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি আদর্শকে বুকে ধারণ করে।বঙ্গকন্যা, মানবতার মা জননেত্রী শেখ হাসিনার হাতে শক্তিশালী করার লক্ষ্যে তিনি সবসময় ছাত্র রাজনীতি করেন।তিনি রাজনীতি করেন, বাংলাদেশ ছাত্রলীগের আপা প্রিয় নেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত একজন আদর্শবান ভ্যাণগার্ড হয়ে চিরকাল তাঁহার পাশে থাকার জন্য।

আপনারা হয়ত জানেন যে, আমাদের কক্সবাজার জেলা ছাত্রলীগের তৃণমূলের নেতাকর্মীদের ভালবাসার শেষ ঠিকানা এবং হাজারো সাধারণ শিক্ষার্থীদের প্রাণে দাবি একটাই দাবি আনোয়ার হোসাইন ভাইকে আমাদের কক্সবাজার জেলা ছাত্রলীগের কমিটিতে একজন আমাদের নানার রকম অধিকার ও বিপদ – আপদের রক্ষাকারী হিসেবে পাওয়া?

আমরা তৃণমূলের নেতাকর্মীরা এবং আওয়ালীগ পরিবারের অবহেলিত নিযার্তিত নিপীড়িত সন্তানদের আপনাদের কাছে একটা অনুরোধ রইল। আমরা আগামীর কক্সবাজার জেলা ছাত্রলীগের কমিটিতে এমন একজন অভিভাবককে চাই। যে নেতা তার জেলার প্রতিটা ইউনিটের তৃণমূলের নেতাকর্মীদের মাঝে গিয়ে তাদের নানার রকম সমস্যা সমাধান করে দিবে। দলের জন্য নিঃস্বার্থ ভাবে কাজ করে যাবে, এবং নিযার্তিত আওয়ালীগ পরিবারের সন্তানদের কে সময়ে মুল্যায়ন করবে। আওয়ালীগ সরকারের কল্যাণে কাজ করবে এবং বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মীর জন্য প্রয়োজনে নিজের জীবন উৎর্সগ করবে।উপরোক্ত আমাদের চাওয়া সব কিছুর ত্যাগ করার মত একজন নীতি-আদর্শবান উদীয়মান তরুণ প্রজন্মের অহংকার আনোয়ার হোসাইন ভাই।

বর্তমান আমরা তৃণমূলের নেতাকর্মীরা সৃজনশীল নেতৃত্বের একজন অভিভাবক চাই? সেই সৃজনশীল নেতৃত্ব এবং একজন ছাত্রলীগ কর্মীর মাঝে যে গুনাবলি থাকার দরকার সেই গুণাবলি গুলো দেখা যায় আনোয়ার হোসাইন ভাইয়ের ভেতর। আমরা আওয়ামীলীগ পরিবারের জন্য নেওয়া সন্তান। আমরা আপনাদের কাছ থেকে একজন আওয়ালীগ পরিবারের দুঃসময়ের সন্তান হয়ে এই টুকু কামনা করব যে জননেত্রী শেখ হাসিনা আপনাদের মাঝে, যেমন নীতি আদর্শ খুঁজে এবং আওয়ামীলীগ পরিবারের সন্তান খুঁজে পেয়ে আপনাদের যেমন সারা বাংলার ছাত্র সমাজের প্রিয় অভিভাবক হিসেবে মনোনীত করেছেন।

ঠিক তেমনি আপনারা আমরা যারা আজ তৃণমূলের আওয়ামীলীগ পরিবারে জন্ম নেওয়া অবহেলিত নিযার্তিত, রাজপথের জীবন ত্যাগী কর্মীরা আছি। তাদের একটাই চাওয়া Anwar Hossain ভাইকে আগামীতে কক্সবাজার জেলা ছাত্রলীগের কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে পাওয়া।

আমার মত একজন আওয়ালীগ পরিবারের দুঃসময়ের ছাত্রলীগের তৃণমূলের একজন কর্মীর চিঠি খানা গ্রহণ করার জন্য কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্রতি বিনীত অনুরোধ ও বিনীত মর্জি হয়।

অতএব উপরোক্ত বিষয়গুলো বিবেচনা পূর্বক ব্যবস্থা গ্রহণ করলে আমরা কক্সবাজার জেলার তৃণমূলের ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকিব।

নিবেদক
খাইরুল বশর
সভাপতি
বাংলাদেশ ছাত্রলীগ,
০৯ নং ওয়ার্ড
পালংখালী ইউনিয়ন শাখা উখিয়া কক্সবাজার।”

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।