৭ জুলাই, ২০২৫ | ২৩ আষাঢ়, ১৪৩২ | ১১ মহর্‌রম, ১৪৪৭


শিরোনাম
  ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন   ●  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নির্বাচন সম্পন্ন   ●  যুক্তরাষ্ট্রের জুরি বোর্ডের সদস্য হলেন চৌধুরী কন্যা স্বর্ণা   ●  ভিজিএফ চালের অনিয়ম’ নিয়ে সংবাদ – চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা   ●  শিক্ষার ফেরিওয়ালা মরহুম জালাল আহমদ চৌধুরীর ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ   ●  বিয়ের তিন মাসেই সড়কে প্রাণ গেল হলদিয়ার জুনাইদের   ●  চুনোপুঁটি ধরলেও অধরা রাঘববোয়ালরা   ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা

জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে অপু-জসিম প্যানেলের নিরঙ্কুশ বিজয়

শাহেদ মিজান:

কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক কার্যালয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিায় ক্রীড়া প্রতিনিধিদের এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে একমাত্র প্যানেল অপু-জসিম প্যানেলের নিরঙ্কুশ বিজয় হয়েছে। প্যানেলহীন ভাবে নির্বাচিত হয়েছেন মাত্র দুইজন।

সাধারণ সম্পাদক ও অতিরিক্ত সাধারণ সম্পাদক ছাড়া বাকি আট পদে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জসিম উদ্দীন এবং অতিরিক্ত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাহমুদুল করিম মাদু।

ভোটের তীব্র লড়াই আটটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৩ জন প্রার্থী। এর মধ্যে সংরক্ষিত মহিলা আসনে ৩ জন এবং উপজেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি আসনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বিধি মতে নির্বাচিত হয়েছেন ২৭ জন।

সহ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বি পাঁচজনের মধ্যে নির্বাচিত হয়েছেন সাবেক সাধরণ সম্পাদক অধ্যক্ষ জসিম উদ্দিন (৯৮ ভোট), সদ্য সাবেক সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু (৯২ভোট) , আবছার উদ্দীন (১১৩ ভোট), বিজন বড়ুয়া (৮৭ ভোট)।

যুগ্ন সাধারণ সম্পাদক পদে তিন জনের মধ্যে নির্বাচিত হয়েছেন – শাহীনুল হক মার্শাল (৯২ভোট) ও হেলাল উদ্দিন কবির (৯০ ভোট)।

কোষাধ্যক্ষ পদে দুইজনের মধ্যে নির্বাচিত হয়েছেন – একেএম রাশেদ হোছাইন নান্নু।

নির্বাহী সদস্য পদে ১৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তার মধ্যে নির্বাচিত হয়েছেন ১৪ জন। তারা হলেন, আজমল হুদা, আমিনুল ইসলাম মুকুল, মো. আলী রেজা তসলীম, ইশতিয়াক আহমেদ জয়, ওমর ফারুক ফরহাদ, ওসমান সরওয়ার কামাল, মো. জসিম উদ্দিন, মোহাম্মদ জাহেদ উল্লাহ্, পরেশ কান্তি দে, মুহাম্মদ মাহাবুবুর রহমান (এম.আর মাহাবু), রতন দাশ, শোয়েব ইফতেখার. খোরশেদ আলম ও হারুন অর রশিদ।

সংরক্ষিত আসনে মহিলা ক্রীড়া সংস্থার প্রতিনিধির পদে প্রতিদ্বন্দ্বি তিনজনের মধ্যে নির্বাচিত হয়েছেন আয়েশা সিরাজ, খালেদা জেসমিন।

উপজেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি পদে প্রতিদ্বন্দ্বি তিনজনের মধ্যে নির্বাচিত হয়েছেন – আশরাফুল আজিজ সুজন ও নাছির উদ্দিন।

সকাল ৮ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলে। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৩৬ জন| অপু-জসিম একটি মাত্র প্যানেলে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুর রহমান মোল্লা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।