২৪ সেপ্টেম্বর, ২০২৩ | ৯ আশ্বিন, ১৪৩০ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  ‘প্রান্তিক জনগোষ্ঠির স্বাস্থ্য সেবার অবলম্বন পল্লী চিকিৎসক’-জেলা পরিষদ চেয়ারম্যান   ●  ‘প্রয়োজনে কালো গাউন ছেড়ে রোড লেভেলে যেতে হবে’   ●  তলাবিহীন ঝুড়ি থেকে স্মার্ট বাংলাদেশ করেছেন শেখ হাসিনা: কউক চেয়ারম্যান   ●  এরশাদ সরকার আমল ছিল দেশের স্বর্ণযুগ-সাবেক সাংসদ ইলিয়াছ   ●  পরিবেশ রক্ষায় শেখ হাসিনার উদ্যোগ বিশ্বে প্রশংসনীয় : মোঃ নজিবুল ইসলাম   ●  রোহিঙ্গা প্রত্যাবাসনে পাইলট-প্রকল্প মিয়ানমার-চীনের শুভঙ্করীর ফাঁকি!   ●  কক্সবাজারে ‘জয় কারাতে একাডেমী’ ‘অদ্রিতা পালদের বেড়েছে আত্মবিশ্বাস ও শক্তি’   ●  রামুতে বনবিভাগের অভিযানে পানির পাম্প জব্দ   ●  সীমান্তে গরু চোরাকারবারীদের তালিকা করে আইনের আওতায় আনা হবে-ডিসি মুহম্মদ শাহীন ইমরান   ●  ১১ জেলার এসপিদের নিয়ে কক্সবাজারে গুরুত্ববহ সভা করলেন ডিআইজি নুরেআলম মিনা

জেলা আওয়ামী লীগের কর্মি সমাবেশ ২১ জানুয়ারী

আাগামী ২১ জানুয়ারী বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপির কক্সবাজার শুভ আগমন উপলক্ষ্যে কর্মসূচী গ্রহণের জন্য জেলা আওয়ামী লীগের এক জরুরী বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারী) সন্ধ্যায় কক্সবাজার শহরের লালদিঘীর পাড়াস্থ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, আগামী ২১ জানুয়ারী বিকালে জেলা আওয়ামী লীগের উদ্যোগে কক্সবাজার পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে কর্মি সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী জননেতা ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তার কক্সবাজার আগমনকে কেন্দ্র করে দলের নেতাকর্মিদের মাঝে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বক্তারা আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার কক্সবাজারকে ঘিরে যে মেগা-উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন চলছে তা আলোরমুখ দেখতে সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কক্সবাজার সফর অত্যন্ত তাৎপর্য বহন করে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মিদের ঐক্যবদ্ধ থেকে দল ও সরকারের চলমান অগ্রযাত্রা বহাল রাখতে হবে।

সভায় কর্মি সমাবেশ সফল করার লক্ষ্যে জেলা আওয়ামী লীগ ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে। এছাড়া সমাবেশটি সফল করতে গঠন করা হয় বিভিন্ন উপ-কমিটি।সমাবেশটি সফল করার জন্য বিভিন্ন সহযোগী সংগঠনসহ জেলার আওতাধীন সকল স্তরের নেতাকর্মিদের আহবান জানিয়েছেন সভায় উপস্থিত নেতৃবৃন্দ।

সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, শাহ আলম চৌধুরী রাজা, রেজাউল করিম, এডভোকেট রণজিত দাশ, অবসরপ্রাপ্ত লে: কর্ণেল ফোরকান আহমেদ, আব্দুল খালেক, নজিবুল ইসলাম, আবু তালেব, সোহেল সরওয়ার কাজল, নুরুল বশর, রশিদ আহমদ, জহিরুল ইসলাম, সোহেল আহমদ বাহাদুর, হামিদা তাহের, রহিম উদ্দিন, ইশতিয়াক আহমেদ জয়, তাহমিনা চৌধুরী লুনা, আরিফুল মওলা, নুরুল আলম সরকার প্রমুখ।

এতে উপস্থিত ছিলেন, মাহবুবুল হক মুকুল, এডভোকেট আব্বাস উদ্দিন চৌধুরী, খোরশেদ আলম, এডভোকেট ফরিদুল আলম, এডভোকট আয়াছুর রহমান, এসএম কামাল, ইউনুস বাঙ্গালী, খোরশেদ কুতুবী, এডভোকেট তাপস রক্ষিত, কাজী মোস্তাক আহমেদ শামীম, ইঞ্জিনিয়ার বদিউল আলম, হেলাল উদ্দিন কবির, এমএ মঞ্জুর, আবু তাহের আজাদ, ড. নুরুল আবছার, মিজানুর রহমান, জিএম কাশেম, উজ্জল কর, মাহমুদুল করিম মাদু, শামশুল আলম মন্ডল, শহীদুল হক সোহেল, হারুনুর রশিদ, আয়েশা সিরাজ, মোর্শেদ হোসাইন তানিম, হাসান ইকবাল রিপন প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।