২৭ জুলাই, ২০২৪ | ১২ শ্রাবণ, ১৪৩১ | ২০ মহর্‌রম, ১৪৪৬


শিরোনাম
  ●  কলেজছাত্র মুরাদ হত্যা মামলার আসামি রহিম কারাগারে   ●  আন্দোলনের নামে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির প্রতিবাদে কক্সবাজার ছাত্রলীগের সমাবেশ   ●  স্বেচ্ছাসেবী কাজে বিশেষ অবদানের জন্য হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান    ●  চতুর্থবারের মতো শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত হলেন রোবায়েত   ●  সেন্টমার্টিনে ২ বিজিপি সদস্যসহ ৩৩ রোহিঙ্গা বোঝাই ট্রলার   ●  উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ গ্রেপ্তার ২   ●  উখিয়ায় ৩ হাজার পরিবার পানিবন্দি; কাঁচা ঘরবাড়ি, গ্রামীণ সড়ক লন্ডভন্ড   ●  উখিয়ায় কৃষি বিভাগের প্রণোদনা পেলেন ১৮০০ কৃষক /কৃষাণী   ●  আরসার জোন ও কিলিংগ্রুপ কমান্ডার আটক ৩   ●  পটিয়া প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত

জেলাবাসীর সুখে দুঃখে থাকতে বদ্ধপরিকর দৈনিক হিমছড়ি

নিজস্ব প্রতিবেদক:

জেলাবসীর প্রত্যাশা পূরন   সুখে দুঃখে থাকতে বদ্ধপরিকর দৈনিক হিমছড়ি। নীতি আদর্শের প্রশ্নে আপোষহীন থাকার কারণেপাঠকপ্রিয় হয়ে উঠছে পত্রিকাটি। আবেগইমোশনের জায়গা সংবাদপত্র নয়। উন্নয়ণ সাংবাদিকতার মাধ্যমে দৈনিক হিমছড়িপৌঁছাতে হবে প্রতিটি পাঠকের কাছে। এতে করে কক্সবাজারের সংবাদপত্র অঙ্গনে এই পত্রিকার মান বৃদ্ধি পাবে। কাউকে অনুকরণনয়, নিজেদের চিন্তা চেতনা দিয়ে দৈনিক হিমছড়ি এগিয়ে যাবে। প্রত্যেক এলাকার দূর্ভোগ ভোগান্তি গুরুত্বসহকারে পত্রিকায়প্রকাশের জন্য প্রতিনিধিদের প্রতি আহ্বান জানানো হয়। বৃহস্পতিবার শহরে অভিজাত হোটেল স্যান্ডি বীচে অনুষ্ঠিত পাঠকপ্রিয়দৈনিক হিমছড়ির প্রতিনিধি সভায় বক্তারা এসব কথা বলেন। দৈনিক হিমছড়ির সম্পাদক হাসানুর রশীদে  সভাপতিত্বেঅনুষ্ঠিত প্রতিনিধি সভায় ব্যবস্থাপনা সম্পাদক ফজলুল্লাহ মোহাম্মদ হাসান বলেন, সার্কুলেশন মূখ্য নয়, পত্রিকার মান বিবেচনাকরতে হবে। আদর্শ নীতির প্রশ্নে আপোষহীনতার কারণে দৈনিক হিমছড়ি পাঠকপ্রিয়তা অর্জন করেছে। জনদাবী আর মানুষেরচাওয়াকে আরো বেশি গুরুত্ব দিলে হিমছড়ি আরো অনেক দূর এগিয়ে যাবে।

দৈনিক হিমছড়ির বার্তা সম্পাদক হুমায়ুন সিকদার এর পরিচালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার সভাপতিএড. জিএএম আশেকউল্লাহ, সাবেক সভাপতি মমতাজ উদ্দিন বাহারী, পরিচালক সিনিয়র আইনজীবী রমিজ আহমদ, সিনিয়রসাংবাদিক কামাল হোসেন আজাদ, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার সহসভাপতি এম আর মাহবুব, সাধারণ সম্পাদকমোস্তফা সরওয়ার, সিনিয়র সাংবাদিক ইকরাম চৌধুরী টিপু, সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশন কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ হাসিম স্যান্ডি বীচ রেস্টুরেন্ট এর এমডি আবদুর রহমান, অনলাইন পোর্টাল ভিশন কক্স এর সম্পাদক রফিকুল ইসলাম, সিবিএনমাল্টিমিডিয়া প্রধান শাহেদ মিজান,আতিকুর রহমান মানিক প্রমুখ।

প্রতিনিধিদের পক্ষ থেকে নিজস্ব প্রতিবেদক এইচ এন আলম, মাহবুবুর রহমান, ভ্রাম্যমাণ সংবাদদাতা আবদুল মতিন চৌধুরী, টেকনাফ¯’ নিজস্ব প্রতিবেদক হুমায়ুন রশিদ, বাবুল মিয়া মাহমুদ, রামু প্রতিনিধি ওবায়দুল হক নোমান, শহর সংবাদদাতাআমিনুল কবির, মহেশখালী প্রতিনিধি মুহাম্মদ তারেক, মহেশখালী উত্তর আবদুর রহমান রিটন, ঈদগাঁও প্রতিনিধি রাশেদকামাল, সংবাদদাতা আবদুল জব্বার, ম্যানেজার এহতেশামুল হক ম্যাকআপম্যান আবুল হাসান। পত্রিকার মান বৃদ্ধির জন্য যাকিছু প্রয়োজন পরিচালনা পর্ষদ করতে বাধ্য।

পাঠকদের ভাল কিছু দেয়ার জন্য পড়ালেখার কোন বিকল্প নেই। গতানুগতিক নিয়মে সংবাদ রচনা পরিহার করে জনদাবীকেগুরুত্ব দিতে হবে। পাঠক প্রতিদিন যা জানতে চান তাই যেন হিমছড়ির পাতায় ফুটে উঠে। এছাড়া উপস্থিত সকল প্রতিনিধিদেরআইডি কার্ড ক্যালেন্ডার প্রদান করেন অতিথিবৃন্দ।

প্রতিনিধিরা তাদের এলাকার সমস্যা সম্ভাবনার কথা তুলে ধরেন। আগামীতে পত্রিকায় লিখনির মাধ্যমে দৈনিক হিমছড়ি জনগনের পাশে থাকার অঙ্গিকার করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।