২৭ জুলাই, ২০২৪ | ১২ শ্রাবণ, ১৪৩১ | ২০ মহর্‌রম, ১৪৪৬


শিরোনাম
  ●  কলেজছাত্র মুরাদ হত্যা মামলার আসামি রহিম কারাগারে   ●  আন্দোলনের নামে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির প্রতিবাদে কক্সবাজার ছাত্রলীগের সমাবেশ   ●  স্বেচ্ছাসেবী কাজে বিশেষ অবদানের জন্য হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান    ●  চতুর্থবারের মতো শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত হলেন রোবায়েত   ●  সেন্টমার্টিনে ২ বিজিপি সদস্যসহ ৩৩ রোহিঙ্গা বোঝাই ট্রলার   ●  উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ গ্রেপ্তার ২   ●  উখিয়ায় ৩ হাজার পরিবার পানিবন্দি; কাঁচা ঘরবাড়ি, গ্রামীণ সড়ক লন্ডভন্ড   ●  উখিয়ায় কৃষি বিভাগের প্রণোদনা পেলেন ১৮০০ কৃষক /কৃষাণী   ●  আরসার জোন ও কিলিংগ্রুপ কমান্ডার আটক ৩   ●  পটিয়া প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত

ইয়াবা মামলায় জেল ফেরত দীপন বড়ুয়ার মিথ্যাচারের প্রতিবাদে

জনপ্রিয় মেম্বার ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিনের পক্ষে রাস্তায় নামলেন শত শত নারী পুরুষ

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জনপ্রিয় মেম্বার ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিনের বিরুদ্ধে ইয়াবা মামলায় জেল ফেরত আসামী, চাঁদাবাজ ও প্রতারক দীপন বড়ুয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন পত্রিকায় অব্যাহত অপপ্রচার ও মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে কুতুপালং গ্রামের সর্ব-স্তরের জনসাধারন।
গতকাল সোমবার সকালে কুতুপালং পালং জেনারেলের সামনে শত শত নারী পুরুষ প্রতিবাদ সভা ও মানববন্ধনে যোগ দেয়। সভায় বক্তারা বলেন, হেলাল মেম্বার এই ওয়ার্ডে ২ বার বিপুল ভোটে মেম্বার নির্বাচিত হয়েছে। সে একজন অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব। বিভিন্ন মসজিদ, মন্দির, কবরস্থান ও শশ্মানে উন্নয়নে তিনি সবসময় পাশে থাকেন। ৯নং ওয়ার্ডের সকল ধর্মের মানুষ হেলাল মেম্বারের কাছে নিরাপদ। সে সবসময় অসহায় মানুষের পাশে দাড়িয়েছে। নিজের তহবিলের পাশাপাশি সরকারের বিভিন্ন অনুদান তিনি দলমত ও ধর্মের উর্ধ্বে উঠে সবাইকে বিতরণ করে আসছেন। কিন্তু তথাকথিত সংখ্যালঘু তকমার পরিচয় দিয়ে হেলাল মেম্বার জমি দখল করেছে  সামাজিক মাধ্যম ও সংবাদ সম্মেলন করে বিভিন্ন পত্রিকায় অপপ্রচার ও মিথ্যাচার করে আসছে। বক্তারা আরো বলেন, হেলাল মেম্বারের পিতা ৯নং ওয়ার্ডের প্রয়াত মেম্বার বখতিয়ার আহমদও অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব ছিলেন। তিনি আর্থিক ভাবে স্বচ্ছল ও সম্ভ্রান্ত ছিলেন। তিনি জীবদ্দশায় তার পরিবারের জন্য বৈধ সম্পত্তি রেখে যান। তাই কারো কোন সম্পত্তি দখল করে ভোগ করার প্রয়োজন ছিলো না। কিন্তু ইয়াবা ব্যবসায়ী দীপন পরিকল্পিত ভাবে আরো কিছু চিন্হিত ইয়াবা ব্যবসায়ীদের ইন্ধনে হেলাল মেম্বারকে বিতর্কিত ও জনসম্মুখে হেয় করার জন্য এধরনের অপপ্রচার ও মিথ্যাচার করছে।
বক্তারা বলেন, রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ড একটি সাম্প্রদায়িক সম্প্রীতির এলাকা। এখানে মুসলিম, বৌদ্ধ, হিন্দু কোন ভেদাভেদ নেই। অথচ এই চিহ্নিত প্রতারক দীপন বড়ুয়া মিথ্যা বানোয়াট তথ্য প্রচার করে কুতুপালং এর সুন্দর অসাম্প্রদায়িক পরিবেশকে নষ্ট করার পায়তারা করছেন। এসময় বক্তারা মেম্বার হেলালের বিরুদ্ধে দীপন বড়ুয়ার এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এসময় সমাবেশ ও মানববন্ধনে  কুতুপালং গ্রামের সর্ব-স্তরের জনসাধারন অংশ নেয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।