১৮ নভেম্বর, ২০২৫ | ৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ২৬ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন   ●  ১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী   ●  কক্সবাজার ৪আসনঃ প্রার্থী চুড়ান্ত, তবুও মনোনয়ন বঞ্চিত আবদুল্লাহর সমর্থকদের বিক্ষোভ   ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত

ছিনতাই, থানায় ১৫জনের বিরুদ্ধে অভিযোগ

obijog
চকরিয়া উপজেলার বানিয়ারছড়া এলাকায় যাত্রীবাহী একটি বাসের চালক-হেলপারকে মারধর করে টাকা ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে।  এ ঘটনায় বাসের হেলপার বাদী হয়ে শনিবার সকালে ১৫ জনকে আসামী করে থানায় একটি এজাহার দায়ের করেছেন।
অভিযোগে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে সাদিয়া পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে চকরিয়ায় আসছিল। রাত ৯টার দিকে বাসটি চকরিয়ার বানিয়ারছড়া স্টেশনে পৌঁছলে একদল দুর্বৃত্ত বাসটির গতিরোধ করে। এ সময় বাসের জনৈক যাত্রীর ভাড়া কম-বেশি দেয়া-নেওয়াকে কেন্দ্র করে বানিয়ারছড়া এলাকার জাফর আলমের ছেলে মো. ইসমাঈলের নেতৃত্বে দুর্বৃত্তরা অতর্কিত বাসে হামলা চালায়। এতে বাসের কয়েকটি গ্লাস ভাঙচুর করে তাঁরা। ঘটনার সময় বাঁধা দিতে গেলে বাসের হেলপার আবু তালেবকে পিটিয়ে পকেটে থাকা ১২ হাজার ২শ টাকা ছিনিয়ে নেয়। ঘটনার পর বাসের চালক সিরাজুল ইসলাম এগিয়ে আসলে দুর্বৃত্তরা চালককে মারধর করে করে তার কাছ থেকে আরো নগদ ১৮ হাজার টাকা ছিনিয়ে নেয়।
চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, বাসে হামলার ঘটনায় ওই গাড়ির হেলপার বাদি হয়ে ১৫জনের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেছেন। জড়িতদের গ্রেফতাকে পুলিশের অভিযান চলছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।