৯ ডিসেম্বর, ২০২৪ | ২৪ অগ্রহায়ণ, ১৪৩১ | ৬ জমাদিউস সানি, ১৪৪৬


শিরোনাম
  ●  অপহরণের ৯ ঘন্টা পর অজ্ঞান অবস্থায় উদ্ধার স্কুলছাত্র   ●  শাহপরীর দ্বীপে ‘পর্যটন স্পট’ গড়তে চায় সরকার, পরিদর্শনে পর্যটন উপদেষ্টা   ●  ইসিএ এলাকায় নির্মিত স্থাপনা সরাতে উখিয়া উপজেলা প্রশাসনের মাইকিং   ●  চকরিয়ায় বনের জমিতে বিএনপি নেতাদের পশুর হাট   ●  গলায় ওড়না পেঁচিয়ে উখিয়া ডিগ্রি কলেজের ছাত্রী’র আত্নহত্যা   ●  যারা ক্লাসে ৭০% উপস্থিত থাকবে না তাদের পরিক্ষায় অংশগ্রহন করতে দেওয়া হবে না- শাহাজাহান চৌধুরী   ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।

ছিনতাই, থানায় ১৫জনের বিরুদ্ধে অভিযোগ

obijog
চকরিয়া উপজেলার বানিয়ারছড়া এলাকায় যাত্রীবাহী একটি বাসের চালক-হেলপারকে মারধর করে টাকা ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে।  এ ঘটনায় বাসের হেলপার বাদী হয়ে শনিবার সকালে ১৫ জনকে আসামী করে থানায় একটি এজাহার দায়ের করেছেন।
অভিযোগে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে সাদিয়া পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে চকরিয়ায় আসছিল। রাত ৯টার দিকে বাসটি চকরিয়ার বানিয়ারছড়া স্টেশনে পৌঁছলে একদল দুর্বৃত্ত বাসটির গতিরোধ করে। এ সময় বাসের জনৈক যাত্রীর ভাড়া কম-বেশি দেয়া-নেওয়াকে কেন্দ্র করে বানিয়ারছড়া এলাকার জাফর আলমের ছেলে মো. ইসমাঈলের নেতৃত্বে দুর্বৃত্তরা অতর্কিত বাসে হামলা চালায়। এতে বাসের কয়েকটি গ্লাস ভাঙচুর করে তাঁরা। ঘটনার সময় বাঁধা দিতে গেলে বাসের হেলপার আবু তালেবকে পিটিয়ে পকেটে থাকা ১২ হাজার ২শ টাকা ছিনিয়ে নেয়। ঘটনার পর বাসের চালক সিরাজুল ইসলাম এগিয়ে আসলে দুর্বৃত্তরা চালককে মারধর করে করে তার কাছ থেকে আরো নগদ ১৮ হাজার টাকা ছিনিয়ে নেয়।
চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, বাসে হামলার ঘটনায় ওই গাড়ির হেলপার বাদি হয়ে ১৫জনের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেছেন। জড়িতদের গ্রেফতাকে পুলিশের অভিযান চলছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।