৫ নভেম্বর, ২০২৪ | ২০ কার্তিক, ১৪৩১ | ২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  কক্সবাজার সমবায় ব্যাংকের ব্যবস্থাপনা কমিটিতে কবির, আফসেল ও রাশেলকে প্রতিনিধি মনোনয়ন।   ●  ইজিবাইক চালকদের ডাটাবেইজের আওতায় আনার উদ্যোগ নিয়েছে পুলিশ   ●  রোহিঙ্গা ক্যাম্পে এনজিও’র মালবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু!!   ●  কক্সবাজারে এক টন পলিথিন জব্দ, জরিমানা   ●  গাজীপুর যুবলীগ নেতা আলমগীর কক্সবাজারে আটক   ●  মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তরুণ স্বর্ণ কারিগরের মৃত্যু   ●  ‘গণমাধ্যমকে পরাজিত হতে দেয়া যাবে না’   ●  ইয়াবা বদি’র প্রধান সহযোগী জাফর চেয়ারম্যান গ্রেফতার   ●  ইয়াবা বদি’র প্রধান সহযোগী জাফর চেয়ারম্যান গ্রেফতার   ●  উখিয়ায় প্রথম নারী এসিল্যান্ড যারিন তাসনিম তাসিন

চৌফলদন্ডী-পোকখালীতে শিল্পায়নের অপার সম্ভাবনা

Image0199
কক্সবাজার সদরের উপকূলীয় ইউনিয়ন পোকখালী-চৌফলদন্ডীতে শিল্পায়নের সম্ভাবনার সৃষ্টি হয়েছে। সেতু নির্মান ও ব্যাপক অবকাঠামোত উন্নয়নের ফলে সারাদেশের সড়ক যোগাযোগ নেটওর্য়কের সাথে এতদাঞ্চল সংযুক্ত হওয়ায় উৎপাদনমুলক শিল্পকারখানা স্থাপনের উপযোগি পরিবেশ সৃষ্টি হয়েছে। সরেজমিন পরির্দশন ও স্থানীয়  জনগনের সাথে আলাপচারিতায় জানা যায়, এক সময়ের অবহেলিত দুর্গম উপকুলীয় এলাকা পোকখালী ও চৌফলদন্ডী এলাকা লবন-চিংড়ি ও মৎস্য উৎপাদনের জন্য প্রসিদ্ধ । মহেশখালী চ্যানেলের পুর্বতীর ঘেষে হাজার হাজার একর জমিতে শুষ্ক মৌসমে লবন ও বর্ষামৌসুমে বাগদা চিংড়িসহ অন্যান্য প্রজাতির মাছ  উৎপাদিত হয়ে আসছে। এসব পন্য প্রতি বছর জাতীয় অর্থনীতিতে উল্ল্যেখযোগ্য পরিমান রাজস্বের যোগান দিচ্ছে । এতদিন অবহেলিত থাকলেও বিগত এক দশকে উক্ত দুই ইউনিয়নকে বেষ্টন করে নির্মিত হয়েছে নাপিত খালী – পোকখালী – চৌফলদন্ডী-খরুস্কুল-কক্সবাজার আঞ্চলিক মহাসড়ক । চৌফলদন্ডী খালের উপর নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন ব্রিজ। উপরোক্ত মহাসড়ক ও ব্রীজ এ এলাকাকে সংযোক্ত করেছে আন্তঃ জেলা সড়ক যোগাযোগ নেটওয়াকের সাথে।  ফলে উৎপাদিত পন্য পরিবহনে ব্যাপক সুযোগ সৃষ্টি হয়েছে। চৌফলদন্ডী ব্রীজ সংলগ্ন এলাকায় রয়েছে অঘোষিত মৎস্য অবতরন কেন্দ্র যা স্থানীয়ভাবে ‘ঘাটঘর নামে’ পরিচিত । বঙ্গোপসাগর থেকে আহরিত রকমারি প্রজাতির মাছ নিয়ে ফিশিং বোট সমূহ এখানে ভীড়ে। রপ্তানিযোগ্য সুস্বাদু এসব মাছ রপ্তানির জন্য এখানে মৎস্য প্রক্রিয়াজাতকরন কারখানা স্থাপনের সুযোগ সৃষ্টি হয়েছে। প্রতি বছর চৌফলদন্ডীতে উৎপাদিত হচ্ছে বিপুল পরিমান শুঁটকি । সংলগ্ন ভারুয়াখালী, – খুরুস্কুল ইউনিয়নসহ পোকখালী ও চৌফলদন্ডীর উপকুলীয় এলাকায় উৎপাদিত বিপুল পরিমান অপরিশোধিত লবন প্রক্রিয়াজাত করনের জন্য লবন কারখানা স্থাপন করলে ইসলামপুরের মত এখানেও গড়ে উঠবে সয়ংসম্পুর্ন লবন শিল্প এলাকা। বাংলাদেশ লবন চাষী সমিতির সদর উপজেলা শাখার সভাপতি  হান্নান মিয়া জানান, চৌফলদন্ডী ব্রীজ সংলগ্ন এলাকায় পানির গভীরতা বেশী, যা লবনবাহী কার্গোবোট ভেড়ার জন্য উপযোগী। এছাড়া চৌফলদন্ডীর ঐতিহ্যবাহী ‘‘নাপ্পি’’ ও শুটকির কদর রয়েছে দেশ-বিদেশের ভোজন রসিকদের কাছে। এসব পন্য রপ্তানী প্রক্রিয়াজাতকরনের জন্য চৌফলদন্ডী ব্রীজ পয়েন্ট থেকে উত্তর দিকে গোমাতলী ও পুর্ব দিকে ভারুয়াখালী পয্যন্ত প্রায় ১০ কিলোমিটারব্যাপী নদীতীরে বিভিন্ন শিল্পকারখানা স্থাপিত হলে উৎপাদিত পন্য সহজেই পরিবহন করা যাবে সারাদেশে। দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন গ্র“প ও উদ্যেক্তাগন অত্র এলাকা পরিদর্শন করেছেন বলে জানা গেছে। এতদাঞ্চলে শিল্পায়ন হলে দেশীয় অর্থনীতিতে মুল্যবান রাজস্বের যোগানসহ বিপুল জনশক্তির কর্মসংস্থানের সম্ভবনা রয়েছে। লবন-মৎস্য সমৃদ্ধ চৌফলদন্ডী ও পোকখালী হতে পারে সম্ভাবনাময় ও সমৃদ্ধ শিল্পাঞ্চল। প্রয়োজন শুধু উদ্যোগের ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।