২৯ মার্চ, ২০২৩ | ১৫ চৈত্র, ১৪২৯ | ৬ রমজান, ১৪৪৪


শিরোনাম
  ●  সাগরে ১০টি বস্তায় মিলল ৭ লাখ ইয়াবা   ●  উখিয়ায় কলেজ ছাত্রকে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ৪   ●  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি কক্সবাজার জেলা কারাগারের বিনম্র শ্রদ্ধা   ●  উখিয়ায় মাটি ভর্তি ডাম্পার আটক   ●  কক্সবাজারে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত   ●  স্বাধীনতা দিবসে মরিচ্যা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উন্মোচন   ●  পানেরছড়ায় পাহাড় ও গাছ কাটার হিড়িক, নিরব বন বিভাগ   ●  চকরিয়ায় গণহত্যা দিবসের আলোচনা সভায় এমপি জাফর আলম   ●  চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আ.লীগের ইফতার মাহফিল-আলোচনা সভায় এমপি জাফর   ●  খুটাখালী ইউনিয়ন আ.লীগের ইফতার মাহফিল, আলোচনা সভায় এমপি জাফর

চোখের জলে বিদায় নিল স্বাগতিক রেঁনেসা

images

আজ ২২ এপ্রিল বুধবার রেঁনেসা ক্রীড়া সংঘের নাইট মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল খেলা অনুর্ষ্ঠিত হবে। যারা খেলবে সেমিফাইনাল পিএসপি সাহেদ সুপার কিংস, কলিম ‘সি’ গ্রুপ, হাঁসি-খুশি গ্রুপ টেকপাড়া ও সিকদার পাড়া ক্রীড়া সংসদ।
১ম সেমিফাইনাল খেলায় পিএসপি সাহেদ সুপার কিংস বনাম কলিম ‘সি’ গ্রুপ মুখোমুখি হবে আজ ২২ এপ্রিল রাত সাড়ে ৮টায়।
অন্যদিকে আগামিকাল ২৩ এপ্রিল ২য় সেমিফাইনালে মুখোমুখি হবে হাঁসি-খুশি গ্রুপ টেকপাড়া বনাম সিকদার পাড়া ক্রীড়া সংসদ।
আগামি ২৫ এপ্রিল দু’সেমিফাইনাল বিজয়ী দল নিয়ে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুর্ষ্ঠিত হবে।
গতকাল কোয়ার্টার ফাইনালের ৩য় খেলায় রাত সাড়ে ৮টায় মুখোমুখি হয় হাঁসি-খুশি গ্রুপ টেকপাড়া বনাম বৃহত্তর চৌধুরী পাড়া সমাজ কল্যাণ সমিতি। উক্ত খেলায় বৃহত্তর চৌধুরী পাড়া সমাজ কল্যাণ সমিতিকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের ৩য় দল হিসাবে সেমিফাইনালে উত্তীর্ণ হয় হাঁসি-খুশি গ্রুপ টেকপাড়া। হাঁসি-খুশি গ্রুপ টেকপাড়ার হয়ে ১৯ মিনিটের মাথায় একমাত্র গোলটি করেন শহিদুল। গোল হজম করার পর বৃহত্তর চৌধুরী পাড়া সমাজ কল্যাণ সমিতি প্রাণপণ আক্রমণ চালালেও হাঁসি-খুশি গ্রুপ টেকপাড়ার জালে বল জড়াতে পারেনি। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ মনোনীত হন হাঁসি-খুশি গ্রুপ টেকপাড়ার শহিদুল।
রাতের অপর খেলায় ৪র্থ কোয়ার্টার ফাইনালে স্বাগতিক রেঁনেসা ক্রীড়া সংঘ বনাম সিকদার পাড়া ক্রীড়া সংসদের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। খেলার নির্ধারিত সময়ে কোন দলই গোল করতে না পারায় খেলা গড়ায় পেনাল্টিতে। পেনাল্টিতে স্বাগতিক রেঁনেসার জালে ২ গোল ঢুকিয়ে টুর্নামেন্টের শেষ দল হিসাবে ে সমিফাইনাল উত্তীর্ণ হয় সিকদার পাড়া ক্রীড়া সংসদ। সিকদার পাড়া ক্রীড়া সংসদের হয়ে গোল দুটি করেন রুমান ও সেলিম। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ মনোনীত হন সেলিম।
উল্লেখ্য যে, গত ২০ এপ্রিল হাঁসি-খুশি একাদশ বড়–য়া পাড়াকে হারিয়ে পিএসপি সাহেদ সুপার কিংস ও মায়ের দোয়া ক্রীড়া একাদশকে হারিয়ে কলিম ‘সি’ গ্রুপ সেমিফাইনালে পা রাখেন।
আজকের ১ম সেমিফাইনালে পিএসপি সাহেদ সুপার কিংস বনাম কলিম ‘সি’ গ্রুপ এর খেলোয়াড়বৃন্দকে যথাসময়ে মাঠে উপস্থিত থাকার জন্য টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষথেকে আহবান করা হয়।
রেঁনেসা গোল্ডকাপ নাইট মিনিবার টুর্নামেন্টের মিডিয়া পার্টনার দৈনিক হিমছড়ি।
রেঁনেসা গোল্ডকাপ নাইট মিনিবার টুর্নামেন্টের লাইভ স্কোর দেখতে ক্লিক করুন রেঁনেসা ক্রীড়া সংঘ।
উল্লেখ্য যে, আগামি ২৫ এপ্রিল শনিবার টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।