৯ ডিসেম্বর, ২০২৩ | ২৪ অগ্রহায়ণ, ১৪৩০ | ২৪ জমাদিউল আউয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত   ●  আরসা প্রধান আতাউল্লাহসহ ৪৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা   ●  কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত আটক   ●  হলফনামা বিশ্লেষণ: ৫ বছরে এমপি আশেকের সম্পদ বেড়েছে ২ কোটি টাকার কাছা-কাছি   ●  ২১ দিন বন্ধের পর মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে এল পন্যবাহি চারটি ট্রলার   ●  মহেশখালীতে সাবেক ইউপি সদস্যেকে পিটিয়ে হত্যা   ●  ভ্রাতৃঘাতি দেশপ্রেমহীন রোহিঙ্গা আরসা-আরএসও প্রসঙ্গে; এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর   ●  কক্সবাজারে রেল : শুরুতেই ইজিবাইক চালকদের দৌরাত্ম্য ২০ টাকা ভাড়া রাতা-রাতি ৫০ টাকা!   ●  মাদক কারবারিদের হুমকির আতঙ্কে ইউপি সদস্য কামালের সংবাদ সম্মেলন   ●  সালাহউদ্দিন সিআইপি ও এমপি জাফরকে আদালতে তলব

‘চিরন্তন বঙ্গবন্ধু বাংলার দূত’ অনুষ্ঠান সোমবার

জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষ্যে জাতীয় শোক দিবস উদযাপন পরিষদ, কক্সবাজার আয়োজিত ‘চিরন্তন বঙ্গবন্ধু বাংলার দূত..’ অনুষ্ঠান ২৯ আগস্ট সোমবার অনুষ্ঠিত হবে। বিকাল সাড়ে ৩ টায়, কক্সবাজার ইনস্টিটিউট ও পাবলিক লাইব্রেবির শহীদ সুভাষ হলে আয়োজিত অনুষ্ঠানটি সাজানো হয়েছে বঙ্গবন্ধুকে নিবেদিত স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, গান ও কথামালার মধ্য দিয়ে। অনুষ্ঠানস্থলে থাকবে বঙ্গবন্ধুকে নিয়ে চিত্র  ও বই প্রদর্শনী।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন ও বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কারী কবি কামাল চৌধুরী, উদ্বোধক থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক  কবি মুহম্মদ নূরুল হুদা, সম্মানিত আলোচক থাকবেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রিয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি তারিক সুজাত, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান ও কবি সাদিকুর রহমান পরাগ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, জাতীয় শোক দিবস উদযাপন পরিষদ, কক্সবাজারের আহবায়ক ও কক্সবাজার পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখবেন জাতীয় শোক দিবস উদযাপন পরিষদ, কক্সবাজারের সচির ও কক্সবাজার পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর।

অনুষ্ঠানে জাতীয় সংগীত সহ অন্যান্য গান পরিবেশন করবেন সত্যেন সেন শিল্পীগোষ্ঠী। কক্সবাজারের স্থানীয় কবিদের স্বরচিত কবিতা পাঠ ছাড়াও আবৃত্তি পরিবেশন করবেন শব্দায়ন আবৃত্তি একাডেমি ও শ্রুতি আবৃত্তি অঙ্গন। অনুষ্ঠানে স্বপন ভট্টাচার্য্যে গ্রন্থনা ও নির্দেশনা কক্সবাজার থিয়েটারের পরিবেশনায় মুক্তির মহানায়ক নাটকটিও পরিবেশন করা হবে।

ওই দিন কক্সবাজার পৌর আওয়ামীলীগের শোক দিবসের কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য আয়োজিত তিন দিন ব্যাপী প্রতিযোগিতায় অংশগ্রহণকারি ও বিজয়ীদের মধ্যে পুরষ্কার প্রদানও করা হবে। অনুষ্ঠান সফল করতে আয়োজক কমিটির পক্ষে আহবান জানানো হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।