৩ জুন, ২০২৩ | ২০ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১৩ জিলকদ, ১৪৪৪


শিরোনাম
  ●  আওয়ামীলীগের বিদ্রোহী মেয়র প্রার্থীর সমর্থককে জরিমানা ও মুচলেকা আদায়   ●  পুকুরে ডুবে প্রাণ গেল শিশু তৌকির   ●  রোহিঙ্গা ক্যাম্পে যুবককে কুপিয়ে হত্যা   ●  শাহপুরী হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন গ্রেফতার   ●  কক্সবাজারে রেডিও সৈকত এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন   ●  ৪ দফা দাবিতে কক্সবাজার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মানববন্ধন প্রতিবাদ সমাবেশ   ●  নির্মাণ সামগ্রীর গুনগতমান পরীক্ষায় চকরিয়ায় ল্যাব উদ্বোধন   ●  কক্সবাজার জেলা নেজামে ইসলাম পার্টির মাসিক সভা অনুষ্ঠিত   ●  দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কক্সবাজার পৌর ও ওয়ার্ড আওয়ামী লীগের ১৩ নেতা বহিস্কার   ●  উখিয়ায় জমি দখলে নিতে খুনের হুমকির অভিযোগ

চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড  

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে একদিনে ১১ জনের মৃত্যু হয়েছে, যা জেলায় এ যাবৎকালের সর্বোচ্চ।

জেলা সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১১ জন মারা গেছেন। এর মধ্যে আটজন ছিলেন চট্টগ্রাম মহানগরীর বাসিন্দা, আর তিনজন বিভিন্ন উপজেলার।

এ নিয়ে এপ্রিল মাসের ২৪ দিনে করোনাভাইরাসে মোট ১০৯ জনের প্রাণ গেল চট্টগ্রাম জেলায়।

জেলায় ২৪ ঘণ্টায় এত বেশি মানুষের মৃত্যু এর আগে আর হয়নি বলে জানিয়েছেন সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী।

গত ১০ এপ্রিল সিভিল সার্জন কার্যালয় এক দিনে নয় জনের মৃত্যুর খবর দিয়েছিল, সেটাই ছিল এতদিন জেলার রেকর্ড।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম জেলায় এক হাজার ৩৩০টি নমুনা পরীক্ষা করে নতুন ১৭১ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তাদের ১৪১ জন মহানগরীর এবং ৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন বলেন, নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার আগের চেয়ে কমেছে। জেলায় শনাক্তের হার যেখানে ২৪ শতাংশ পর্যন্ত উঠেছিল, তা এখন ১৪ শতাংশে নেমেছে।

এ নিয়ে চট্টগ্রামে শনাক্ত কোভিড-১৯ রোগীর মোট সংখ্যা দাঁড়াল ৪৮ হাজার ৮৮৭ জনে। তাদের মধ্যে মোট ৪৯৭ জনের মৃত্যু হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।