৬ ডিসেম্বর, ২০২৪ | ২১ অগ্রহায়ণ, ১৪৩১ | ৩ জমাদিউস সানি, ১৪৪৬


শিরোনাম
  ●  চকরিয়ায় বনের জমিতে বিএনপি নেতাদের পশুর হাট   ●  গলায় ওড়না পেঁচিয়ে উখিয়া ডিগ্রি কলেজের ছাত্রী’র আত্নহত্যা   ●  যারা ক্লাসে ৭০% উপস্থিত থাকবে না তাদের পরিক্ষায় অংশগ্রহন করতে দেওয়া হবে না- শাহাজাহান চৌধুরী   ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী

চকরিয়া পৌরসভা বিএনপি নেতা সেলিম উদ্দিন গ্রেফতার

Untitled-1.psd
চকরিয়ায় নাশকতার চেষ্টার অভিযোগে পুলিশ মোহাম্মদ সেলিম উদ্দিন (৪৮) নামের এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে। শনিবার রাতে থানার সহকারি উপ-পরিদর্শক শিমুল চৌধুরী গোপন সংবাদে অভিযান চালিয়ে তার বাড়ি হতে তাকে গ্রেফতার করেন। বিএনপি নেতা সেলিম পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের কোচপাড়া গ্রামের মরহুম আলতাফ আহমদের ছেলে। তিনি চকরিয়া পৌরসভা বিএনপির সাবেক অর্থ সম্পাদক, ৯নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি ও মাতামুহুরী বাঁশ সরবরাহকারী সমবায় সমিতি লি: এর সভাপতি বলে জানাগেছে।
চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, চলমান হরতাল-অবরোধে আগে থেকে নাশকতা চেষ্টার সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে বিএনপি নেতা সেলিমের বিরুদ্ধে। তাই শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রোববার নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
এদিকে পৌরসভা বিএনপির নেতৃবৃন্দরা দাবী করেছেন, বিএনপি নেতা সেলিম উদ্দিনকে সম্পূর্ণ অন্যায়ভাবে ষড়যন্ত্র মূলক তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি এলাকার এজনক স্বনামধন্য ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবে পরিচিত। এছাড়াও তিনি তার ভাইয়ের পক্ষে-পরিবর্তে ভারপ্রাপ্ত কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন। তাকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য দাবী জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা।##

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।