১ জুন, ২০২৩ | ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১১ জিলকদ, ১৪৪৪


শিরোনাম
  ●  বিদগ্ধজনদের নিয়ে বিরূপ মন্তব্য থেকে প্রতিপক্ষকে বিরত থাকার আহবান মেয়র প্রার্থী মাহাবুবের   ●  কক্সবাজার পৌরসভার উদ্যোগে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন   ●  কক্সবাজারে ওয়ার্ল্ডফিশ এর সিনার্জিস্টিক পার্টনারশীপ কর্মশালা   ●  সাগরে ইঞ্জিল বিকল হয়ে ১৩ দিন ভাসতে থাকা ২১ জেলে জীবিত উদ্ধার   ●  চকরিয়া ও টেকনাফে শীঘ্রই চালু হচ্ছে কউকের জোনাল অফিস   ●  মরিচ্যায় ভয়ংকর অপহরণকারী সিন্ডিকেট শীর্ষক সংবাদের নিন্দা ও প্রতিবাদ   ●  পেশীশক্তির প্রদর্শন ও হুমকি দিয়ে নৌকা বিজয় ঠেকানোর চেষ্টা বোকামী : মেয়র প্রার্থী মাহাবুব   ●  র‍্যাবের জালে ধরা পড়ল ৯ লাখ ইয়াবাসহ ৫ মাদক কারবারি: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার   ●  ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার   ●  হাফেজখানা ও এতিমখানার ৮৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

চকরিয়ায় ৩শিশু কন্যাকে জবাই করে হত্যা

download

পরকীয়া ও পারিবারিক কলহের জের ধরে কক্সবাজারের চকরিয়ায় ৩শিশু কন্যাকে জবাই করে হত্যা করেছে পাষন্ড পিতা আব্দুল গনি। নিহত ৩শিশু হলেন, আয়েশা ছিদ্দিকা (১১), হিরু জান্নাত (৯) ও তফুরা জান্নাত (২)। শুক্রবার ভোর রাত ৪টার দিকে চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের চৌধুরী পাড়া এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই এলাকার মৃত আব্দুল করিমের ছেলে রিক্সা চালক আব্দুল গনি দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমে আসক্ত ছিল। এঘটনা নিয়ে স্ত্রী ফাতেমা বেগমের সাথে মনোমালিন্য দেখা দেয় দীর্ঘদিন ধরে। সর্বশেষ গত বৃহস্পতিবার স্থানীয় ইউপি সদস্য খাইরুল বশরের কাছে একটি সালিশী বৈঠক বসে। উক্ত বৈঠকে রিক্সা চালক আব্দুল গনি অপমানিত হলে স্ত্রীকে দেখে নেয়ার হুমকি দেয়। পরে স্ত্রী ফাতেমা বেগম অবস্থা বেগতিক দেখে পিত্রালয়ে চলে যায়। এতে আরো ক্ষিপ্ত হয়ে পাষন্ড পিতা আব্দুল গনি তার নিজ ৩শিশু কন্যাকে হত্যা করে পালিয়ে যায়। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে হোছাইন আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত জানান, ঘটনা শুনে তিনি চকরিয়া থানার পুলিশকে খবর দিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে রওয়ানা দিয়েছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর সত্যতা স্বীকার করে জানিয়েছেন, এ হত্যা কান্ডের ঘটনায় তদন্ত সুষ্ঠ তদন্ত না হওয়া ছাড়া এখনো কিছু বলা যাচ্ছে না। তবে হত্যাকারী পিতা আব্দুল গনি পলাতক থাকায় তাকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।