২৮ সেপ্টেম্বর, ২০২৩ | ১৩ আশ্বিন, ১৪৩০ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  সাবেক এমপি এড. খালেকুজ্জামানের ২৩ তম শাহাদত বার্ষিকী আজ   ●  ছাত্রলীগে অনুপ্রবেশকারী আবু সুফিয়ানের হামলায় উখিয়ায় সংবাদকর্মী আহত   ●  প্রিয়তোষ পাল পিন্টু দেশ ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন   ●  এমপি কমলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আবেদন   ●  চকরিয়ায় হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন আটক, মাইক্রোবাস জব্দ   ●  ‘প্রান্তিক জনগোষ্ঠির স্বাস্থ্য সেবার অবলম্বন পল্লী চিকিৎসক’-জেলা পরিষদ চেয়ারম্যান   ●  ‘প্রয়োজনে কালো গাউন ছেড়ে রোড লেভেলে যেতে হবে’   ●  তলাবিহীন ঝুড়ি থেকে স্মার্ট বাংলাদেশ করেছেন শেখ হাসিনা: কউক চেয়ারম্যান   ●  এরশাদ সরকার আমল ছিল দেশের স্বর্ণযুগ-সাবেক সাংসদ ইলিয়াছ   ●  পরিবেশ রক্ষায় শেখ হাসিনার উদ্যোগ বিশ্বে প্রশংসনীয় : মোঃ নজিবুল ইসলাম

চকরিয়ায় বাড়িতে একা পেয়ে বন্ধুর ছোটবোনকে ধর্ষণ, লম্পট গ্রেফতার

এম.জিয়াবুল হক,চকরিয়াঃ চকরিয়ায় বন্ধুর খোঁজে বাড়িতে গিয়ে একা পেয়ে তাঁর ছোটবোনকে ধর্ষণ করেছে বড় ভাইয়ের বন্ধু। ধর্ষিতা স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। গত ১২ সেপ্টেম্বর রাতে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ছগিরশাহ কাটা এলাকায় এ ঘটনা ঘটে। পরদিন ওই ছাত্রীকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তারি পরীক্ষার জন্য কক্সবাজার সদর হাসপাতালের ওসিসি সেন্টারে পাঠানো হয়েছে।

এ ঘটনায় সোমবার ১৭ সেপ্টেম্বর রাতে ছাত্রীর বড় ভাই বাদী হয়ে চকরিয়া থানায় মামলা দায়েরের পর রাতে অভিযান চালিয়ে ধর্ষক একই এলাকার কামাল হোসেনের ছেলে আবদুর রহিমকে (১৯) গ্রেপ্তার করে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ধর্ষক আবদুর রহিম স্কুল ছাত্রীর বড় ভাইয়ের বন্ধু। ১২ সেপ্টেম্বর রাতে ওই ছাত্রীর বাবা-মা বেড়াতে যায়। রাত সাড়ে ৯টার দিকে আবদুর রহিম বন্ধুর খোঁজে ওই বাড়িতে গেলে স্কুল ছাত্রীকে একা পেয়ে ঘরের দরজা বন্ধ করে জোরপূর্বক কয়েকবার ধর্ষণ করে। পরে রাতে বড় ভাই আসার পর বিষয়টি স্থানীয় ইউপি সদস্য রফিক আহমদকে জানানো হয়। পরদিন এ বিষয়ে আপোষরফা করার চেষ্টা করেন ওই ইউপি সদস্য। বনিবনা না হওয়ায় ছাত্রীর বাবা থানায় অবগত করলে পুলিশ ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, ধর্ষণের ঘটনায় স্কুলছাত্রীর বড় ভাই বাদী হয়ে থানায় এজাহার দিলে মামলা এন্ট্রি করা হয়। ওই ঘটনায় ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠাানো হয়েছে।#

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।