২৪ জুলাই, ২০২৪ | ৯ শ্রাবণ, ১৪৩১ | ১৭ মহর্‌রম, ১৪৪৬


শিরোনাম
  ●  কলেজছাত্র মুরাদ হত্যা মামলার আসামি রহিম কারাগারে   ●  আন্দোলনের নামে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির প্রতিবাদে কক্সবাজার ছাত্রলীগের সমাবেশ   ●  স্বেচ্ছাসেবী কাজে বিশেষ অবদানের জন্য হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান    ●  চতুর্থবারের মতো শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত হলেন রোবায়েত   ●  সেন্টমার্টিনে ২ বিজিপি সদস্যসহ ৩৩ রোহিঙ্গা বোঝাই ট্রলার   ●  উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ গ্রেপ্তার ২   ●  উখিয়ায় ৩ হাজার পরিবার পানিবন্দি; কাঁচা ঘরবাড়ি, গ্রামীণ সড়ক লন্ডভন্ড   ●  উখিয়ায় কৃষি বিভাগের প্রণোদনা পেলেন ১৮০০ কৃষক /কৃষাণী   ●  আরসার জোন ও কিলিংগ্রুপ কমান্ডার আটক ৩   ●  পটিয়া প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত

চকরিয়ায় বনাঞ্চল থেকে চুরি করে গাছ কাটতে গিয়ে নারী আটক

Copy of atok
কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের নলবিলা নববিটের অধীনে খেদারবন নামক এলাকার পশ্চিম পার্শ্বের বনায়ন থেকে মূল্যবান গাছ কাটার সময় লাইলা বেগম লালু (৩০) নামে এক মহিলাকে হাতে নাতে আটক করেছে বনবিভাগের ডিউটিরত পাহারাদাররা। গতকাল ৪এপ্রিল সকাল সাড়ে ১০টার দিকে এ অভিযান চালানো হয়।
স্থানীয় ও নলবিলা বনবিট সূত্রে জানাগেছে, বিটের ওয়াসার আলী আহমদ প্রতিদিনের ন্যায় খেদারবনের পশ্চিম পার্শ্বেসহ আশপাশ সামাজিন বনায়ন এলাকায় ডিউটি করছিলেন। ৪এপ্রিল সকাল সাড়ে ১০টার দিকে ডিউটি অবস্থায় দেখতে পানে এক মহিলা সরকারি বনায়নে মূল্যমান গাছ কাটছেন। এ অবস্থায় তাকে হাতে-নাতে আটক করে নলবিলা বিটের ওয়াসার আলী আহমদ। পরে বিষয়টি তিনি নলবিলা বিট কর্মকর্তাকে অবহিত করলে বিট অফিসার তাকে আটকে রাখার নির্দেশ দিয়ে বনবিটের অস্ত্রধারী পাহাড়াদার (রক্ষক) মো: ইউছুপ ও শাহ আলমের নেতৃত্বে বিটের বনপ্রহরীরা ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে নিয়ে আসেন। পরিচয় নিয়ে জানতে পারেন বনের গাছ কর্তনকারী মহিলা উপজেলার কাকারা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড বারআউলিয়ানগর এলাকার মৃত ছুরত আলীর মেয়ে। পরবর্তীতে স্থানীয়দের মধ্যস্থতায় মুচলেখা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়েছে। এপ্রসঙ্গে নলবিলা বিট কর্মকর্তা মো: আতা ইলাহী জানান, ঘটনার খবর পেয়ে গাছ কর্তনকারী মহিলাকে তার বিটের প্রহরীদের দিয়ে আটক করা হয়। তবে ওই মহিলাকে মানষিক ভারসাম্যহীন দেখায় ছেড়ে দেয়া হয়েছে। এবিষয়ে ৪এপ্রিল (আজ) ফাসিয়াখালী রেঞ্জ কর্মকর্তাসহ ঘটনাস্থল তদন্ত করে ওই মহিলার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এদিকে গাছ কাটার সময় আটককৃত মহিলাকে ছেড়ে দেয়ার পর বনবিভাগের লোকজন তাকে মারধর করেছে মর্মে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছে বলে জানাগেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।