৫ অক্টোবর, ২০২৪ | ২০ আশ্বিন, ১৪৩১ | ১ রবিউস সানি, ১৪৪৬


শিরোনাম
  ●  কক্সবাজারে কিশলয়ে শিক্ষক গ্রুপিংয়ে শ্রেণী কার্যক্রমে স্থবির    ●  সাবেক সাংসদ জাফর ও সালাহ উদ্দিনসহ ৩৫জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪   ●  ইয়াবা সম্রাট বদির আরেক সহযোগী সি-লাইন বাদশা গ্রেপ্তার   ●  রামুতে বিএনপির নির্বাচনী অফিস ভাঙচুর মামলায় সৈনিকলীগ নেতা গ্রেফতার   ●  আগামি দিনের রাজনীতি হবে খালেকুজ্জামানের দেখানো পথে   ●  কক্সবাজারে বৃক্ষমেলায় ৩৫ লক্ষ টাকার চারা বিক্রি     ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র এডমিশন ফেয়ার উদ্বোধন   ●  কক্সবাজারে বিডিআর কল্যাণ পরিষদের স্মারক লিপি   ●  উখিয়ায় টমটম মালিক সমিতির নতুন কমিটি: সভাপতি আনোয়ার সিকদার, সাধারণ সম্পাদক টিপু   ●  আন্তর্জাতিকভাবে পুরস্কার পেল সায়মন বিচ রিসোর্ট ও সায়মন হেরিটেজ

চকরিয়ায় নাশকতা রোধে দায়িত্ব পালনরত আনসার সদস্যরা বেতন পাচ্ছেন না দেড়মাস ধরে

s1
চকরিয়ায় মহাসড়কে নাশকতা রোধে দিবা-রাত্রি দায়িত্ব পালন করছেন মাস্টাররোলে নিয়োগপ্রাপ্ত ১৪০ আনসার সদস্য। অভিযোগ উঠেছে, জীবন বাজি রেখে এসব আনসার সদস্য দায়িত্ব পালন করলেও গত দেড়মাস ধরে তাঁরা বেতন পাচ্ছে না। এ অবস্থার কারনে এসব আনসার সদস্য বেতন না পাওয়ায় পরিবার সদস্যদের নিয়ে চরম বিপাকে পড়েছে। তাঁরা অবিলম্বে তাদের বেতন নিশ্চিতের দাবি জানিয়েছেন সরকারের কাছে।
জানা গেছে, গত ৫ জানুয়ারীর পর থেকে সারাদেশে বিএনপি-জামায়াত জোট আন্দোলনের নামে ব্যাপক অরাজকতা সৃষ্টি করে। সারাদেশের মতো এর প্রভাব পড়ে কক্সবাজারের চকরিয়া উপজেলা জুড়ে। এ অবস্থার প্রেক্ষিতে প্রশাসন মহাসড়কের বিভিন্ন পয়েন্টে নাশকতা প্রতিরোধে সর্তক অবস্থানের জন্য মাস্টাররোলে ১৪০জন আনসার সদস্যকে নিয়োগ দেন।
সুত্র জানায়, গত ৫ ফেব্রুয়ারী থেকে উপজেলার বিভিন্ন পয়েন্টে বর্তমানে কর্মরত রয়েছে মাস্টাররোলে নিয়োগপ্রাপ্ত আনসার সদস্যরা। একাধিক আনসার সদস্য জানিয়েছেন, তাঁরা প্রশাসনের নির্দেশে উপজেলা আনসার ভিডিপি বিভাগের অধীনে গত দেড়মাস ধরে মহাসড়কে নাশকতা প্রতিরোধে দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু দীর্ঘ দেড়মাস সময় অতিবাহিত হলেও এখনো তাঁরা বেতন পাননি। এ অবস্থার ফলে তাদের অভাব-অনটনের পরিবারে চরম দুর্দিন চলছে।
জানতে চাইলে চকরিয়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ছরওয়ার আলম বলেন, মাস্টাররোলে নিয়োগপ্রাপ্ত এসব আনসার সদস্য বেশির ভাগ দরিদ্র শ্রৈনীর। দেড়মাস ধরে তাঁরা বেতন পাচ্ছে না একথা সত্য। তবে শুনেছি ঢাকা থেকে তাদের বেতন ছাড় হয়েছে। আশা করি চলতি সপ্তাহের মধ্যে তাঁরা বেতন পেয়ে যাবে।

ফাইল ছবি

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।