২৭ জুলাই, ২০২৪ | ১২ শ্রাবণ, ১৪৩১ | ২০ মহর্‌রম, ১৪৪৬


শিরোনাম
  ●  কলেজছাত্র মুরাদ হত্যা মামলার আসামি রহিম কারাগারে   ●  আন্দোলনের নামে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির প্রতিবাদে কক্সবাজার ছাত্রলীগের সমাবেশ   ●  স্বেচ্ছাসেবী কাজে বিশেষ অবদানের জন্য হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান    ●  চতুর্থবারের মতো শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত হলেন রোবায়েত   ●  সেন্টমার্টিনে ২ বিজিপি সদস্যসহ ৩৩ রোহিঙ্গা বোঝাই ট্রলার   ●  উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ গ্রেপ্তার ২   ●  উখিয়ায় ৩ হাজার পরিবার পানিবন্দি; কাঁচা ঘরবাড়ি, গ্রামীণ সড়ক লন্ডভন্ড   ●  উখিয়ায় কৃষি বিভাগের প্রণোদনা পেলেন ১৮০০ কৃষক /কৃষাণী   ●  আরসার জোন ও কিলিংগ্রুপ কমান্ডার আটক ৩   ●  পটিয়া প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত

চকরিয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক অনুষ্ঠানে এমপি জাফর আলম

বার্তা পরিবেশক :

কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ শনিবার (৪ মার্চ) দিনব্যাপী চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। একইসাথে এসব এলাকার সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময়সহ গণসংযোগও করেন।
শনিবার সকাল দশটায় এমপি জাফর আলম প্রধান অতিথি হিসেবে যোগদান করেন চকরিয়ার কাকারা ইউনিয়নের শাহ উমরাবাদ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি খালেদ নওশাদ চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা, কাকারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহাব উদ্দিন, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ সাবেক সভাপতি আবু ইউসুফ, বীর মুক্তিযোদ্ধা রহিম বক্স, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ শোয়াইব (সঞ্চালক)। এতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থীসহ অভিভাবকবৃন্দ।

এমপির ব্যক্তিগত সহকারি আমিন চৌধুরী জানিয়েছেন- কাকারা শাহ উমরাবাদ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে উপস্থিত দলীয় নেতাকর্মীসহ প্রায় ২০০০ মানুষের জন্য ভোজের ব্যবস্থা করেন।
কাকারার অনুষ্ঠান শেষে এমপি জাফর আলম প্রধান অতিথি হিসেবে যোগ দেন সাহারবিল ইউনিয়নের সাহারবিল রেসিডেন্সিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে। সেখানে এমপিকে ক্রেস্ট উপহার দেওয়া হয়।

অপরদিকে বিকেলে চকরিয়া পৌরসভার ভরামুহুরীস্থ বর্ণমালা একাডেমীর বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন এমপি জাফর আলম। এতে সভাপতিত্ব করেন বর্ণমালা একাডেমির প্রতিষ্ঠাতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমিনুর রশীদ দুলাল। অনুষ্ঠানে বর্ণমালা একাডেমীর সকল শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।