২৫ জানুয়ারি, ২০২৫ | ১১ মাঘ, ১৪৩১ | ২৪ রজব, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে ১০০০ জেলে পরিবারকে সহায়তা করছে কোস্ট ফাউন্ডেশন   ●  আল-নুর ইন্টান্যাশনাল মাদ্রাসা’র বই বিতরনী অনুষ্ঠান সম্পন্ন   ●  টেকনাফে গহীন পাহাড়ে বন্যহাতির রহস্যজনক মৃত্যু!   ●  কক্সবাজার জেলা প্রশাসনে ‘হাসিনার ভূত’ .নৈশভোটের মাস্টারমাইন্ড ইয়ামিন বহাল তবিয়তে   ●  কক্সবাজার সদর হাসপাতালে যোগদান করলেন ডা. আরিফা মেহের রুমী   ●     ●  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত হোমিওপ্যাথিক চিকিৎসক দল   ●  চকরিয়ায় দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ জনকে আটক   ●  অনুপ্রবেশকালে বিজিবি হেফাজতে ৩৬ মিয়ানমার   ●  হলদিয়া বিএনপি উত্তর শাখার সাংগঠনিক পদে প্রার্থীতা করবেন মোহাম্মদ হেলাল 

চকরিয়ায় বন ও প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত দুই আসামি আটক

বিশেষ প্রতিবেদক:

চকরিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে বন মামলা ও প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত দুই জনকে আটক করেছে পুলিশ। গত ২৬ জুলাই (শনিবার) গভীর রাতে উপজেলার লক্ষ্যারচর বাইঘ্যাপাড়ার জিদ্দা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

আটক বন মামলার সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, লক্ষ্যারচর এলাকার আবদুল করিমের পুত্র আলী হোসেন (৪৫)। তার বিরুদ্ধে বন মামলায় এক বছর সাজা প্রদান করে আদালত। অপর আসামি হলেন, বাইঘ্যাপাড়া এলাকার মৃত সুলতান আহমদের পুত্র জাহাঙ্গীর আলম (৫৫)। তার বিরুদ্ধে প্রতারণা মামলায় ৬ মাসের সাজা প্রদান করে আদালত।
পুলিশ সূত্রে জানা যায়, বন মামলা ও প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর তারা দীর্ঘদিন পলাতক ছিলো।
পরে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানার অফিসার ইনচার্জ জাবেদ মাহমুদের সার্বিক নির্দেশনায় হারবাং পুলিশ ফাঁড়ির আইসি কাইসার হামিদের নেতৃত্বে এসআই মহসীন চৌধুরী ও তার সঙ্গীয় এএসআই রাজীব ও এএসআই সোলাইমান ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের আটক করে।

হারবাং পুলিশ ফাঁড়ির আইসি কাইসার হামিদ জানান, শনিবার গোপন সংবাদ পেয়ে বনমামলা ও প্রতারণা মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।