৬ ডিসেম্বর, ২০২৩ | ২১ অগ্রহায়ণ, ১৪৩০ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  আরসা প্রধান আতাউল্লাহসহ ৪৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা   ●  কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত আটক   ●  হলফনামা বিশ্লেষণ: ৫ বছরে এমপি আশেকের সম্পদ বেড়েছে ২ কোটি টাকার কাছা-কাছি   ●  ২১ দিন বন্ধের পর মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে এল পন্যবাহি চারটি ট্রলার   ●  মহেশখালীতে সাবেক ইউপি সদস্যেকে পিটিয়ে হত্যা   ●  ভ্রাতৃঘাতি দেশপ্রেমহীন রোহিঙ্গা আরসা-আরএসও প্রসঙ্গে; এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর   ●  কক্সবাজারে রেল : শুরুতেই ইজিবাইক চালকদের দৌরাত্ম্য ২০ টাকা ভাড়া রাতা-রাতি ৫০ টাকা!   ●  মাদক কারবারিদের হুমকির আতঙ্কে ইউপি সদস্য কামালের সংবাদ সম্মেলন   ●  সালাহউদ্দিন সিআইপি ও এমপি জাফরকে আদালতে তলব   ●  কক্সবাজার-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন এমপি জাফর আলম

চকরিয়ায় কর্মজীবী-শিক্ষার্থীর জন্য গড়ে তোলা হলো হোষ্টেল উদ্বোধন করলেন এমপি জাফর

বার্তা পরিবেশক ঃ
কক্সবাজারের চকরিয়া পৌরশহরের শহীদ আবদুল হামিদ বাসটার্মিনাল সংলগ্ন পৌরসভার কিচেন মার্কেটের কয়েক তলায় গড়ে তোলা হয়েছে শ্রমজীবী ও শিক্ষার্থীদের জন্য ‘হামদান সুপার হোষ্টেল’।

সোমবার (২ জানুয়ারী) দুপুরে কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন কর্মজীবীদের এই হোষ্টেল। এতে সভাপতিত্ব করেন চকরিয়া পৌরমেয়র আলমগীর চৌধুরী। উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী মাস-উদ মোরশেদ, হোষ্টেলের উদ্যোক্তা ও চেয়ারম্যান আবদুল গফুর মানিক, ছাত্রনেতা রাহাত তারেকসহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ।

ব্যতিক্রমী এই হোষ্টেলের উদ্যোক্তা আবদুল গফুর মানিক জানান- শিক্ষা, চাকরি, ব্যবসাসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে পাঁচ উপজেলার মোহনা চকরিয়া। সেই অনুপাতে কর্মজীবী, শিক্ষার্থীদের জন্য কোন আবাসিক হোষ্টেল গড়ে উঠেনি। তাছাড়া ভাড়া বাসায় থাকাটাও অনেক ব্যয়বহুল। তাই ডাক্তার, ব্যাচেলর, চাকরিজীবী, ব্যবসায়ী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য গড়ে তোলা হয়েছে এই আবাসন ব্যবস্থা। এখানে স্বল্প খরচে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত হোষ্টেলের সিট বরাদ্দ পাবেন আগ্রহীরা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাফর আলম বলেন, ‘চকরিয়াতে এমন উদ্যোগ নেওয়ায় ব্যক্তিগতভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি ‘হামদান সুপার হোষ্টেল’ এর উদ্যোক্তাকে। কারণ এই হোষ্টেলে যারা থাকবেন তারা নিজ বাড়িতেই থাকছেন বলে মনে হবে। আমি প্রতিটি ফোরের কক্ষগুলো ঘুরে দেখে সেই পরিবেশ দেখেছি। আমি এই প্রতিষ্ঠানের সফলতা কামনা করছি এবং সবাইকে এই হোষ্টেলের সেবা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।’

জাতীয় সমাজসেবা দিবস উদযাপনের আলোচনা সভা ও র‌্যালীতে এমপি জাফর ঃ এদিকে এমপি জাফর আলম সোমবার দুপুরে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় সমাজসেবা দিবস উদযাপন-২০২৩ এর আলোচনা সভা ও র‌্যালীতে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ানের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুম মোহনায় অনুষ্ঠিত দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকছুদুল হক চুট্টু, বিএমচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, পৌরসভার নারী কাউন্সিলর ও মহিলা আওয়ামী লীগ নেত্রী ফারহানা ইয়াছমিন ফোরকান, উপজেলা সমাজসেবা কর্মকর্তাসহ সরকারি বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তা, বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ।
অপরদিকে এমপি জাফর আলম পরিদর্শন করেন উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছড়ারকূলের বায়তুর রহমান জামে মসজিদের উন্নয়ন কাজ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।