২৭ জুলাই, ২০২৪ | ১২ শ্রাবণ, ১৪৩১ | ২০ মহর্‌রম, ১৪৪৬


শিরোনাম
  ●  কলেজছাত্র মুরাদ হত্যা মামলার আসামি রহিম কারাগারে   ●  আন্দোলনের নামে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির প্রতিবাদে কক্সবাজার ছাত্রলীগের সমাবেশ   ●  স্বেচ্ছাসেবী কাজে বিশেষ অবদানের জন্য হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান    ●  চতুর্থবারের মতো শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত হলেন রোবায়েত   ●  সেন্টমার্টিনে ২ বিজিপি সদস্যসহ ৩৩ রোহিঙ্গা বোঝাই ট্রলার   ●  উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ গ্রেপ্তার ২   ●  উখিয়ায় ৩ হাজার পরিবার পানিবন্দি; কাঁচা ঘরবাড়ি, গ্রামীণ সড়ক লন্ডভন্ড   ●  উখিয়ায় কৃষি বিভাগের প্রণোদনা পেলেন ১৮০০ কৃষক /কৃষাণী   ●  আরসার জোন ও কিলিংগ্রুপ কমান্ডার আটক ৩   ●  পটিয়া প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত

চকরিয়ায় আওয়ামী লীগ নেতা কাউন্সিলর বশিরুল আইয়ুব পৌরসভার ১নম্বর প্যানেল মেয়র নির্বাচিত

basirol-aiyob-chakaria-07-11-2016
চকরিয়া পৌরসভার চর্তুথ নির্বাচিত পরিষদের তৃতীয় সাধারণ সভা গতকাল ৬ নভেম্বর পৌরসভার সম্মেলন কক্ষে পৌরসভার নির্বাচিত মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত হয়েছে। সভায় পরিষদের ১নম্বর প্যানেল মেয়র নির্বাচন অনুষ্টিত হয়েছে। অনুষ্টিত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.মাহাবুব-উল করিম। নির্বাচনে পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর বশিরুল আইয়ুব ও ৮নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর মুজিবুল হক মুজিব প্রতিদ্বন্দ্বিতা করেন। এসময় সম্মেলন কক্ষে উপস্থিত প্রধান নির্বাচন কমিশনারের উপস্থিতিতে নির্বাচনে সংরক্ষিত ওয়ার্ডের তিনজন নারী ও সাধারণ ওয়ার্ডের ৯জন পুরুষ কাউন্সিলরসহ ১২জন অংশ গ্রহন করেন। উপস্থিত কাউন্সিলরদের মধ্যে ১০জন কাউন্সিলর ১নম্বর প্যানেল মেয়র পদে পৌরসভার ৩নম্বর ওয়ার্ড থেকে দুইবার নির্বাচিত কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বশিরুল আইয়ুবকে সমর্থন দেন। পরে নিজের একটিসহ মোট ১১ ভোট পেয়ে পৌরসভার এক নম্বর প্যানেল মেয়র নির্বাচিত হন বশিরুল আইয়ুব।
নির্বাচনকালে কাউন্সিলারদের মধ্যে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের কাউন্সিলর মছুদুল হক মধু, ২নং ওয়ার্ডের কাউন্সিলর ও পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর জাফর আলম কালু, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর ও সাবেক যুবলীগ নেতা ফুরকানুল ইসলাম তীতু, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর জিয়াবুল হক, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি মুজিবুল হক মুজিব,৯নং ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম, ১,২ ও ৩নং ওয়ার্ড সংরক্ষিত কাউন্সিলর রাশেদা বেগম, ৪,৫ ও ৬ নং ওয়ার্ড সংরক্ষিত কাউন্সিলর রাজিয়া সোলতানা খুকুমনি এবং ৭,৮ ও ৯ নং ওয়ার্ড সংরক্ষিত কাউন্সিলর আনজুমান আরা বেগম। এছাড়াও পৌরসভার সচিব মাসউদ মোর্শেদ, সহকারী প্রকৌশলী মুজিবুর রহমান, মেডিকেল অফিসার ডা: মো: লোকমান, হিসাব রক্ষণ কর্মকর্তা শেফায়ত হোসেন, উপসহকারী প্রকৌশলী মৃনাল কান্তি ধর, প্রশাসনিক কর্মকর্তা সৈয়দুল হক আজাদ, বস্তি উন্নয়ন কর্মকর্তা রেহেনা আক্তার বানু, বাজার পরিদর্শক বশির আহমদ, কর আদায়কারী জহিরুল মওলা, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু রাশেদ মো: জাহেদ, বিল্ডিং ইন্সপেক্টর রাজিফুল মোস্তফা চৌধুরী, কমিউনীটি পুলিশ সুপারভাইজার জালাল উদ্দীন মানিক প্রমূখ। এদিকে নবনির্বাচিত প্যানেল মেয়রকে ফুলেল সংবর্ধণা জানিয়েছেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম ও পৌরসভার মেয়র উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী #

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।