৭ জুলাই, ২০২৫ | ২৩ আষাঢ়, ১৪৩২ | ১১ মহর্‌রম, ১৪৪৭


শিরোনাম
  ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন   ●  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নির্বাচন সম্পন্ন   ●  যুক্তরাষ্ট্রের জুরি বোর্ডের সদস্য হলেন চৌধুরী কন্যা স্বর্ণা   ●  ভিজিএফ চালের অনিয়ম’ নিয়ে সংবাদ – চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা   ●  শিক্ষার ফেরিওয়ালা মরহুম জালাল আহমদ চৌধুরীর ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ   ●  বিয়ের তিন মাসেই সড়কে প্রাণ গেল হলদিয়ার জুনাইদের   ●  চুনোপুঁটি ধরলেও অধরা রাঘববোয়ালরা   ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা

ঘোষনা পত্র; এস.এ ব্রিকফিল্ড

বিজ্ঞপ্তি;

এই মর্মে ঘোষনা করিতেছি যে, রামু উপজেলার খুনিয়াপালংস্থ মেসার্স এম.আর.সি ব্রিক্স এর খরিদ সূত্রে মালিক এস.এ এন্টারপ্রাইজ, কলঘর, চাকমারকুল, রামু এর পক্ষে আহমদ কামাল পিতা আবদুল আলীম এবং শামসুদ্দিন পিতা মৃত মৌ: শফিক আহমদ হইতে গত ১৫/০১/২০২৪ ইং তারিখের ৯৯(বি) নম্বর নোটারীযুক্ত ৫০/% শেয়ার বিক্রয় রশিদ মূলে আমি জনাব মোহাম্মদ ছলিম পিতা মৌ: ছালেহ আহমদ, মাতা-মোস্তফা খাতুন, সাং-জে.এস ভবন, হোল্ডিং নং-৭৯৫, দক্ষিণ তারাবনিয়ারছড়া, ৭নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা/জেলা-কক্সবাজার খরিদ করিয়াছে। মেসার্স এম.আর,সি ব্রিক্স এর মূল মালিক জনাব শাহ আলম শানু হইতে গত ২৬/০৫/২০১৯ইং তারিখে ৭০২ নং নোটারীযুক্ত বিক্রয় রশিদ মূলে খরিদ মালিক মোহাম্মদ জামাল উদ্দিন। তাহার নিকট হইতে গত ১০/৪/২০২২ ইং তারিখের ৬৪৫(বি) নম্বর নোটারীযুক্ত বিক্রয় রশিদ মূলে খরিদ মালিক আহমদ কামাল ২৫% শামসুদ্দিন ২৫% এবং আমি মোহাম্মদ ছলিম ৫০% মোট ১০০% এর খরিদা মালিক। কিন্তু আমি উপস্থিত না থাকায় আমার অংশসহ উল্লেখিত ২ জনের নামে বিক্রয় রশিদ সম্পাদিত হয়। বর্তমানে আমি নিজে উপস্থিত থাকিয়া ব্রিকফিল্ড পরিচালনা করায় তাহারা আমার অংশের ৫০% এর মালিকানা আমার বরাবরে ৯৯(বি) নম্বর নোটারী সম্পাদন করিয়া দিয়াছেন।
ইহা সকলের অবগতির জন্য ঘোষনা করা হইল।

মোহাম্মদ ছলিম
মোবা: ০১৭৭৭৪০২৬০৫

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।