১৭ সেপ্টেম্বর, ২০২৪ | ২ আশ্বিন, ১৪৩১ | ১৩ রবিউল আউয়াল, ১৪৪৬


ঘুমধুম জামিরতলীতে বিপুল বিদেশী মদ আটক

Modমো.আবুল বাশার নয়ন
ঘুমধুম সীমান্তের ৪১নং সীমান্ত পিলার এলাকা থেকে বাংলাদেশে পাচারের চেষ্টাকালে বিপুল পরিমাণ বিদেশেী মদ আটক করেছে বিজিবি। মঙ্গলবার বিকালে উপজেলার ঘুমধুম ইউনিয়নের জামিরতলী নামক এলাকা থেকে এসব বিদেশী মদ আটক করা হয়। স্থানীয় গ্রাম পুলিশ ইনচার্জ ছৈয়দ আলম জানান, মঙ্গলবার বিকালে জামিরতলী পাড়া হয়ে পাচারের চেষ্টা কালে স্থানীয়দের সহযোগিতায় এসব বিদেশে মদ আটক করা হয়। পরে ৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের টহলদলে নেতৃত্ব দেওয়া সুবেদার ওয়াইজকুরনীর নেতৃত্বে বিজিবি এসব বিদেশী মদ জব্দ করে। আটকৃত মদের মধ্যে রয়েছে ব্ল্যাক লেভেল ১টি, ডায়জন ২৪টি, সন বিহার ১২% ১২১টি, বিদেশী ভি ৩গ্রাম ৭৫ লিটার।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।