২৭ জুলাই, ২০২৪ | ১২ শ্রাবণ, ১৪৩১ | ২০ মহর্‌রম, ১৪৪৬


শিরোনাম
  ●  কলেজছাত্র মুরাদ হত্যা মামলার আসামি রহিম কারাগারে   ●  আন্দোলনের নামে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির প্রতিবাদে কক্সবাজার ছাত্রলীগের সমাবেশ   ●  স্বেচ্ছাসেবী কাজে বিশেষ অবদানের জন্য হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান    ●  চতুর্থবারের মতো শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত হলেন রোবায়েত   ●  সেন্টমার্টিনে ২ বিজিপি সদস্যসহ ৩৩ রোহিঙ্গা বোঝাই ট্রলার   ●  উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ গ্রেপ্তার ২   ●  উখিয়ায় ৩ হাজার পরিবার পানিবন্দি; কাঁচা ঘরবাড়ি, গ্রামীণ সড়ক লন্ডভন্ড   ●  উখিয়ায় কৃষি বিভাগের প্রণোদনা পেলেন ১৮০০ কৃষক /কৃষাণী   ●  আরসার জোন ও কিলিংগ্রুপ কমান্ডার আটক ৩   ●  পটিয়া প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত

খুটাখালীতে অর্ধ ডজন যুবক ইয়াবা ব্যবসায় জড়িত

yaba_200_200
চকরিয়া উপজেলার খুটাখালীতে অর্ধ ডজন যুবক ইয়াবা ব্যবসা করে লাখপতি হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে পুলিশ প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে ইয়াবা ব্যবসা করে আসছে বাজারসহ এলাকার কিছু চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী। ইউনিয়নে ইয়াবা এখন সহজলভ্য হয়ে উঠেছে। যেন হাত বাড়ালেই যেখানে-সেখানে পাওয়া যাচ্ছে এ মরণ ঘাতক ট্যাবলেট ইয়াবা। ফলে দিন দিন আসক্ত হয়ে বিপদগামী হচ্ছে এলাকার তরুণ যুবকরা।
স্থানীয়রা জানায় খুটাখালী বাজারের আশপাশের জনৈক এক ইয়াবার গড়ফাদার এখানে টেকনাফ থেকে ইয়াবা এনে তার কেন্দ্রীক একটি ইয়াবা চোরাচালানীর সিন্ডিকেট খোলা বাজারে সরবরাহ করে নেশা আসক্তের সংখ্যা বাড়াচ্ছে। বিশেষ কারনে তার নাম প্রকাশ করা গেলনা। বলতে গেলে এখন খুটাখালী বাজার ও বিভিন্ন এলাকায় ছদ্মা বেশে মুখোশধারী চিহ্নিত কিছু তরুণ যুবকরা ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে বীরদর্পে। ইয়াবার এ সহজলভ্যতার কারণে ছাএ ও যুব সমাজকে নিয়ে প্রায় উদ্বিগ্ন তাদের পরিবার । কারণ যে কোন মূহুর্তে তাদের ছেলে মেয়েদের মাঝে ইয়াবা সংক্রমক নামক এ বিষ আক্রান্ত হওয়ার ভয়ে এলাকার সাধারণ মানুষ রয়েছে চরম আতংকে।
নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক ব্যবসায়ী জানান, ইয়াবার প্রচলন দীর্ঘ দিনের হলেও সাম্প্রতিক সময়ে এলাকার চিহ্নিত যুবকেরা কোটিপতি হওয়ার আশায় এ ব্যবসায় জড়িয়ে পড়েছে।
চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, খুটাখালীর ইয়াবা ব্যবসায়ীদের ধরতে পুলিশী তৎপরতা আগের চেয়ে বৃদ্ধি রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।