৬ জুন, ২০২৩ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১৬ জিলকদ, ১৪৪৪


শিরোনাম
  ●  মরিচ্যায় রাসেলের নেতৃত্বে বিদেশী সিগারেটের বিশাল সিন্ডকেট   ●  আমি ৫ বছর মেয়র হিসেবে জনগনের সেবক হতে চাই : মেয়র প্রার্থী মাহাবুব   ●  মধ্যরাতে কাউন্সিলর প্রার্থীর টাকা বিতরণ; ভিডিও ধারন করায় সংবাদকর্মীর উপর হামলা   ●  মাতামুহুরী নদীকে শাসনসহ টেকসইভাবে সংরক্ষণ করতে চায় জাইকা   ●  পেকুয়ায় বানৌজা শেখ হাসিনা নৌঘাঁটিতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন   ●  এবার স্কুল ছাত্র অপহরণ করে ৩০ লাখ টাকার মুক্তিপণ দাবি   ●  নানা কর্মসূচীর মধ্য দিয়ে কক্সবাজারে পরিবেশ দিবস পালিত   ●  রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা   ●  কক্সবাজারে কাউন্সিলর প্রার্থীর টাকা বিতরণের ভিডিও ধারণ করায় সাংবাদিককে মারধর   ●  সাংবাদিক রাসেলকে হুমকি, থানায় জিডি

খুটাখালীতে অর্ধ ডজন যুবক ইয়াবা ব্যবসায় জড়িত

yaba_200_200
চকরিয়া উপজেলার খুটাখালীতে অর্ধ ডজন যুবক ইয়াবা ব্যবসা করে লাখপতি হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে পুলিশ প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে ইয়াবা ব্যবসা করে আসছে বাজারসহ এলাকার কিছু চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী। ইউনিয়নে ইয়াবা এখন সহজলভ্য হয়ে উঠেছে। যেন হাত বাড়ালেই যেখানে-সেখানে পাওয়া যাচ্ছে এ মরণ ঘাতক ট্যাবলেট ইয়াবা। ফলে দিন দিন আসক্ত হয়ে বিপদগামী হচ্ছে এলাকার তরুণ যুবকরা।
স্থানীয়রা জানায় খুটাখালী বাজারের আশপাশের জনৈক এক ইয়াবার গড়ফাদার এখানে টেকনাফ থেকে ইয়াবা এনে তার কেন্দ্রীক একটি ইয়াবা চোরাচালানীর সিন্ডিকেট খোলা বাজারে সরবরাহ করে নেশা আসক্তের সংখ্যা বাড়াচ্ছে। বিশেষ কারনে তার নাম প্রকাশ করা গেলনা। বলতে গেলে এখন খুটাখালী বাজার ও বিভিন্ন এলাকায় ছদ্মা বেশে মুখোশধারী চিহ্নিত কিছু তরুণ যুবকরা ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে বীরদর্পে। ইয়াবার এ সহজলভ্যতার কারণে ছাএ ও যুব সমাজকে নিয়ে প্রায় উদ্বিগ্ন তাদের পরিবার । কারণ যে কোন মূহুর্তে তাদের ছেলে মেয়েদের মাঝে ইয়াবা সংক্রমক নামক এ বিষ আক্রান্ত হওয়ার ভয়ে এলাকার সাধারণ মানুষ রয়েছে চরম আতংকে।
নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক ব্যবসায়ী জানান, ইয়াবার প্রচলন দীর্ঘ দিনের হলেও সাম্প্রতিক সময়ে এলাকার চিহ্নিত যুবকেরা কোটিপতি হওয়ার আশায় এ ব্যবসায় জড়িয়ে পড়েছে।
চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, খুটাখালীর ইয়াবা ব্যবসায়ীদের ধরতে পুলিশী তৎপরতা আগের চেয়ে বৃদ্ধি রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।