৩ ডিসেম্বর, ২০২৩ | ১৮ অগ্রহায়ণ, ১৪৩০ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  কক্সবাজারে রেল : শুরুতেই ইজিবাইক চালকদের দৌরাত্ম্য ২০ টাকা ভাড়া রাতা-রাতি ৫০ টাকা!   ●  মাদক কারবারিদের হুমকির আতঙ্কে ইউপি সদস্য কামালের সংবাদ সম্মেলন   ●  সালাহউদ্দিন সিআইপি ও এমপি জাফরকে আদালতে তলব   ●  কক্সবাজার-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন এমপি জাফর আলম   ●  ‘দিনে আত্মগোপনে, রাতে অস্ত্রের মহড়া বালু-পাহাড় খেকো তাহেরের!   ●  বিপুল ভোটে আবারও এমপি নির্বাচিত হয়ে কক্সবাজার-১ আসন শেখ হাসিনাকে উপহার দেওয়া হবে   ●  আওয়ামী লীগ নেতাকর্মী-সমর্থকদের ব্যাপক বিক্ষোভ, স্বতন্ত্র হিসেবে লড়াইয়ের ঘোষণা   ●  এইচএসসিতে শতভাগ পাশে আবারো জেলায় শ্রেষ্ঠ রামু ক্যান্টনমেন্ট কলেজ   ●  রামুতে বালু-পাহাড় খেকো আবু তাহেরের ডেরায় যৌথ অভিযান   ●  টেকনাফে মালয়েশিয়া যাওয়ার পথে ৫৮ রোহিঙ্গা উদ্ধার : ৪ পাচারকারী আটক

খরুলিয়ায় অনুদানের টাকা নিয়ে মিথ্যাচার: রশিদ মেম্বারের বক্তব্য

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার সদরের খরুলিয়ায় ব্যাক্তিগত অনুদানের কিছু টাকা অসহায় দুস্থ পরিবারগুলোর মাঝে সুষম বণ্ঠন করতে গিয়েএকশ্রেণীর দালাল দুস্কৃতিকারীদের খপ্পরে পড়ে নানামুখী ষড়যন্ত্রের শিকার হয়েছেন স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ। গত২৭ এপ্রিল উক্ত টাকা বিতরণ করতে এই ঝামেলায় পড়েন তিনি। পরবর্তীতে একের পর গুজব সৃষ্টি করে আব্দুর রশিদ মেম্বারেরসামাজিক, পারিবারিক এবং রাজনৈতিক জীবনকে হেয়প্রতিপন্ন পূর্বক হুমকির মুখে ফেলে দিয়েছে। এমনকি আব্দুর রশিদমেম্বারের রাজনৈতিক ভাবে প্রতিপক্ষের লোকজন ইতিমধ্যে তাঁর উপর হামলা মারধরের পরিকল্পনা পর্যন্ত করেছে বলে জানাগেছে।

উদ্ভুত পরিস্থিতি নিয়ে আব্দুর রশিদ এক বিবৃতিতে জানানগত ২৭ তারিখ প্রতি বছরের মত হতদরিদ্র পরিকারকে ৪হাজার টাকাকরে বিতরণ করা হয়। বিতরণ শেষে দেখা গেছে অসংখ্য গরীব মানুষ অর্থপ্রাপ্তি থেকে বাদ পড়ে গেছে। পরবর্তীতে আরও অর্ধসহস্রাধিক অসহায় মানুষ উক্ত টাকা পেতে নানা ভাবে আবেদন জানায়। উক্ত আবেদনের ভিত্তিতে মানবিক দিক বিবেচনা করেবঞ্চিতদের কাছে সহযোগীতা পৌছে দিতে ইতিপূর্বে দেওয়া কোনারপাড়া এলাকার কয়েকজনের কাছ থেকে হাজার টাকা করেফেরত নিয়ে বাকী ২হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেন। এটাকে কেন্দ্র করে স্থানীয় একটি পক্ষ ঘোলা পানিতে মাছ শিকারেরচেষ্টাই নেমে পড়েছেন। এভাবে করে তিনি গত তিনদিন ধরে বিভিন্ন এলাকায় প্রায় হাজার টাকাসহ অসংখ্য পরিবারকেনিত্যপন্য ঈদ সামগ্রী বিতরণ করেছেন।

তিনি জানানএই অনুদানের টাকা আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্খিদের পাঠানো। সম্মিলিত ভাবে তারা প্রতিবছর একটি ফান্ড তৈরি করে উক্ত টাকা পাঠিয়ে থাকে। প্রতি বছর রোজার ঈদে টাকাগুলো আমার নির্বাচনী এলাকার অসহায়গরীব মানুষগুলোর মাঝে বিতরণ করে থাকি। এক্ষেত্রে সুষম বন্ঠন নিশ্চিত করতে কোনো কোনো বছর হয়তো টাকার পরিমাণেকমবেশি হয়। কিন্তু এটাকে ঘিরে একটি কুচক্রী মহল আমার রাজনৈতিক পারিবারিক প্রতিপক্ষের সাথে হাত মিলিয়ে যাকাতেরটাকা আত্মসাতের মতো জঘন্য অপবাদ দিয়ে সংবাদের নামে গুজব ছড়িয়ে আমার জীবন ক্যারিয়ারকে হুমকির মুখে ফেলেছে।

তিনি আরও নিশ্চিত করেনটাকাগুলো কোনো সরকারী ব্যাক্তি বা প্রতিষ্ঠানের ফান্ড নয়। এমনকি এনজিও কিংবা সংস্থারটাকাও নয়। এটি সম্পূর্ণ ভাবে তার ব্যাক্তিগত পরিচিতজন, আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের টাকা। যেটি তারা একটি ফান্ডগঠন করে প্রতি বছর রশিদ মেম্বারের হাত দিয়ে গরীব অসহায় মানুষগুলোর কাছে বিতরণ করিয়ে থাকেন।

বিবৃতিতে তিনি সংবাদের নামে এমন জঘন্য গুজব সৃষ্টির তীব্র নিন্দা প্রতিবাদ জানান। সেই সাথে মিথ্যা গুজব সৃষ্টিকারীদেরবিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণেরও হুশিয়ারি দেন। পাশাপাশি এবিষয়ে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীএবং সংশ্লিষ্টদের বিভ্রান্ত না হতে অনুরোধ করেন তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।