৯ ডিসেম্বর, ২০২৩ | ২৪ অগ্রহায়ণ, ১৪৩০ | ২৪ জমাদিউল আউয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত   ●  আরসা প্রধান আতাউল্লাহসহ ৪৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা   ●  কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত আটক   ●  হলফনামা বিশ্লেষণ: ৫ বছরে এমপি আশেকের সম্পদ বেড়েছে ২ কোটি টাকার কাছা-কাছি   ●  ২১ দিন বন্ধের পর মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে এল পন্যবাহি চারটি ট্রলার   ●  মহেশখালীতে সাবেক ইউপি সদস্যেকে পিটিয়ে হত্যা   ●  ভ্রাতৃঘাতি দেশপ্রেমহীন রোহিঙ্গা আরসা-আরএসও প্রসঙ্গে; এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর   ●  কক্সবাজারে রেল : শুরুতেই ইজিবাইক চালকদের দৌরাত্ম্য ২০ টাকা ভাড়া রাতা-রাতি ৫০ টাকা!   ●  মাদক কারবারিদের হুমকির আতঙ্কে ইউপি সদস্য কামালের সংবাদ সম্মেলন   ●  সালাহউদ্দিন সিআইপি ও এমপি জাফরকে আদালতে তলব

কোন অশুভ তৎপরতা দেশের অগ্রগতিকে দমিয়ে রাখতে পারবে না

Bastuhara lig ramu
রামু উপজেলা আওয়ামী বাস্তুহারালীগের অভিষেক ও উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলমের সংবর্ধনা সভায় সাংসদ সাইমুম সরওয়ার কমল বলেছেন কোন অশুভ তৎপরতা বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিকে দমিয়ে রাখতে পারবে না।
১৯৭১ সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় যারা নিরীহ মানুষকে খুন করছে, আমাদের মা-বোনকের ধর্ষণ করেছে তাদের সাথে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কোন আপোষ হতে পারে না। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর যুদ্ধাপরাধীদের বিচার কাজ চলছে। এ বিচার বাংলার মাটিতেই হবে।
শুক্রবার (২৭ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার চৌমুহনী চত্বরে অনুষ্ঠিত সভায় তিনি এসব কথা বলেন।
সাইমুম সরওয়ার কমল বলেন, বাস্তুহারাদের পুর্নবাসনে সরকার পদক্ষেপ গ্রহণ করেছে। এখন কোন মানুষ দরিদ্র নেই উল্লেখÑ করে তিনি বলেন, একটি বাড়ি একটি খামার প্রকল্পসহ সরকারের নানামুখী পদক্ষেপে দারিদ্রতার অভিশাপ থেকে মুক্ত হয়েছে এ দেশের মানুষ। রামু-কক্সবাজারে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে। মানুষের চাহিদা অনুযায়ী উৎপাদিত হচ্ছে বিদ্যুৎ।
রামু উপজেলা আওয়ামী বাস্তুহারালীগ সভাপতি নুরুল আলম জিকুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন রামু উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রিয়াজ উল আলম।
জেলা যুবলীগ নেতা পলক বড়–য়া আপ্পু ও উপজেলা বাস্তুহারালীগের সাধারণ সম্পাদক আবুল কালামের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন আওয়ামী বাস্তুহারালীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আমির হোছেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সদস্য সুপ্ত ভূষণ বড়–য়া, বাস্তুহারালীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, রামু উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান মুন্নি, রাজারকুল ইউনিয়ন পরিষদ (ইউপি) সাবেক চেয়ারম্যান জাফর আলম চৌধুরী, কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের (ইউপি)  সাবেক চেয়ারম্যান শামসুল আলম, কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নুরুল আমিন কোম্পানি, রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নিতীশ বড়–য়া, রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক ইউনুছ ভুট্টো, সাবেক জেলা ছাত্রলীগ নেতা হেলাল উদ্দিন, আওয়ামী মৎস্যজীবিলীগ কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি আনছারুল হক ভুট্টো, জোয়ারিয়ানালা রাবার ড্রাম পরিচালনা কমিটির সভাপতি আবছার কামাল, চৌমুহনী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির সদস্য আজিজুল হক আজিজ।
এতে বাস্তুহারালীগের উপদেষ্টা আবু তাহের, উপজেলা বাস্তুহারালীগের সহ-সভাপতি শাহেদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুবায়ের, সহ-যুগ্ম সম্পাদক মো. ইউনুছ, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম বাবু, দপ্তর সম্পাদক মো. নাছির উদ্দিন, বাস্তুহারালীগ নেতা রাসেল বড়–য়া, মো. হোছন, ফতেখাঁরকুল ইউনিয়ন বাস্তুহারালীগ সভাপতি জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক মো. বাদলসহ ১১ ইউনিয়নের সভাপতি/সাধারণ সম্পাদকসহ অনেকেই উপস্থিত ছিলেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এদিকে, রামু উপজেলা বাস্তুহারালীগের সভাপতি নুরুল আলম জিকুকে কক্সবাজার জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা দেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।