১২ জুলাই, ২০২৫ | ২৮ আষাঢ়, ১৪৩২ | ১৬ মহর্‌রম, ১৪৪৭


শিরোনাম
  ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন   ●  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নির্বাচন সম্পন্ন   ●  যুক্তরাষ্ট্রের জুরি বোর্ডের সদস্য হলেন চৌধুরী কন্যা স্বর্ণা   ●  ভিজিএফ চালের অনিয়ম’ নিয়ে সংবাদ – চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা   ●  শিক্ষার ফেরিওয়ালা মরহুম জালাল আহমদ চৌধুরীর ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ   ●  বিয়ের তিন মাসেই সড়কে প্রাণ গেল হলদিয়ার জুনাইদের   ●  চুনোপুঁটি ধরলেও অধরা রাঘববোয়ালরা   ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা

কৃষি ব্যাংকের ভল্ট থেকে ২৪ লাখ টাকা চুরি, আটক ১

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরে কৃষি ব্যাংকের ভল্ট থেকে ২৪ লাখ টাকা চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ওই ব্যাংকের নৈশপ্রহরী মো. মোস্তফাকে আটক করেছে পুলিশ। বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মতলব দক্ষিণ থানায় একটি চুরির মামলার প্রস্তুতি চলছে। আটক হওয়া নৈশপ্রহরীর বাড়ি উপজেলার ঢাকিরগাঁও গ্রামে।

কৃষি ব্যাংকের ওই শাখার ব্যবস্থাপক মো. আমির হোসেন প্রথম আলোকে বলেন, প্রতিদিনের মতো আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় তিনি ব্যাংকে আসেন। এসে দেখেন ব্যাংকটির দক্ষিণ দিকের জানালার গ্রিল ও একটি কক্ষের দরজা ভাঙা। ভেতরে ঢুকে দেখেন ব্যাংকের ভল্টের তালাও ভাঙা এবং সেখানে রাখা গ্রাহকের ২৪ লাখ টাকা চুরি হয়ে গেছে।

ব্যবস্থাপক আমির হোসেন বলেন, বুধবার রাতে দায়িত্বরত ব্যাংকটির নৈশপ্রহরী মো. মোস্তফার কাছে ঘটনাটির বিষয়ে জানতে চাইলে তিনি কিছু জানেন না বলে উল্লেখ করেন। ঘটনার সময় তিনি ব্যাংকের বাইরে ছিলেন বলেও জানান। ওই নৈশপ্রহরীর কথা ও আচরণ রহস্যজনক হওয়ায় তাঁকে আটক করে থানায় খবর দেওয়া হয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

কৃষি ব্যাংকের কুমিল্লা অঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) পারভিন আক্তার বলেন, বিষয়টি জানার পর আজ দুপুরে তিনি ওই ব্যাংকে আসেন। ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীদের সঙ্গে কথা বলেছেন। ব্যাংকের নিয়ম অনুযায়ী একটি শাখা ব্যাংকে প্রতিদিন সর্বোচ্চ ৫ লাখ টাকা গচ্ছিত রাখার বিধান রয়েছে। এরপরও এই শাখা ব্যাংকের ভল্টে বুধবার কেন ২৪ লাখ টাকা গচ্ছিত রাখা হয়, তা বোধগম্য নয়। ব্যাংকটির কেন্দ্রীয় কার্যালয়ের বরাত দিয়ে তিনি বলেন, এ ব্যাপারে ব্যাংকের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি স্পষ্ট হবে। এ ঘটনায় ব্যাংকের কারও সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তাঁর বা তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম এস ইকবাল বলেন, আটক ওই নৈশপ্রহরীকে থানাহাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। বিষয়টি তদন্ত করে জড়িত

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।