২৬ সেপ্টেম্বর, ২০২৩ | ১১ আশ্বিন, ১৪৩০ | ১০ রবিউল আউয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  চকরিয়ায় হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন আটক, মাইক্রোবাস জব্দ   ●  ‘প্রান্তিক জনগোষ্ঠির স্বাস্থ্য সেবার অবলম্বন পল্লী চিকিৎসক’-জেলা পরিষদ চেয়ারম্যান   ●  ‘প্রয়োজনে কালো গাউন ছেড়ে রোড লেভেলে যেতে হবে’   ●  তলাবিহীন ঝুড়ি থেকে স্মার্ট বাংলাদেশ করেছেন শেখ হাসিনা: কউক চেয়ারম্যান   ●  এরশাদ সরকার আমল ছিল দেশের স্বর্ণযুগ-সাবেক সাংসদ ইলিয়াছ   ●  পরিবেশ রক্ষায় শেখ হাসিনার উদ্যোগ বিশ্বে প্রশংসনীয় : মোঃ নজিবুল ইসলাম   ●  রোহিঙ্গা প্রত্যাবাসনে পাইলট-প্রকল্প মিয়ানমার-চীনের শুভঙ্করীর ফাঁকি!   ●  কক্সবাজারে ‘জয় কারাতে একাডেমী’ ‘অদ্রিতা পালদের বেড়েছে আত্মবিশ্বাস ও শক্তি’   ●  রামুতে বনবিভাগের অভিযানে পানির পাম্প জব্দ   ●  সীমান্তে গরু চোরাকারবারীদের তালিকা করে আইনের আওতায় আনা হবে-ডিসি মুহম্মদ শাহীন ইমরান

কৃষি ব্যাংকের ভল্ট থেকে ২৪ লাখ টাকা চুরি, আটক ১

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরে কৃষি ব্যাংকের ভল্ট থেকে ২৪ লাখ টাকা চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ওই ব্যাংকের নৈশপ্রহরী মো. মোস্তফাকে আটক করেছে পুলিশ। বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মতলব দক্ষিণ থানায় একটি চুরির মামলার প্রস্তুতি চলছে। আটক হওয়া নৈশপ্রহরীর বাড়ি উপজেলার ঢাকিরগাঁও গ্রামে।

কৃষি ব্যাংকের ওই শাখার ব্যবস্থাপক মো. আমির হোসেন প্রথম আলোকে বলেন, প্রতিদিনের মতো আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় তিনি ব্যাংকে আসেন। এসে দেখেন ব্যাংকটির দক্ষিণ দিকের জানালার গ্রিল ও একটি কক্ষের দরজা ভাঙা। ভেতরে ঢুকে দেখেন ব্যাংকের ভল্টের তালাও ভাঙা এবং সেখানে রাখা গ্রাহকের ২৪ লাখ টাকা চুরি হয়ে গেছে।

ব্যবস্থাপক আমির হোসেন বলেন, বুধবার রাতে দায়িত্বরত ব্যাংকটির নৈশপ্রহরী মো. মোস্তফার কাছে ঘটনাটির বিষয়ে জানতে চাইলে তিনি কিছু জানেন না বলে উল্লেখ করেন। ঘটনার সময় তিনি ব্যাংকের বাইরে ছিলেন বলেও জানান। ওই নৈশপ্রহরীর কথা ও আচরণ রহস্যজনক হওয়ায় তাঁকে আটক করে থানায় খবর দেওয়া হয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

কৃষি ব্যাংকের কুমিল্লা অঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) পারভিন আক্তার বলেন, বিষয়টি জানার পর আজ দুপুরে তিনি ওই ব্যাংকে আসেন। ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীদের সঙ্গে কথা বলেছেন। ব্যাংকের নিয়ম অনুযায়ী একটি শাখা ব্যাংকে প্রতিদিন সর্বোচ্চ ৫ লাখ টাকা গচ্ছিত রাখার বিধান রয়েছে। এরপরও এই শাখা ব্যাংকের ভল্টে বুধবার কেন ২৪ লাখ টাকা গচ্ছিত রাখা হয়, তা বোধগম্য নয়। ব্যাংকটির কেন্দ্রীয় কার্যালয়ের বরাত দিয়ে তিনি বলেন, এ ব্যাপারে ব্যাংকের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি স্পষ্ট হবে। এ ঘটনায় ব্যাংকের কারও সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তাঁর বা তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম এস ইকবাল বলেন, আটক ওই নৈশপ্রহরীকে থানাহাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। বিষয়টি তদন্ত করে জড়িত

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।